নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন ভাষাতে বার মাসের নামঃ

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:২০

বিভিন্ন ভাষায় বার মাসের নামঃ
সামারিয় ভাষা
ক্রমিক সামারিয় ভাষা উচ্চারণ
১। BAR-ZAG-GA (বার-জাগ-গা)
২। GUD-SI-DI (গাড-সি-ডি)
৩। SEG-GA (সেগ-গা)
৪। SU-NUMUN-NA (সু-নামুন-না)
৫। NE-NE-GER (নি-নি-গার)
৬। KIN-ININ-NA (কিন-ইনিন-না)
৭। DU-KU (জু-কু)
৮। APIN-DU-A (এপিন-ডু-আ)
৯। GAN-GAM-NA (গান-গাম-না)
১০। AB-BA-E (আব-বা-ই)
১১। AS-AM (আস-আম)
১২। SE-GUR-KUD (সি-গুর-কুদ)

এস্যাইরিয় ভাষা
ক্রমিক উচ্চারণ
১। QARRATE (কারাত)
২। TYAN or MARTE (তান বা, মার্তি)
৩। SIN (সিন)
৪। KUZALLI (কুজাল্লি)
৫। ALLANATE (আল্লানেত)
৬। BELTI EKALLIM (বেলতি-ইকাল্লিম)
৭। SARATI (সেরাতি)
৮। KINATI (কিনেতি)
৯। MUKHURILLI (মুখুরইল্লি)
১০। AB SHARRANI (আব-সারানি)
১১। KHIBUR (খিবুর)
১২। SIPPIN (সিপ্পীন)

ফার্সী ভাষায়ঃ এলাহী সন গণনা
ক্রমিক-------------- উচ্চারণ
১। ফেরিদুন (বৈশাখ)
২। আর্দি বিহিস্থ (জ্যৈষ্ঠ)
৩। খুর্দাদ (আষাঢ়)
৪। তীর (শ্রাবণ)
৫। মর্দাদ বা আমার্দাদ (ভাদ্র)
৬। শাহ্‌রিয়ার (আশ্বিন)
৭। মিহির (কার্তিক)
৮। আবান (অগ্রহায়ণ)
৯। আজর ( পৌষ)
১০। দাই (মাঘ)
১১। বাহ্‌মান (ফাল্গুন)
১২। ইস্পান-দার্মুজ (চৈত্র)

ব্যাবিলনীয় ভাষা
ক্রমিক -------------উচ্চারণ
১। NISSAN (নীশান)
২। AIARU ( আইয়ারু)
৩। SIMARU ( সীমানু)
৪। DU-UZU (দু-উজু)
৫। ABU (আবু )
৬। ULULU (উলুলু)
৭। TASHRITUM (তাশরীতাম)
৮। ARAKHSAMANA (আরাক সামানা)
৯। KISLIMU (কিসলিমু)
১০। TEBITUM ( টেবিটাম)
১১। SHABAT (সাবাত)
১২। ADDARU (আদারু)
নোটঃ তথ্যগুলি আমার পুরণো ডায়েরী থেকে সংগৃহীত যা আমি ১৯৯৪ সালে লিপিবদ্ধ করেছিলাম। মুলতঃ এগুলো সংগৃহীত।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। কত অজানা তথ্য আজও রয়ে গেল। এগিয়ে যান ভাইয়ু। শুভ কামনা।

০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৪৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ কবি ভাই। আপনার জন্যও অনেক শুভকামনা।

২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:২৯

Akm Khokon বলেছেন: ভাল হয়েছে!! facebook.com/khokon.ahmed.52687

০৫ ই জুন, ২০১৬ রাত ১১:৪৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ খোকন ভাই। ভালো থাকুন।

৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ১:২৪

টুথব্রাস বলেছেন:





বন্ধ হতে যাচ্ছে ফেসবুক !

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহ‍ৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ২০০৪ সালে প্রাইভেট নেটওয়‍ার্ক হিসেবে প্রতিষ্ঠিত হবার তিনবছর পর ২০০৭ সালে বিশ্বব্যাপী ফেসবুক তাদের সার্ভিসটি উন্মক্ত করে।

একের পর এক নতুন ও আকর্ষণীয় ফিচার এনে ফেসবুক কর্পোরেশন ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং জগতের ধার‍াই বদলে দিয়েছে।

সম্প্রতি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ২০৭৩ সালে তারা ফেসবুক স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে গোয়াবুক নামে নতুন একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট চালু করবেন। ফেসবুকের কোনো ডাটাই সেখানে থাকবেনা। নতুন করে সবকিছূ শুরু করা হবে। এখবরটি শুনে বিশ্বব্যাপী তুম‍ুল হইচই শুরু হয়ে গেছে। বিশ্বের নানাপ্রান্তের ফেসবুক ইউজাররা ইতিমধ্যেই জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান কে নিয়ে গালাগ‍ালি শুরু করে দিয়েছে।

প্রিসিলা খুব শীঘ্রই আইডি ডিএকটিভেট করে দিবে বলেও জানিয়েছেন মার্ক জুকারবার্গ। ঘটনাটিতে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত। – প্রথম আলু ডেস্ক

০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:১১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: এটা নিশ্চয়ই একটা জোক! কী বলেন মিঃ/মিসেস/মিস/মিজ টুথব্রাশ? অবশ্য নিউটার বা অ্যালেকজান্ডার হলে কোন কিছু দিয়েই সম্বোধন করা লাগবেনা! সত্যিই এক ভয়াবহ সংবাদ শোনালেন! আমি বা আপনি ঐদিন পর্যন্ত হয়তো বেঁচে থাকবোনা? থাকলেও ফেইসবুক বন্ধ হলেও কিছু আসবে যাবেনা!! ধন্যবাদ।

৪| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন এই শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.