নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আর কত লাশ চাই? জবাব নাই!! শুধুই ধোঁয়াশা! শুধুই রহস্যময়তা!

০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৮

রক্তাক্ত দিগন্ত


গতকাল যেখানে পড়েছিল একটা লাশ
একই স্থানে বা অন্যত্র একই বা ভিন্ন অন্য কারণে আরেকটি লাশের স্যুভেনির
শোভা বর্ধন করছে! রাজপথ তাজা শোণিতে রঙ্গিন,
‘যেন লাল গালিচা বিছানো’ সংবর্ধনার অপেক্ষায় নব্য কোন হার্মাদ হালাকুর?
অবিরাম লাশের পর লাশ পড়ছে,
বাড়ছে ত্রাসের পর ত্রাস।
জনমনে শঙ্কা, উৎকন্ঠা, ভয়, চরম অনিশ্চয়তা,
উঠছে নাভিশ্বাস!
ভাঙ্গছে বিশ্বাস!
এ কোথায় আছি আমরা?
যেন ড্রাগনের রাজ্যে বসবাস!
চারিদিকে কেবল হুতাশন,
ভাইপারের বিষ নিঃশ্বাসে ভারী বাতাস
আর নেকড়ের ক্রূরদৃষ্টি।
আহ! কী অনাসৃষ্টি!
দিগন্ত জুড়ে কেনো লালাকাশ?
হবে বুঝি রক্তাক্ত বৃষ্টি!!
হ্যাঁ? হবে হয়তো?
তাইতো দেখছি এতোসব
ডাকিনি যুগিনীর গুষ্ঠি?
অপার্থিব পরিবেশ,
ভয়ে কাঁপছে আশপাশ,
আর,তাজা শোনিতের তীব্র গন্ধে,
নিঃশ্বাস ভারী; দম বন্ধ করা বাতাস!
কী নিদারুণ অপচয়!
মানুষের জীবনের নেই
ছিটেফোঁটা ও দাম নিশ্চয়?
কোথায় এর শেষ?
থামবেনা কী এই অসহনীয় বিদ্বেষ?
স্বাভাবিক হবে না কী কোনদিন, আর-
ফিরবেনা সুন্দর,স্বাভাবিক পরিবেশ?

পুনশ্চঃ নিচের এই শিশুটির মতো এমন নিরাপদ নির্বিঘ্ন বাংলাদেশ চাই। চাইনা এমন আতংক আর জিঘাংসার রূপ কোনদিন কোন সময়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

** কবিতাটি রিপোস্ট করলাম।
বিঃদ্রঃ- কবিতাটি "গল্প-কবিতা'র-মার্চ ২০১৫"দিগন্ত" সংখ্যায় প্রকাশিত
http://www.golpokobita.com/profile/moin1976

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগলো

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনার ভালোলাগা আমার জন্যে অনুপ্রেরণা।ভালো থাকুন, সুস্থ্য থাকুন ও নিরাপদে থাকুন। আমিন।

২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: কোথায় এর শেষ?
থামবেনা কী এই অসহনীয় বিদ্বেষ?
স্বাভাবিক হবে না কী কোনদিন, আর-
ফিরবেনা সুন্দর,স্বাভাবিক পরিবেশ?

অনিবার্য প্রশ্ন তুলেছেন । ভালো লাগলো ।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনাকে ব্যথাটি ধরতে পারার জন্যে।আজ এদেশের সকল সাধারণ নাগরিকের বুকে বইছে দুঃখ, কষ্ট আর শোকের সীমাহীন রক্ত ক্ষরণ! জানিনা এর শেষ কোথায়? প্রিয় স্বদেশ কী তাহলে আমেরিকার বোমারু বিমানের গোলার আঘাতে তছনছ হওয়ার অপেক্ষার প্রহর গুণছে? নিরীহের আর্তনাদে প্রকম্পিত আজ আশপাশ! উহ্‌! কী নিদারুণ জ্বালা!
আপনার ভালোলাগা আমার অনুপ্রেরণা! সুখে শান্তিতে নিরাপদে ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.