![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোজব আছে সাভারে রানা প্লাজায় নিহতদের ঘোম করা হচ্ছে
যদি তা হয়ে থাকে তাহলে স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মীরা সর্তক থাকুন
আর স্থানীয় জনগণ, উপস্থীত জনতা ও গনমাধ্যমকর্মীরা সতর্ক দৃষ্টি রাখুন
যাতে প্রতিটি স্বজন তাদের প্রিয়জনকে জীবিত বা মৃত নিয়ে যেতে পারেন
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
আমি হনুমান বলেছেন: রাব আর পুলিশ এর ওখানে এটাই মূল কাজ, বলার কিছু নাই...
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
মাহিরাহি বলেছেন: সত্যি হলে এর চাইতে ভয়ংকর আর কি হতে পারে।
স্বাভাবিক মৃ্ত্যুর নিশ্চয়তা নেই, আবার মরলে দাফনেরও নিশ্চয়তা নেই।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১২
কালবৈশাখীর ঝড় বলেছেন:
না। এইসব আগে হইতো, যখন সুধু BTV ছিল।
এখন ২৭ টা দেশী চ্যানেল, ৪০টা পত্রীকার সাংবাদিক, বিদেশী আলজাজিরা, BBC, CNN, এন্ডিটিভি ... কয়েকশো সাংবাদিক ২৪ ঘন্টাই আছে,
অনেকেই লাইভ দেখাইতেছে। এখন লাশ গুম করা অসম্ভব!
অকুতভয় শত শত তরুণ ভলান্টিয়াররা বিনে পয়সায় জান বাজি রেখে ভেতরে ঢুকে আহত জীবিতদের বের করে আনছে, অযথা আজে বাজে কথা বলে ওদের মনবল নষ্ট করবেন না।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
রাকিব হাসান (সাব্বির) বলেছেন: ভাই এটা স্বাভাবিক ব্যাপার। দেখেও না দেখার ভান করছে অনেক উদ্ধার কর্মী। সাধারণ মানুষের সহযোগীতায় এগিয়ে চলছে উদ্ধার কাজ।