![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
লাশ ব্যবসা
মোঃ মঈনুদ্দিন
এই যে পলটনের মোড়ে,
ফার্মগেটে, রমনায়
লাশের পর লাশ;
ত্রাসের পর ত্রাস।
পিটিয়ে আধমরার পর
নৃত্য, উদ্ধবাহু নৃত্য।
ওদিকে বন্দুকের গুলির শব্দ,
ঠাস-ঠাস-ঠাস!
আর, ঐদিকে জনা শতেক লোক,
নরক গুলজার অবস্থা।
বারুদের উৎকট গন্ধ,
ককটেল ফোটার শব্দ,
দিক্বিদিক শুন্য হয়ে
ভীত সন্ত্রস্তদের পলায়নের পর-
সমস্থ চরাচর স্তব্দ;অবশেষে, অনর্থ যুদ্ধাবসান।
বসেছে বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ,
জমেছে ও বেশ!
ঝরছে ম্যালা গ্যাস,
ছুটছে জিহবার শ্লেষ!
চলবেই অহর্ণিশ!
উদ্দেশ্য?
লাশ নিয়ে ব্যবসা।
মড়াটি কার দলের,
ঠিক করতে হবেনা?
ফায়দা লুটতে হবেনা?
তা যাই হোক-
লাশ যে দলেরই হোক,
তৎপর কলম সৈনিকগণ।
পরদিন পত্রিকায় বুলেটিন,
কভার জুড়ে বিস্তৃতি।
"পল্টন রণক্ষেত্র- অগুনিত লাশ"
৩৬৫ দিনের এই হলো নিত্য নৈমিত্তিক ব্যপার।
কারণ?
নামকাওয়াস্তে গণতন্ত্র!!!!
আর, জণগণের ম্যান্ডেটে পাশ করা
অসাধু পার্লামেন্টারিয়ান আর
অশুভ সব বুর্জোয়া সমৃদ্ধ প্রিয় স্বদেশ?
কিন্তু, মানুষ এবং মানবতা?
হ্যাঁ! এখানে কাগজের বইয়ে লেখা আছে,
কোটি কোটি টাকা খরচ করে।
তাহলে কি কখনোই শুধরাবেনা এ দেশের
ক্ষমতাসীন, ক্ষমতার বলয়ে থাকা আর কিছু আগাছা আর
বিরোধীদল? সমযোতায় আসবেনা!!!? ননাহ!
তাহলে, ৮৫% ম্যাক্সিম আর দেশের পরিস্থিতি?
পরিষ্কার! সামনে অন্ধকার!!??
©somewhere in net ltd.