| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
শ্রদ্ধেয় হুজুর,
আসসালামু আলাইকুম। আপনি শরীয়া আইন নিজের উপর প্রয়োগ না করে, রাষ্ট্রীয় ভাবে প্রয়োগ করতে চান, তাঁদেরকে মুনাফিক বলেছেন। আমার যতটুকু ইসলামী জ্ঞান আছে, তা ব্যবহার করে কেন যেন মনে হচ্ছে, আপনি ভুল বলেছেন। এটা অবশ্যই ঠিক যে, কোন কিছু করতে মানুষকে বলার আগে নিজেকে এবং নিজের আওতায় থাকা পরিবারকে নিয়ে আগে তা করতে হবে। ঠিক তেমনি, কাউকে মুনাফিক বলার আগে নিজের পরিবারের যারা ইসলামী পথে নেই, তাঁদেরকে আগে মুনাফিক বলা উচিৎ।
আমি খুব কাছ থেকে দেখেছি, আহলে বায়াত অর্থাৎ, নবীজির পরিবারের অনেকেই পর্দা করেন না। আহলে বায়াতের পরিবারের অনেকেই নবীজির সুন্নতের উপরে নেই। আপনি কি তাঁদেরকে মুনাফিক বলবেন? কিন্তু, তা তো হতে পারে না! নবীজির পরিবারের কেউ সুন্নতের উপরে নেই তা কি হতে পারে! বরং, এটা বলা যায়, তাঁরা যেভাবে ইসলাম বুঝেছেন, তা হয়তো তাঁদের নিজেদের জন্যে ভুল নয়। কারণ, নবীজির পরিবার তাঁর সুন্নতের বাইরে যেতে পারেন না।
এখন, কেউ যদি নবীজির সেইসব পরিবারের সদস্যকে অনুসরন করেন, সেইসব অনুসারীকে মুনাফিক বলার আগে আপনি আহলে বায়াতের সেইসব বেপর্দা নারী/পুরুষ সদস্যগণকে পথে আনার চেষ্টা করবেন, অথবা, তাঁদেরকে 'মুনাফিক' বলবেন। কারণ, তাঁরা তো আপনার পরিবারেরই সন্তান! আপনি যেমন 'সৈয়দ' বংশের মানুষ, তাঁরাও তো সেই একই বংশের সদস্য!
নিজের পরিবারের সদস্যদের আগে নসিহত করা উচিৎ বলে আমি মনে কি। আমি নিজে যা করি, তা আমার পরিবারকে করার নির্দেশ দেই। নবীজিও তা-ই করতেন। আপনিও কি একই জিনিস করবেন না?
আপনি আশা করি, আমার যুক্তিটির পিছনের উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা করবেন।
ভালো থাকুন নিরন্তর।
১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ৮:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি যা বলেছেন, তা ভুল বলেছেন। এজন্যে, উনার ক্ষমা চাওয়া উচিৎ।
সৈয়দ বংশের অনেকেই আছেন যারা সুন্নত বলতে আমরা যা বুঝি, তা ফলো করেন না। আমি সাক্ষী।
উনার উচিৎ আগে সৈয়দ বংশীয়দের উপরে উনার জানা সুন্নৎ কায়েম করা। তারপরে, অন্যদের 'মুনাফিক' বললে ক্ষতি নেই।
ধন্যবাদ।
২|
১৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪০
এ পথের পথিক বলেছেন: এটাও বলতে পারেন পির মুরিদ ব্যবসা করতে হবে এমন দলিল সে কোথায় পেয়েছে
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: চরমোনাই পীর সাহেবের জোট ছেড়ে আসার পিছনে কোনো ইসলাম সম্পর্কিত ব্যাপার ছিলো না। ইসলামিক ভোট ব্যাংকের কথা সবাই আগে তিনিই বলেছিলেন। কিন্তু নিজেই জোট ছেড়ে চলে গেছেন। জামাত উনার সাথে কোনো মোনাফেকি করেনি। জামাত প্রাগমাটিক রাজনীতি করছে। মাঠে জনপ্রিয়তা দেখেই প্রার্থী দিতে হয়।
আমি জামাতের কট্টোর সমালোচক হয়েও জামাতের পক্ষে আমার অবস্থান। ইসলামের নামে আর রাজনীতি ঘোলা করিয়েন না।