নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমারও বলার ছিল

ভালবাসি

মোঃ_হাসান_আরিফ

আমি সাংবাদিকতা করি

মোঃ_হাসান_আরিফ › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিকরা কোথাও নিরাপদ না

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪



সবাই সাংবাদিকদের সত্রু। অথচ তারাই বিপদে-আপদে সাংবাদিকদের সাহায্য নিয়ে থাকেন। মানুষ শেষ ভরসা হিসাবে সাংবাদিকদেরকেই ভাবেন। অথচ পুলিশ, উকিল, বিচারক, চিকিৎসক সবাই সুযোগ পেলে সাংভাদিকদের উপর হামলা কেরন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকের এ ঘটনায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।

ভিডিওসহ বিস্তারিত দেখুন এখানে

http://www.newsbdblog.com/news.php?id=1474

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৭

ঢাকাবাসী বলেছেন: স্বার্থে আঘাত লাগলেই সাংবাদিক পিটাও!

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ঠিক বলেছেন

২| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ঠিক বলেছেন

৩| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: এই হারামিদের পিটানোই উচিৎ

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৩

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আপনি কি পুলিশ, উকিল, বিচারক, চিকিৎসক এই গোত্রের
আপনাকে কি পিন মেরেছে?

৪| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৭

ধুমধাম বলেছেন: ডাক্তাররা সব একযোগে-- সারাদেশে খেপে উঠলো কেন ?

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আসল খবর বের হয়ে যায়তো তাই

৫| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

দুরন্ত পথিক০৫ বলেছেন: কি আসল খবর বের করে আমার, সারা গা হলুদ রং এ ভরা, পিটাইতে পিটাইতে লাল বানায়া ফালামু, সবেত শুরু। :-)

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কসাই যা করে আর কি...

৬| ২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৪

দুরন্ত পথিক০৫ বলেছেন: বিয়া বাড়ির প্যান্ডেলের
আশেপাশে বিনা দাওয়াতে আসা এক
ধরণের প্রাণী ঘুরঘুর করে....আর কখন
কাটা ফেলা হবে ,কখন
হাড্ডি ফেলা হবে সেই অপেক্ষায়
থাকে....ঐ প্রাণিগুলোর কেউ কেউ
আবার ধৈর্য ধারণ
না করতে পেরে প্যান্ডেলের
মধ্যে ঢুকে পড়ে,আর খায় মুগুরের
বারি ...."
তো শিক্ষিত যুব সমাজ,হাসপাতালগু
লোকে যদি বিয়া বাড়ির
প্যান্ডেলের
সাথে তুলনা করি,তাহলে ঐ
প্রাণিগুলো কারা ??.তা নিশ্চয়ই
আপনারা বুঝে ফেলেছেন

২১ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৬

মোঃ_হাসান_আরিফ বলেছেন: এক হুজুর ভোর রাতে পুকুরে গোসল করতে গেছেন আর একই পুকুরের অপর প্রান্তে একই জােজ গেছে এক চোর। তে হুজুর ভাবলেন েসো মেন হয় আমার মতো নামাজ আদায় করবেন তাই গোসল করতে আসছে। আর চোর ভাবলেন সেো মনে হয় আমার মতো সারারাত চুরি করেছেন তাই গোসল করে সারা দিন ঘুম দিবে।
বিষয়টা আপনারা বুজতে পারছেন...

৭| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১০

নতুন একজন মানুষ বলেছেন: Ata onnai koreche Dr. Gon.

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ঠিক বলেছেন

৮| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৪

অন্ধবিন্দু বলেছেন:
জনসাধারণ খুব নিরাপদ আছে, তাই না !
যাই হোক সাংবাদিকদের উপর এহেন হামলার নিন্দা জানাই।

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ধন্যবাদ

৯| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩২

হেডস্যার বলেছেন:
কিন্তু এখন ব্লগে কয়েকদিন ধইরা লাফালাফি করা ডাক্তার গুলা কই গেছে? বারডেমের ডাক্তার পিটানি না হইলে অন্যায় হছে কিন্তু এখন ডাক্তার সাবেরা সন্ত্রসীদের মত উম্মত্ত হইয়া গেল সে বিষয়ে তো কোন পোষ্ট ডাক্তার সাবেরা দিতাছেন না। নাকি ডাক্তারের জন্য সব জায়েজ?
শালারা সব খারাপ...

যদিও
সাংবাদিক, পুলিশ এই দুই জাতের জন্য আমার কোন মহব্বত নাই। এরা মাইর খাইলে আমার কিছু আসে যায় না।

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

মোঃ_হাসান_আরিফ বলেছেন: হা হা হা ..............

১০| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫২

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: মনে হয় সব পেশায় এখন শুদ্ধি অভিযান চালানোর সময় এসেছে।

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মোঃ_হাসান_আরিফ বলেছেন: হুম

১১| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৯

রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন

১২| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

ইসপাত কঠিন বলেছেন: আমি পুলিশ, উকিল, বিচারক, চিকিৎসক নই। কোন মাস্তান বা রাজনীতিবিদও নই। কোন দূর্নীতিবাজ সরকারী কর্মকর্তাও নই। আমি কি সাংবাদিকদের হাত থেকে নিরাপদ?

২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কেন নয়?

১৩| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ইসপাত কঠিন বলেছেন: আমি পুলিশ, উকিল, বিচারক, চিকিৎসক নই। কোন মাস্তান বা রাজনীতিবিদও নই। কোন দূর্নীতিবাজ সরকারী কর্মকর্তাও নই। আমি কি সাংবাদিকদের হাত থেকে নিরাপদ?

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন: কেন নয়?

১৪| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

ইসপাত কঠিন বলেছেন: যে সমস্ত সাংবাদিক মার খেয়েছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, "আপনার অনূভুতি কি?"

১৫| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৯

প্রবাসী পাঠক বলেছেন: সাংবাদিক এবং ডাক্তারদের মধ্যে দ্বন্দ্ব প্রতিদিনই নতুন নতুন রঙ নিচ্ছে। এই বিষয়ের উপর পোস্ট নিয়ে ব্লগও মোটামোটি উত্তপ্ত। দুই পক্ষেরই অভিযোগগুলো একঘেয়ে মনে হচ্ছে। সাংবাদিকদের কাছে ডাক্তাররা কসাই আর ডাক্তারদের কাছে সাংবাদিক মানেই এইট পাশ। ব্যাপারটা নিয়ে এভাবে কাঁদা ছুড়াছুড়িতে মূল বিষয়টাই হারিয়ে যাচ্ছে।

অর্থের কাছে নীতি বিসর্জন দেয়া ডাক্তার যেমন আছেন ঠিক তেমনি হলুদ সাংবাদিকেরও অভাব হবে না বাংলাদেশে। তাই এভাবে একে অন্যকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হই।

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আপনি সঠিক বলেছেন

তবে আর যাই হউক কসাই ডাক্তাররা মানুষের কল্যাণ করতে পারে না
আর সাংবাদিক মানেই এইট পাশ সাংবাদিক কিন্তু মানুষের অকল্যাণ করে না। আমাদের জাতীয় কবিও কিন্তু...
তবে হলুদ সাংবাদিক যে নেই তা না। তবে পরিমানে অনেক কম। অপর দিকে ভাল ডাক্তার কম, কসাই ডাক্তাররাই বেশি।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৮

ধুমধাম বলেছেন: উকিল আর বিচারক কি করলো, তাদের নাম আসে কেন?

২২ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫

মোঃ_হাসান_আরিফ বলেছেন:
:) :D B-) ;) :( :((

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: আমরা শান্তি চই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.