![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
তোমার জন্য কোমলতা।
বিলিয়ে দিলাম
তোমার জন্য যাবতীয় সব কোমলতা,
সুশোভিত-সুসজ্জিত বিছানা,
হাজার বাতির ঝলমলে আলোয়,
আলোকিত জানালা।
থাক তুমি অহর্ণিশ
হাজার তারার ঝিলমিল রাতে,
সুখে-সমৃদ্ধিতে হয়ে আহ্লাদে আটখানা।।
আমাদের সকলের কথা ভেবোনা,
যদিও আমাদের কুঠিরে তীব্র অন্ধকার,
আর আকাশে ঘোর অমানিশা,
দুঃখে, কষ্টে, শাপে-তাপে হয়ে আছি বেদিশা।
হ্যাঁ! আমাদের সব সওয়া আছে,
আমরা সব মেনে গেছি,
আমরা নিঃসঙ্কোচে সয়ে যাব তোমার যত সব নিষ্ঠুরতা!
এ দেশ তোমার, শুধুই তোমার,
তুমি রাজা, মহারাজা, জমিদার, রাণী, চৌধুরানী,
আর আমরা!
সীমান্তের তারকাঁটায় ঝুলে থাকা ফেলানি?
লাশ হয়ে ঝুলে থাকি, তুমি নির্বিকার
তোমার চোখের পাতাও খুলনি।
আমরা সহস্র দিনের অভুক্ত থাকা ফুটপাতের ফুলনি?
খেতে পেয়ে বেঁচে যাই,
তাই এঁটোকাঁটাও ফেলনি।
আমরা-
তোমার হেঁশেলের কুণোয় পড়ে থাকা খড়কুটো জ্বালানী!!
তোমার হাতে দিয়াশলাই কাঁঠি।
তুমি জ্বালালে জ্বলি,
নিভালে নিভি।
তোমার হাতে শাসনের ছড়ি, ডান্ডাবেড়ি,
মারলে সয়ে যাই,
চোখমুখ বুঝে পড়ে থাকি,
দৌড়ালে দৌড়ি,
এখান থেকে ওখানে,
কিন্তু কারো কাছে কোন অভিযোগ করিনা।
তোমার কাছে ও ন্যায় বিচার খুঁজিনা,
জানি চাইলেও তো পাবোনা,
হইনি কভুও আনমনা,
তাই নেই কোন বাড়তি ভাবনা।
অবশেষে, শুধু মনে রেখ-
বিধাতার কাছে তা জানিয়ে রেখেছি,
নালিশখানা লিখিয়ে দিয়েছি,
অপেক্ষায় আছি,
যত যাই হোক,
শেষবিচারের দিনে কিন্তু তোমায় ছাড়বোনা।।
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুখে থাকুন।
২| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৮
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:২২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন।সুস্থ্য থাকুন।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারণ