নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

কোটা পদ্ধতি বাতিল হবেই: পুলিশ-ছাত্রলীগ দিয়ে আন্দোলন বন্ধ করা যবে না

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬



কোটা পদ্ধতি বাতিলরে আন্দোলন করলে গায়ে ফোসকা পড়ে কেন। রাজাকারদের বিচারের দাবিতে শাহবাগে যখন একত্রিত হইয়া সপ্তাহর পর সপ্তা ছিলাম তখন পুলিশ দিয়া নিজেদের স্বার্থে পাহাড়া দিয়া রাখছিলেন কেন? এখন স্বার্থে আঘাত লাগছে আর পুলিশ লেলিয়ে দিছেন। এখন পুলিশের পাশাপাশি ছাত্রলীগ লেলিয়ে দিয়েছেন। পার পাবেন না। কোটা বাতিল করতেই হবে।



( ছাত্রলীগের হামলায় ছত্রভঙ্গ বিসিএস শিক্ষার্থীরা)

আমরা যখন রাজাকারদের বিচারের দাবিতে শাহবাগে একত্রিত হই তখনো যানজট হয়। সে সময় তা চেতনার কথা বলে মেনে নিয়েছিলাম। এখন শাহবাগে তরুন মেধাবীরা যে আন্দোলন করছে সেটা অত্যান্ত যুক্তিসংগত ও যুগ উপযোগি আন্দোলন। আর এআন্দোলনের কারণে যানজটকে আমরা কেন মানতে পারছি না। যারা মানতে পারছেন না তাদেরকে বলছি, মানতে হবে। সহ্য করতে হবে। কোটা পদ্ধতি বাতিল আন্দোলন চলবে। সরকারকে তা বাতিল করতে হবে। কোটা বিরোধি আন্দোলন জয় হবেই।



(শাহবাগ রণক্ষেত্র, সড়ক অবরোধ রাজশাহী-সিলেট-সাভারেো)

পূর্ব ঘোষণা অনুযায়ী ‘বঞ্চিত শিক্ষার্থী’ ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ রওনা হয়।



তবে শাহবাগ মোড়ে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে হটিয়ে দেয়।

পুলিশও শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। পুলিশ এগোতে থাকলে বিক্ষোভকারীরা টিএসসি থেকে কবি নজরুলের সমাধি কমপ্লেক্সের সামনে পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে ইট ছোড়া অব্যাহত রাখে।



সোয়া ১২টার দিকে পুলিশ আরো এগিয়ে এলে বিক্ষোভকারীরা পিছু হটে। এই সময় পুলিশ প্রচুর কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছোড়ে।



পুলিশের আক্রমণে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের বিভিন্ন দিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। একদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে ইট ছোড়ে। প্রক্টরের কার্যালয়েও ভাংচুর চালানো হয়।

তখন সরকার সমর্থক ছাত্রলীগের এক দলকর্মী আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। আন্দোলনকারীদের ‘শিবিরকর্মী’ হিসেবে চিহ্নিত করে কয়েকজনকে মারধরও করা হয়।



৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল বাতিলের দাবিতে বুধবার দিনভর শাহবাগ অবরোধ করে রাখে একদল পরীক্ষার্থী। এর ফলে যানজটে নাকাল হতে হয় রাজধানীবাসীকে।



তাদের আন্দোলনের মুখে সরকারি কর্মকমিশন (পিএসসি) ওই ফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত জানালেও আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাসহ সব কোটা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

ওই সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে আন্দোলনকারীরা। চারুকলার সামনে এটিএন বাংলার একটি গাড়িও ভাংচুর করে তারা। এতে গাড়ির চালক মাথায় জখম হন।

এরপর চারুকলা অনুষদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট ছুড়তে থাকে, সড়কে আগুনও জ্বালায় তারা। পাশাপাশি সব কোটা বাতিলের দাবিতে তারা স্লোগান দিতে থাকে।

মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

সারোয়ার মোর্শেদ বলেছেন: সহমত।কোটা বাতিল করতেই হবে।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: করতেই হবে

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............


এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

আিম এক যাযাবর বলেছেন: কোটা বাতিল করতেই হবে। কোটা বাতিল করতেই হবে।। কোটা বাতিল করতেই হবে।।।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: এগিয়ে যাও
আমরা তোমাদের সাথেই আছি

৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগ অবরোধের চেষ্টা করলে ১২ জনকে আটক করেছে পুলিশ। আটক সবাইকে শাহবাগ থানায় রাখা হয়েছে।

৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: কোটা বাতিল এখন সময়ের ব্যপার
জেগেছে আজ নিপীড়িত তরুণ সমাজ

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সহমত

৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

জগ বলেছেন: কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........
কোটা প্রথা বন্ধ হোক, বাল সরকার নিপাত যাক........

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: :((

৭| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

ওয়েসিস বলেছেন: ভাইরে ছাত্রলীগ যা করল টা চোখের সামনে দেখলাম । এরপরও আপনি বলতে চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঐক্য আছে ?

ওমর শরিফ বা মেহেদি হাসানের নেতৃত্বে বিভিন্ন হলের ছাত্রলীগ ক্যাডার রা যখন সাধারণ ছাত্রদের মারধর করল বেধড়ক পেটাল কেউ এগিয়ে আসেনি সবাই পিঠ বাঁচাতে চলে গেছে । একদিকে পুলিশ অন্যদিকে ছাত্রলীগ ক্যাডাররা আমরা ত এক কথায় অসহায় । শুধু সময়ের অপেক্ষায় রইলাম

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আমরা ত এক কথায় অসহায় :((

৮| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: ছাত্ররা বিক্ষিপ্ত ভাবে আন্দোলন চালাচ্ছে। যোগ্য নেতৃত্ব প্রয়োজন।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সহমত

৯| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

হাবিব০৪২০০২ বলেছেন: যে শুধুমাত্র কোটা হিসেবে চাকরি বা রাজনীতিতে নিয়োগ পেয়েছে সে এবং তার পরিবার লাভবান হলেও সমাজ তথা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে.

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কোটা সমাজ তথা জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে.

১০| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

চাঁন মিঞা সরদার বলেছেন:
কোটা প্রথা বাতিল চাই।

কোটা প্রথা বাতিল চাই।

কোটা প্রথা বাতিল চাই।

কোটা প্রথা বাতিল চাই।

কোটা প্রথা বাতিল চাই।

কোটা প্রথা বাতিল চাই।

কোটা প্রথা বাতিল চাই।

X( X( X( X( X(

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কোটা প্রথা বাতিল চাই।

১১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে!

মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আমার উচিত আপমাকে একটা গালি দেয়া।
কিন্তু ভদ্রমানুষ বলে গালিটা দিলাম না।
পারলে রাজাকারের তালিকা প্রকাশ করে তাদের দেশ ধথকে বিতারিত করেন

১২| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭

চাঁন মিঞা সরদার বলেছেন: @ হাসান কালবৈশাখী, আগে একটা কোশ্চেন করি, আপনার বয়েস কতো? আপনার বেশ কিছু কমেন্ট আমি খেয়াল করেছি। এখনো আপনার অনেক জানার আছে।


ভাই আওয়ামী দালালী ছাড়েন। আগে মানুষ হন। ফালতু যুক্তি দিয়ে কেন নিজেকে ছোট করছেন?

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সহমত

১৩| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪

িভৃতচারী বলেছেন: কোটা বাতিল করতেই হবে।

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কোটা বাতিল করতেই হবে

১৪| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আমিনাথিং বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিসি হামলা , ছাত্র রা কক্ষনো বরদাস্ত করে নাই .. X( X( X( X( X( X(

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৯

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সঠিক

১৫| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

েশয়ারফান বলেছেন: সহমত। কোটা বাতিল করতেই হবে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ধন্যবাদ

১৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধারা কোটাকে ঘৃণা করে! সরকারী সাহায্য গ্রহনকে ঘৃনা করে! যেমন ঘৃণা করতো পাকিদের, রাজাকারদের!

কারণ মুক্তি এবং যুদ্ধ দুটোই আত্ম মর্যাদা শাণিত করার নাম।
যেই আত্ম মর্যাদার জণ্য জীবন দেয়ার মতো দৃঢ়তা থাকতে পারে - তারা কি সামান্য কিছূর বিনিময়ে সেই আত্মমর্যাদা বিলিয়ে দিবেন??

কখনোই না।
আর যারা করবে তারা প্রকৃত মুক্তিযোদ্ধাই না।

সার্টিফিকেট বাগানো সুবিধাবাদীর দল !!!! প্রকৃত মুক্তিযুদ্ধারা আজো আত্মমর্যাদা নিয়ে কর্ম করে খায়- কিন্তু ভিখ মাগে না!!!!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: প্রকৃত মুক্তিযোদ্ধারা কোটাকে ঘৃণা করে

১৭| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে????????????????????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সহমত

১৮| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩১

একিউমেন০৮ বলেছেন: কোটা প্রথা বাতিল চাই।

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সহমত

১৯| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

মাজহারুল হুসাইন বলেছেন: মুক্তিযোদ্ধাদের কোটা আছে । ৩০ লাখ শহীদের পরিবারের কোটা টা কোথায় ?

১২ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: এটা আমিও এফবিতে বলেছি
যারা শহীদ হয়েছে তারা শুন্য
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

২০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:০১

মোঃ উরমান বলেছেন: ৭১ নিয়ে ব্যবসা বন্ধ কর করতে হবে।

কোটা মুক্ত দেশ চাই

মুক্তিযুদ্ধ এর দেশে মুক্তকোটা আন্দোলনে সহমত।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ৭১ নিয়ে ব্যবসা বন্ধ কর করতে হবে

২১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

সুপান্থ সুরাহী বলেছেন:
এই কোটা পদ্ধতি আর বালের ''মুখ দেইখ্যা সদাই'' নীতির কারণে ঝারা ৭টা বছর বেকার থেকে ... জুতার তলা ক্ষয় করতে করতে, পকেটের টাকা ঢালতে ঢালতে লাইফটাই একসময় ডাল হয়ে যাবার যোগার হইছিল... একসময় বালের বাচুর গোত্রীয় কিছু ছোটভাই প্রজাতি কইতে লাগল.. মেধা থাকলে না চাকরী হইতো...

মাইনা নিছি এইসব ভালবাসা পাওয়া বেয়াদবদের কথা...

সাড়ে তিন পেটিতে কম্প্রমাইজ করলাম... এমপিও ভুক্ত একটা প্রতিষ্ঠানে...
সেখানেও আমারে হাম্বা ভুতে ছাড়ে নাই ... জামাত. জঙ্গী.. হরকত... এমন কতকিছু যে বানাইছে আমারে! কিন্তু শেষ পর্যন্ত একটা মোবাইল রেকর্ড আমার চাকরী জয়েন করাইছে... নইলে পেটি আর জব দুইটাই খাওনের ধান্ধা করছিল...

অভিশপ্ত কোটা প্রথার বাতিল করতে হবেই...

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সহমত অভিশপ্ত কোটা প্রথার বাতিল করতে হবেই...

২২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

নেক্সাস বলেছেন: বাতিল হোক কোটা আর বয়সের সীমা। এসব খেয়ে ফেলছে পুরা জীবন

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: য়সের সীমা থাকতে হবে নয়তো নৈরাজ্য তৈরি হবে।
তবে কোটা বাতিল করতেই হবে

২৩| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সোজা আঙ্গুল বলেছেন: শুধু কোঠা পদ্ধতি বাতিলই নয় গত ১০ বছরে কোঠায় যারা নিয়োগ পাইছে, ভর্তি হইছে তাদের ভর্তি আর নিয়োগও বাতিল চাই।

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.