![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
ললাট লিখন।
মোঃ মঈনুদ্দিন
মশা মারতে কামান দাগাচ্ছে কেউ,
উন্নয়ন সমুদ্রে মস্ত ঢেউ।
ওদিকে, খেতে না পেয়ে ভেতো বাঙ্গালী
করে যাচ্ছি কেঁও কেঁও।।
এদিকে, দেশপ্রেমিক সরকার মশাই
বিরোধি দলনে বানাচ্ছে নিও-এন্টিডোট।
‘আম-জনতা’ নির্বাক,নিশ্চুপ। মানবাধীকারের মাথায়-
ভাইপারের ঠোঁট।
আরেক দিকে, করছে গিরিঙ্গি কতেক ফিরিঙ্গি
জড়ো হয়ে গড়েছে জড়বাদী জোট।
সমবেত হয়ে করছে শলা
অলিক জঙ্গি ধ্বংসের পাকা রুট।
আবার, এ-দল, বি-দল মুখ চোখাচ্ছে,
মুখোমুখি হচ্ছে ঠেকিয়ে ঠোঁটে ঠোঁট।
হতভাগা জাতীর এ এক অবধারিত ললাট লিখন
আমরণ বইতেই হবে, নিয়ে সর্বাঙ্গে অসহনীয় চোট।।
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশংসার জন্যে। আমি নবীন এবং কাঁচা হাত এখনো। গঠনমুলক সমালোচনা করলে প্রীত হইবো। ভালো থাকুন।
২| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩
রুদ্র জাহেদ বলেছেন: এক্কেবারে সত্যি।ভালো লিখেছেন
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ রুদ্র জাহেদ ভাই সহমত প্রকাশের জন্য। ভালো থাকুন।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৮
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসংখ্য ভালোলাগা এবং শুভকামনা আপনার ভালো লাগায়। যদি সময় থাকে কিছু সমালোচনা জূড়ে দিলে আনন্দিত হবো।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১
জনৈক অচম ভুত বলেছেন: ললাট লিখন খন্ডাবার নেই কি কোন উপায়?
৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমারও এ প্রশ্ন সহস্র দিনের। সত্যিই কী কোন উপায় নেই? উপায় মনে হয় আছে; কিন্তু সময় কি আছে কারো কাছে এ সব নিয়ে ভাবার?
অজস্র মোবারকবাদ সময় করে মতামত দেয়ার জন্য। ভালো থাকুন। আপনার লেখাগুলো ব্রাউজ করে এসেছি।দেখলাম, খুব ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++