নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

ভুয়া চিকিৎসক দম্পতির দুই বছর কারাদণ্ড, সামাজিক বিজ্ঞান থেকে পাস করে চিকিৎসক

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫







নামের পাশে বিভিন্ন ভুয়া ডিগ্রি এবং ডাক্তার লিখে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক সেজে রোগী দেখছিলেন উজ্জ্বল কান্তি দেব ও তাঁর স্ত্রী চিত্রা সরকার। আজ রোববার র‌্যাব-৭ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই ভুয়া চিকিৎসক দম্পতির প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা আদালত পরিচালনা করেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অধ্যাদেশ অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারেন না।

উজ্জ্বল দেব দাবি করেন, সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে তিনি মাধ্যমিক পাস করেছেন। আর উচ্চ মাধ্যমিক পাস করেছেন মানবিক বিভাগ থেকে। তবে তিনি কোনো সনদ দেখাতে পারেননি। স্বীকৃত কোনো ফিজিওথেরাপি ডিগ্রিও তাঁর নেই। এর আগে ২০১১ সালেও একই অপরাধের জন্য তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এর পর তিনি আবার একই অপরাধ করে যাচ্ছিলেন। এ কারণে তাঁকে জরিমানা করা হয় বলে ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ে হাটহাজারী ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে চেম্বার করে উজ্জ্বল কান্তি দেব ও চিত্রা সরকার নিয়মিত রোগী দেখেন। তাঁদের নামের পাশে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ডিগ্রি লিখে সাইনবোর্ড দিয়েছেন। নামের পাশে ডা. লিখে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি বলে প্যাড, কার্ড ও সাইনবোর্ড টানিয়েছেন। রোগীদের ফিজিওথেরাপির পাশাপাশি ব্যবস্থাপত্রও দিতেন।

‘প্রথম সাক্ষাতে ৫০০ টাকা এবং ১৫ দিনের মধ্যে পরবর্তী সাক্ষাত ২০০ টাকা’—উজ্জ্বল দেবের টেবিলের সামনে লেখা রয়েছে। গোলপাহাড়ের চেম্বার ছাড়াও নগরের নিজাম সড়কে অ্যাপোলো ফিজিওথেরাপি ক্লিনিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামে অপর একটি চেম্বারেও বসেন চিত্রা সরকার।

আনোয়ার পাশা বলেন, ‘তাঁরা দুজনই ভুয়া চিকিৎসক। তাঁদের কোনো ফিজিওথেরাপি ডিগ্রি নেই। সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করে উজ্জ্বল নানা ভুয়া ডিগ্রি লাগিয়ে ফিজিওথেরাপি চিকিৎসক বনে যান। চিত্রা সরকারও একই কায়দায় চিকিৎসক হন। তাই তাঁদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড এবং সাড়ে তিন লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।’

উজ্জ্বল দেব অপরাধ স্বীকার করে বলেন, ‘আমার কোনো ডিগ্রি নেই। আগেও জরিমানা করা হয়েছিল। ডাক্তার লিখতে নিষেধ করা হয়েছিল।’

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

আহলান বলেছেন: ভুয়ার রাজ্যে বাংলাদেশ গদ্যময় ....

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: :D

২| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
এইগুলারে সাইনবোর্ড হিসেবে ঝুলিয়ে রাখা উচিত।

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: তাহলে ওরা বানিজ্য করবে কি করে

৩| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

খাটাস বলেছেন: উজ্জ্বল দা এম বি বি এস আবার চিত্রা দি ও দেখি এম বি বি এস। প্রাথমিক ভাবে দুই জন রে সিরাম মাইর দিয়ে একে অপরের চিকিৎসক নিযুক্ত করা হোক।

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: উজ্জল-চিত্র এমাবিবিএস

৪| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০২

পত্রদূত বলেছেন: কঠোর শাস্তি দেয়া হোক

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

মোঃ_হাসান_আরিফ বলেছেন: দুই বছর

৫| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

িটউব লাইট বলেছেন: এদের আর দোষ কি? আমাদের রাজনীতিবিদদের দিকে তাকালেই বুঝা যায়। সবাই অভাবে পরে এইসব করছে।

৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

মোঃ_হাসান_আরিফ বলেছেন: রাজনীতির নীতি নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.