| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ জিদান খান (অয়ন)
জ্ঞানে গুণে মানে আচার- আচরণে চিন্তায় চেতনায় কাজে কর্মে সৃজনশীলতায় অতি দরিদ্র, এই আমি। অবাস্তব জগৎ নিয়ে ভাবতে ভালবাসি; কিন্তু মাঝেমধ্যে কঠিন বাস্তবতা নিয়েও ভাবতে হয়। স্বপ্ন দেখি আকাশসম কিন্তু তার বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা জানা নেই। দেশের অর্জনগুলো যেমন নিজেকে অহংকারী করে তোলে ঠিক তেমনি সমাজের বৈষম্য, নীতিহীনতা, শঠতা অনেক ভাবিয়ে তোলে এই মস্তিষ্ককে। ফেবু আইডি : Md Zidan Khan

যদি কখনো আসো,
এক গুচ্ছ কদম হাতে,
আমার দেয়া নীল শাড়িটা পড়ে,
হাতে থাকবে স্বচ্ছ কাচের চুড়ি।
আর কপালে!
কপালে থাকবে টিপ।
তবে, মুগ্ধ হবে চারিদিক!
আর, বিমুগ্ধ হবো আমি!
©somewhere in net ltd.