![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. এমপি ইসরাফিল : রানা যুবলীগ নেতা, ঘটনার দিন সে হরতাল িবরোধী মিছিল করতে যুবলিগের নেতা-কর্মীদের এই ভবনে জড়ো করেছিল
২. প্রধানমন্ত্রী বলছেন : রানা ডুবলীগের কেই না। সাভার যুবলীগ কমিটিতে রানার নামই নেই। (সংসদে দাঁড়িয়ে)
৩. স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন : হরতাল সমর্থকদের ফটক আর স্তম্ভ ধরে 'টানাহেচড়ায়' সাভারের রানা প্লাজা ধসে পড়তে পারে। (প্রথম আন্তর্জাতিক, পরে দেশীয় গণমাধ্যমকে)
৪. দেশের সব গণমাধ্যম বলছে : রানা প্লাযার মালিক সোহেল রানা সাভার যুবলীগের যুগ্ন আহবায়ক।
৫. গোজব আছে সাভারে রানা প্লাজায় নিহতদের ঘোম করা হচ্ছে
৬. সাভার জিওসি বলেছেন : উদ্ধার কাজে সেনা, বিমান, রাব, পুলিশ, ফায়ারসার্ভিস এবং ছাত্রলীগ ও যুবলীগ অংশ নিয়েছে। বিশেষ ভাবে ধন্যবাম দিয়েছেন মানণীয় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা কে।
× × × (স্থানীয় জনগণ ও বিভন্ন সংগঠনের শত শত কর্মীর কোন অস্থিত্ব নেই। এনাম মেডিক্যালের কথাও স্মরণ করা হল না)
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫২
মোঃ_হাসান_আরিফ বলেছেন: ভাই মনেহয় ঘোমাইছিলেন
২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
ঢাকাবাসী বলেছেন: ৬ নংটা বড়ই করুণ।
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মোঃ_হাসান_আরিফ বলেছেন: ৬ নংটা বড়ই করুণ।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
কলিং বেল বলেছেন: প্রথম ৫টা প্রত্যাশিত... কিন্তু ৬টা অপ্রত্যাশিত এবং উদ্বেকজনক।
২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
মোঃ_হাসান_আরিফ বলেছেন: প্রথম ৫টা প্রত্যাশিত... কিন্তু ৬টা অপ্রত্যাশিত এবং উদ্বেকজনক।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
আলমগীর ইউসি বলেছেন: ৬ নং অনুযায়ী যদি কাজ হতো তাহলে উদ্ধার কাজ আরো দ্রুত শেষ হয়ে যেত। এখানে এমপি ইসরাফিল বলেছেন, রানা যুবলীগ নেতা, ঘটনার দিন সে হরতাল বিরোধী মিছিল করতে যুবলীগের নেতা-কর্মীদের এই ভবনে জড়ো করেছিল। এই কথা চিন্তা করলে পরিস্কার হয়ে যে, আটকে পড়ারা যদি দ্রুত বের হয়ে আসে, তারা যে দলই করুক না কেন তারা আসল গোমর কথা ফাঁস করে দিবেন। যার ফলে সরকার বেকাদায় পড়বে। প্রাইভেট যে কন্সট্রাকশন কোম্পানি আছে তাদের কাছে বিল্ডিং কাটাসহ অনেক যন্ত্রপাতি আছে। তাদের অনুরোধ করলে উদ্ধার কাজ আরো সহজ হতো এবং অল্প কিছু ছাড়া সবাই বেঁচে যেত। গোমর ফাঁস হওয়ার আশংকায় এই উদ্যাগ গ্রহন করা হয়নি। আশা করি সবাই একমত হবেন।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৩
মোঃ_হাসান_আরিফ বলেছেন: গোমর ফাঁস.............
প্রাইভেট কন্সট্রাকশন কোম্পানির কাছে বিল্ডিং কাটাসহ অনেক যন্ত্রপাতি আছে।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯
মায়াবীনি৬৫৪ বলেছেন: মখা জটিল. কইছে। মনে হয় এই লোকের মাথা পুরাই গেছে । লোকটার জন্য খুবই খারাপ লাগতেছে।
২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
মোঃ_হাসান_আরিফ বলেছেন: মনে হয় এই লোকের মাথা পুরাই গেছে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৬
রাজ্জাক রাজ বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর কথাটি ছাড়া বাকি সব মিথ্যা