নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অনেক হারিয়ে কত কিছুই তো পেলাম।

০২ রা জুন, ২০১৬ সকাল ৭:০৯



আমার ৪০ বসন্তে
বহু কিছুই হারিয়েছি;
জন্মের পর জন্মস্থান, আত্মীয়-স্বজন,
সাথে বাবার অর্থনৈতিক অবস্থান,
আর, ভিটে মাটি সবই!
তারপর, অপঘাতে প্রাণের চেয়ে প্রিয় মা’কে,
কায়-ক্লেশের জীবন-যুদ্ধে
হারিয়েছি বিশ্রামকে।
পড়ালেখায় মন না দিয়ে
ক্ষত-বিক্ষত করেছি ছাত্রত্বকে।
হৈ হল্লায় মজে থেকে
নষ্ট করেছি অমূল্য সময়কে!
এভাবে ক্রমেই খামখেয়ালিপনায়
হারিয়েছি সবই,
হতে পারিনি ভালো কেহই,
পাইনি ভালো কিছুই।
রয়েছি অপাংক্তেয়ের মতো হীন হয়ে দীন হয়ে
পদদলিত তৃণের মতো
শতযন্ত্রণা বুকে নিয়ে!
তারপরও,
কিছুই কী পাইনি?
হ্যাঁ! তাইতো!
পেয়েছি!
অপরিকল্পিত জীবনধারা!
তাজিনডং পর্বত সমান লোন!
কিছু সুযোগ সন্ধানী ছদ্মবেশীর সাথে,
অসংখ্য ভালোমানুষ বন্ধু।
সাধারণ একটা ডিগ্রী!
মাধ্যমিক স্তরে শিক্ষকতা!
মধ্যম মানের জীবন যাত্রা!
কিছু দুমুখো সুযোগ সন্ধানির কুটনামী আর,
কিছু ভ্রাতৃসুলভ দয়াশীল সহকর্মীদের সঙ্গে
একজন শত্রুমার্কা বস!
অসাধারণ সহন শক্তি,
হাসিখুশি সক্ষমতা!
সব আহারে রুচি,
শোয়া মাত্রই ঘুম ধুমসে ধুম!
আর----- আর--- আরো কত কী?
ও হ্যাঁ!
জীবন সাহারা মরূতে মরূদ্যান,
সে আর কেউ নয় আমার প্রেয়সী জীবন সঙ্গিনী।আর,
সেই সাথে- আমার হৃৎস্পন্দন দুই মামণি।
আর রয়েছে ছায়া হয়ে বিশাল মহীরুহ
আমার বাবা।
সবচেয়ে বড় কথা শত দুঃখের মাঝেও প্রশান্তি, সান্তনা
মহান দয়াময় আল্লাহর করুণা।
আর কিছুই কি চাওয়ার আছে?
অভাব রয়েছে আর কোন প্রাপ্তীর?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:২২

গেম চেঞ্জার বলেছেন: নিজের কথা লিখলেন নাকি?

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বীহ্যাঁ! আমার নিজের কথাই লিখেছি। আমার কষ্টগুলোকে আর প্রাপ্তীগুলোকেই লিখলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.