নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৬ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫২

ভালবাসি?

মোঃ মঈনুদ্দিন

বহুদিন ধরে এক কৌতুক গীতি সবার মুখে

“আমি তোমায় ভালোবাসি” হ্যাঁ,

মা, ভালোবাসি তোমায়,

বলছে তোমার সন্তানেরা মুখে।

আর,বাস্তবে- কী নিদারুণ অপচয়! “পঞ্চ পান্ডব আর শত কৌরবে”

নিত্য কুরুক্ষেত্র!অবশেষে ‘শত সহস্র’ বক্ষ রুধিরে রঞ্জিত হয়ে অসময়ে

কবরে, চিতায় না হয় লাওয়ারিশ সনদে মর্গে।অতঃপর তুমি, কেঁদে কেঁদে পাগল প্রায়-

হয়ে ”ইন্টেনসিভ কেয়ারে” মরণ ঘুম কোমায়!

অন্যদিকে, মানব সব দানব রুপে যেখানে সেখানে দাবড়িয়ে বেড়ায়,

মানবতা রক্ষাকারীরা? আস্তাকুঁড়ে বসে জাবর কেটে কেটেই ঝিমায়।

আর,এদিকে ‘সীমারের’হাতে বিষলক্ষার ছুরি; বুকে মানবতার তাবিজ!

তাই দেখে- মা,

মা, মাগো!চিৎকারে মানবতা গোঙায় মরণ যন্ত্রণায় ।

আমি বলি কী-

ওরা কৌতুকটাও ঠিক ভাবে পারেনা, মা!

তবে চরম মিথ্যাচারে? অবশ্য হের গোয়েবলস ও লজ্জা পেতো;

আর ,মিথ্যাবাদীতার সনদ নিতে আশপাশেই ঘুরতো।

তোমার বুকে ইট কাঠ আর পাথরে গড়া কি জানি সব? ওহহো! বিশ্ববিদ্যালয়;

ওখানেই পড়তো, জানে অনেক!ভালো বকতেও জানে; কিন্তু জানেনা সত্য বলাটা আর

নিঃস্বার্থ ভাবে আপন ভাই বোনকে ভালবাসা টা।

অথচ তা’হলে, কতইনা ভালো হতো আর দেখতে হতোনা তোমার চরম এ দুর্দশাটা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.