![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
হে সাধারণের সেবক,
আপনি কোথায় আছেন? কিভাবে আছেন?
ভেবে দেখার আছে কি?
যেখানে আছেন, সে আসনটা;
আজীবন আপনার রবে কি?
দলীয় মার্কায় গদি পেলেও
দেশটা আপনার একলার কি?
দেশের মাঝের সব জনগণ,
আপনার চোখে সমান কি?
মাঠে,ঘাটে,হাটে,বাটে
মরছে মানুষ নির্বিচারে,
তাদের কথা ভাবেনকি?
প্রশাসনকে দলীয় করে
বিরোধী দমনে ব্যবহার করে,
কাজটা ভালো করলেনকি?
(যারা) লাশের উপর নৃত্য করে
ত্রাশের রাজ্য কায়েম করে,
(ওদের) মাতৃস্নেহে প্রশ্রয় দিয়ে,
নিজের বিপদ ডাকলেন কি?
দেশপ্রেমিকের রক্ত বয়ে,
অন্যের কথায় কর্ণ দিয়ে
যাচ্ছে তাই করে যাওয়া,
দেশপ্রেমিকের সাজে কি?
১৭৫৭ সালের কুশিলব-
মীরজাফর, জগৎশেট আর রায়দূর্লভ,
ছড়িয়ে রাষ্ট্রের আনাচে-কানাচে,
এদের ব্যপারে সচেতন কি?
সময় এসেছে ভেবে দেখার,
প্রশ্নগুলোর উত্তর দেয়ার।
না হলে যে অবশেষে,
সময় রবেনা একনিমেষ ও
পাশ কাটিয়ে পিঠ বাঁচাবার।।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অতঃপর হৃদয় ভাই, না বুঝার মতো কোন কিছু কি আছে?
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১
তাওহিদ হিমু বলেছেন: সুন্দর করে বলেছেন।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ হিমু ভাই।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
বিলুপ্ত প্রায় বলেছেন: যেখানে আছেন, সে আসনটা;
আজীবন আপনার রবে কি?
কখনোই না
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ সময় করে আমার লেখায় মন্তব্যের জন্য।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৬
কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।আশা করি আমাদের হৃদয়ে সবার প্রতি সমান ভালবাসা,দরদ আর সহনশীলতার সুকোমলতা বিরাজ করবে।
৫| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:২৩
ইলা বলেছেন: চুপ্ কর বেয়াদ্দপ!! এত প্রশ্ণের উত্তর পাওয়া তোর সাজে কি?
০৭ ই মে, ২০১৬ রাত ১২:২৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ম্যাম! আপনি আমার মায়ের মতোই হবেন, আপনি আমাকে বেয়াদব বলেছেন। এটা অনুজের প্রতি অগ্রজের শাসন বাণী। এবার হিপ থ্রো করলেন! দ্যাটস এ নাইস জব! ক্যারি অন ম্যাম! উইশ ইয়ু ভেরি বেস্ট অব লাক্! রিয়াকশন হবে জানতাম কিন্তু একটু লেটে হলো এই যা! চলবে!!
৬| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৫২
ইলা বলেছেন: পুরাটাই মজা করে লেখা। ডোন্ট টেক সিরিয়াস।
চালিয়ে যান। ভাল করবেন নিশ্চিত!!!
০৭ ই মে, ২০১৬ দুপুর ২:৩৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ম্যাম, এবার কিন্তু ব্যথা পেলাম। যখন জানি কেউ ফান করছে রিয়েলি শক্ট হই। তবে, মজার জন্য আমি লিখিনি। আমি সিরিয়াস! আমাদের দেশের সরকারগুলো কক্ষনোই বুঝেনি। বুঝবেওনা হয়তো কোনদিন। কারণ, দলপ্রেম, সম্প্রদায় প্রেম আর গোত্রপ্রেমীরা আর যাই হোক দেশপ্রেমিক নয়। আপনার কথায় ভরসা পাচ্ছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৯
অতঃপর হৃদয় বলেছেন: আমার ছোট মাথায় ঢুকল না কিছু।