![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
দীর্ঘ একমাস সিয়াম সাধন শেষে আসছে পবিত্র ঈদ-উল-ফিতরে সবাইকে একরাশ উষ্ণ ব্যথা ভরা অনেক অনেক রক্তে রঞ্জিত চরম লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া ঈদ শুভেচ্ছা।
এমন বেদনাময় ঈদ কখনো চাইনি।কখনো চাইওনা। তাই, মিছামিছি ঈদ মোবারক বলে অসহায়ের মতো এতগুলো মুল্যবান জীবনকে অপমান করতে চাইনা।
হৃদয়ে ব্যথার প্রচন্ড হুতাসন! কীভাবে বুঝাই?
তারপরও, ঈদ কী আসবেনা?
আগামী কালই তো ঈদ।
তাহলে, মেকি হাঁসি দিয়ে সবাই সবাইকে কী ঈদ মোবারক বলবেনা?
রাষ্ট্রের কর্ণধারগণ? তাহারা কী পারবেন এই ব্যথা এই লজ্জা এই ব্যর্থতার অপমান কাঁধে নিয়ে মেকি হাঁসি দিয়ে ঈদ উদযাপন করতে?
মনে হয় পারবে!! কারণ, এরা বড়ই নির্লজ্জ!
ব্যর্থ এসব অপদার্থ শাসকরা সুপথে ফিরে আসুক এই প্রার্থনা করি।
অবশেষে,
আমাদের জাতীয় জীবনে এমন রক্তাক্ত অধ্যায় আর না আসুক।
আমরা আনন্দে মুর্ছা যাব! সুখি হবো! খুশি হবো!
আর, স্বজন হারা মানুষেরা? কান্নায় বুক ভাসাবে?
তাই, ঈদ এসেছে, ঈদ আসবে। কিন্তু, হে বিশ্বাস ঘাতক হৃদয়,হে পাতকি, তুই কী পারবি ঈদ করতে?
০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোলাগা। জানিনা কী লিখতে কী লিখেছিলাম! তবে, এতোবড় একটা ম্যাসাকারের পর ঈদ এর অর্থইটাই কেমন পানসে পানসে মনে হয়েছে। কীভাবে এতগুলো লাশের চিত্র এত রক্ত সামনে নিয়ে ঈদের আনন্দ করি? ঈদতো গেলো কিন্তু আক্ষরিক অর্থে এটা ছিলো ঐসব নিরীহদের প্রতি আমাদের পক্ষ থেকে এক চরম উপহাস! এখন দেশজুড়ে চলছে আরেক ধরণের ষড়যন্ত্র।আল্লাহই জানেন এ রাষ্ট্রের ভুত-ভবিষ্যত। ভালো থাকবেন।
২| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮
মুদ্দাকির বলেছেন: Eid Mubarak!
we want peace
০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: Yes! Of course! We want peace, but how? Please, find some positive directions for our country and countrymen.
Thanks for your comment.
৩| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৪
নীলপরি বলেছেন: হুম , খুবই বিষাদময় ঘটনা ।
০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: হ্যাঁ, সত্যিই বিষাদময় যদি আমরা ভেবে থাকি বা না ও ভাবি তারপরও। ধন্যবাদ বোন আপনার মতামতের জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৬
কালনী নদী বলেছেন: খুব সুন্দর করে বর্তমান প্রেক্ষাপট নিয়ে লিখেছেন। লেখাতে +++

ঈদ মোবারক