নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অমর সঙ্গী।

১৮ ই মে, ২০১৬ রাত ১২:৩৬

যখন দহন দিনে সুখ পায়রা যত
পালিয়ে যায় দূরে,
আর, সঙ্গীহারা আমাকে ব্যথা
খায় কুঁরে কুঁরে।
শয়নে-স্বপনে, যাপিত দিনে,
একেলা নীশি সঙ্গোপনে,
যবে, কাঁদে হিয়া মোর কাতর স্বরে,
তখন, বন্ধু তুমিই এলে পাশে,
আদর মাখা পরশ হয়ে,
যাতনা ঘুচা শান্তনা হয়ে,
বেদিশা মনে বুদ্ধি হয়ে,
শ্রান্তমনে শক্তি হয়ে,
রইলে আমার চারিধারে,
আটপ্রহরে ধারে ধারে,
হৃদয় কাড়া গানের সুরে,
ছন্দমায়ার কাব্য হয়ে,
আপন করে ভালবেসে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.