নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আমি শপথ করছি-----------

০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৩৭

আমি শপথ করছি,
যাহা বলিব মিথ্যা বলিব,
মিথ্যা বৈ সত্য বলিবোনা!
সত্যের সাথে মিথ্যাকে মিশাবোই,
মিথ্যার আশ্রয়ে থেকে সত্যকে নাশিব।
যত অপরাধী, অসাদাচারী, মিথ্যাচারী আর পাপীরা রয়েছে,
সকলের সাথী হয়ে সৎ, সাদাচারী আর ভালো মানুষেদের ধ্বংস করিব।
অসৎ পথে উপার্জনে বিশ্ব রেকর্ড করিব,
ব্যাংক লুট করিব,
হাইজ্যাক করিব, হ্যাক ও করিব।
দেশের সম্পদ ফিলিপাইন না হয় সুইস ব্যাংকে রাখবো।
অন্য দেশের ডাস্টবিনের আবর্জনা আমার দেশে আনিব,
আমার দেশের ভালো জিনিস বিদেশে; বিশেষত ইন্ডিয়াতে পাচার করিব।
সাগর-রুনি, তনু, সাভার ট্র্যাজেডি আর সহস্র নাম না জানা অসহায়ের খুনিদের খুঁজেই পাবোনা,
খুনিরা কোন সূত্রই রেখে যায়নি, তাই, পাইনি? কিন্তু ৪৫ বছর পূর্বের খুনিদের ঠিকই খুঁজে পাইব,
বিচারে বিলম্ব করিবোনা!!
রায় দ্রুত পড়ে শুনাইবো! ফাঁসিতে চড়াইবো! ব্যাপক বিনোদন পাইবো!
সারা দেশে অশান্তির বিষ বাষ্প ছড়াইব, আগুন জালাইবো! মানুষ খুন করিবো!
নির্ভেজাল সিদ্ধান্ত নিব, যত দোষ নন্দঘোষ! আমরা এতে জড়াইনি? বরাবরের মতো
নিরপরাধই রইবো!!
সাধারণের স্বাধীনতায় আমাদের বিষাক্ত থাবা মারিব, রক্তাক্ত অসহায়ের আর্তি শুনে
অট্টহাসি হাসিব!! নাচিবো!! কুঁদিব!! গাইবো!! মদমত্ত হয়ে আবোল তাবোল বকিব!!
কেউ কিছু বলিলে? প্রতিবাদ করিলে? সকলে শিয়াল,
হায়েনাদের মতো তারস্বরে শোরগোল তুলিব!!
আসল ঘটনা, যা ঘটে চলেছে, ঘটেছে আর শীঘ্রই ঘটতে যাচ্ছে,
তা থেকে সাধারণের দৃষ্টি অন্যদিকে সরাইতে অহরহ তা করতেই থাকবো!!

আর, আমরা ৮৫% সাধারণ, ম্যাক্সিম সামান্য একটু জল-খাবার পেলেই
চুপটি মেরে, ঘাড় গুঁজে কাঠের মাচায় অথবা মাটির আঙ্গিনায় অবহেলায়
মৃতবৎ পড়েই থাকবো!??

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ সকাল ১০:৪৯

কল্লোল পথিক বলেছেন: হা...হা...হা

০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: টপ কমেন্টার হিসেবে আপনার হাসিটাকে আমি আন্তরিকতায় বুকে নিয়েছি। জানি, আমি এ জগতে নবিশ এবং ব্লগ বিষয়ে সামান্যই বুঝি তাই, হাত পাকাচ্ছি বললে ভুল হবে। মূলতঃ অভ্যাস করছি। ধন্যবাদ।

২| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:১৬

পবন সরকার বলেছেন: আপনার শপথ এখন অনেকেই পালন করে।

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হ্যাঁ! অনেকেই এই শপথ নিয়ে বিপথে রয়েছে। তাই, আন্তরিক ভাবেই চাই সুপথে এসো। ফুরিয়ে যায়নি বেলা, করোনা এ অধমেরে হেলা।। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

৩| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১২:৪৮

কানিজ রিনা বলেছেন: শফথ না এইটা বিপথ, দেশটা ভারত সাগরে
ডুবে যাক। আর নাহয় ভুমিকম্পে দেশটা
তচনচ হোক। তারপর মানুষের বিবেক
ফিরে আসে।

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কেন আপু এ অভিসম্পাত কেন? মেয়েরা মায়ের জাতি, দয়াশীলা। দয়ার স্থানে ভীতি প্রদর্শণ কেন? সত্যিই মানুষের বিবেক কবে, কখন ফিরে আসবে? তবে শাপ-শাপান্ত করে মানুষকে ফেরানো যাবেনা। ধন্যবাদ আপনার মতামত ব্যক্ত করার জন্য।

৪| ০৬ ই মে, ২০১৬ দুপুর ১:৫৪

ইলা বলেছেন: মিথ্যা বৈ সত্য বলিবোনা! তুমি রাজাকার।

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:১৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ম্যাম, আমি সামান্য নবিশ এ বিশাল ভার্চুয়াল জগতে। কদাচিৎ সুযোগ পাই কিছু পোস্ট প্রস্তুতের জন্য। তেমনি হীন এ প্রয়াস আমার। বহুদিন পর আমি সার্থকতা লাভ করেছি আপনার বিরাশিক্কা ওজনের আপারকাটে। ধন্যবাদ আপনার ওজনদার কমেন্টের জন্য। তবে সুখের কথা এখনো রিঙয়ের ভিতরেই আছি, ইনশাআল্লাহ থাকবো।।

৫| ০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৩৬

ফ্রিটক বলেছেন: শুনতে খারাপ লাগলেও বাস্তব সত্য। আমরা বর্তমানে এসবের মধ্যে আছি। পোস্টের জন্য ধন্যবাদ

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:২৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আমার স্যাটায়ার ধর্মী লেখায় সহমত হওয়ায়। আপনাকে অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.