নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

মহাসেন নিম্নচাপে পরিণত, সংকেত কমে ৩

১৬ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩





বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মহাসেন, যা বর্তমানে অবস্থান করছে পার্বত্য চট্টগ্রাম এলাকায়।

ঝুঁকি কমে আসায় দেশের সমুদ্রবন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।



আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানান, “বিকাল ৩টার পর মহাসেন দুর্বল হয়ে স্থল নিম্নচাপ পরিণত হয়েছে। নোয়াখালী, সীতাকুণ্ড, ফেনী, খাগড়াছড়িতে প্রচুর বৃষ্টি ঝরিয়ে এটি আরো দুর্বল হয়ে পড়বে। পরে তা লঘুচাপে পরিণত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”



সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায়ও এর প্রভাবে বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।



গত ১০ মে থেকে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করা ঘূর্ণিঝড় মহাসেন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর খেপুপাড়ায় উপকূল অতিক্রম শুরু করে।



এরপর পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে দুপুরে মেঘনা মোহনা হয়ে নোয়াখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড দিয়ে স্থলভাগ অতিক্রম শুরু করে এ ঝড়।



শাহ আলম জানান, উপকূলে এখন আর সাইক্লোনের প্রভাব না থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে।



তবে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকারও পরামর্শ দেন শাহ আলম।



তিনি বলেন, “সংকেত কমিয়ে দিলেও সাগর উত্তাল থাকায় আগামী দুই দিন সব নৌযানকে নিরাপদ দুরত্বেই রাখতে হবে।”



ঘূর্ণিঝড় আইলার সময় সাতদিন সাগর উত্তাল থাকায় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছিল বলে জানান তিনি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সুমন জেবা বলেছেন: Allah save us.. তাই শোকরিয়া ..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.