![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞানে গুণে মানে আচার- আচরণে চিন্তায় চেতনায় কাজে কর্মে সৃজনশীলতায় অতি দরিদ্র, এই আমি। অবাস্তব জগৎ নিয়ে ভাবতে ভালবাসি; কিন্তু মাঝেমধ্যে কঠিন বাস্তবতা নিয়েও ভাবতে হয়। স্বপ্ন দেখি আকাশসম কিন্তু তার বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা জানা নেই। দেশের অর্জনগুলো যেমন নিজেকে অহংকারী করে তোলে ঠিক তেমনি সমাজের বৈষম্য, নীতিহীনতা, শঠতা অনেক ভাবিয়ে তোলে এই মস্তিষ্ককে। ফেবু আইডি : Md Zidan Khan
সময়ের সরল সংখ্যা কমে আসছে ক্রমান্বয়ে, মৃত্যু অতি সন্নিকটে, একটা দুঃখের আবহ তৈরি হওয়ার অপেক্ষা মাত্র। আবছা স্মৃতির মতো এগিয়ে আসছে কিছু একটা, আস্তে আস্তে আচ্ছন্ন হলাম ধূসরতায়, তার একটু পরেই নিজেকে আবিষ্কার করলাম খুব ছোট্ট একটা ঘরে, কেউ নেই। খুব ছোট্ট একটা গল্পে ইতি টেনে নিলাম ছোট্ট এই জীবনের।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০২০ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ওকে।