নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

ধসে পড়া রানা প্লাজার রানা বেনাপোলে গ্রেপ্তার : গডফাদার?

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১





সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভারে উদ্ধার অভিযানের তদারকির দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান।



তিনি বলেন, “রানা বেনাপোল দিয়ে দেশত্যাগের চেষ্টায় ছিলেন। তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে।”



স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু এ সময় সেখানে উপস্থিত ছিলেন।



রানার গডফাদারের কি হবে?

তাকেও কি গ্রেফতার করা হবে না কি দেশপ্রমিক খেতাব দেয়া হবে?



তবে সাধারণের মাঝে এখনও সেন্ধহ রয়েছ। আসলেই কি রানাকে গ্রেফতার করা হয়েছ। নাকি নকল রানা। সব প্রশ্নর উত্তর মিলবে তাকে মিডিয়ার সামনে উপস্থিত করলেই।



এর আগে দুপুরে গ্রেপ্তারের জন্য খুলনায় নিস্ফল অভিযান চালায় পুলিশ ও র‌্যাব।



সোনাডাঙ্গা থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, রানা খুলনায় রয়েছে এমন খবরের ভিত্তিতে রোববার বেলা সোয়া ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সোনাডাঙ্গা আবাসিক এলাকার দুটি বাড়িতে অভিযান চালানো হয়।



বুধবার সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা রানা প্লাজা ধসে পড়ার পর নিহতের সংখ্যা চারশ' ছাড়িয়ে গেছে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

মো ঃ আবু সাঈদ বলেছেন: তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান।

উরে হেলিকপ্টারে করে আনার কি হইল.......এত টাকা কেন সরকার খরচ করতেছে...

সভার একটা ত্রান গেল না হেলিকাপ্টারে করে আর তরে আনতাছে

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: হেলিকপ্টারে করে সভার ত্রান না গেলও, সরকারের .... বলে ওকে আনতাছে হেলিকাপ্টারে করে

২| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১১

পুংটা বলেছেন: কপালে চুমু দেওয়া গেটাকে গ্রেফতার করছে না কেন...??? :-&

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কপালে চুমু দেওয়া গেটাকে গ্রেফতার করছে না কেন...???

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

যোগী বলেছেন:
গডফাদাররা তারিক জিয়ার মত সব সময় লন্ডনে আরাম করে ঘুরে বেড়ায়, তাদের বিচার হয় না কোন দিন।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: গডফাদার : বিচার হয় না

৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

শফিক১৯৪৮ বলেছেন: এই ব্যাটা আসল না নকল সে প্রশ্ন তো থাকেই তার উপর সাভারে হাজার হাজার বিপন্ন মানুষের জন্য একটা হেলি দেখলামনা আর শা এই খুনীটারে আনতে হেলি?? আসলে হচিনার নিজের লোক কিনা তাই এই গরমে তার কষ্ট হবে যে..।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: এই ব্যাটা আসল না নকল সে প্রশ্ন তো থাকেই

৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

শফিক১৯৪৮ বলেছেন: ছবির দুনোডারেই গে মনে হচ্ছে।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ছবির দুনোডারেই গে মনে হচ্ছে।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

মমবাতি বলেছেন: রানার ফাঁসি চাই দিতে হবে দিয়ে, আজকে ফাঁসি দিতে না দিলে পরে আওয়ামীলীগের প্রেসিডেন্ট আবার মাফ করে দিবে ।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আজকে ফাঁসি না দিলে পরে আওয়ামীলীগের প্রেসিডেন্ট আবার মাফ করে দিবে ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

জাহাঙ্গীর জান বলেছেন: একেই বলা হয় জাতির জগন্য সন্তান শহেল রান্না ।

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: জাতির জগন্য সন্তান

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

সাহাদাত উদরাজী বলেছেন: ছবিটা দেখলেই থু থু এসে যায়!

২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: দেখলেই থু থু এসে যায়!

৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

ছাসা ডোনার বলেছেন: কে সেই গডফাদার? ধংস্য হোক তার চুমু দেওয়া ঠোট দুটো এবং সে নিজেও। আল্লাহ এদের তুমি উপযুক্ত শাস্তি দাও।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ধংস্য হোক তার চুমু দেওয়া ঠোট দুটো এবং সে নিজেও।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

আইআইচকিবরিয়া বলেছেন: যোগী বলেছেন:
গডফাদাররা তারিক জিয়ার মত সব সময় লন্ডনে আরাম করে ঘুরে বেড়ায়, তাদের বিচার হয় না কোন দিন।

আমি বললাম,
গডফাদাররা সজীব ওয়াজেদ এর মত সব সময় আমেরিকায় আরাম করে ঘুরে বেড়ায়, তাদের বিচার হয় না কোন দিন।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: গডফাদাররা তারিক জিয়ার মত

গডফাদাররা সজীব ওয়াজেদ এর মত

১১| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: তাদের বিচার হয় না কোন দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.