নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মোটিভেশন ফর লাইফ। ছবি ব্লগ- দেখুন এবং জীবনকে নিয়ে আবার একবার ভাবুন।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৭

(ক) জীবন কেমন?


(খ) ওয়ার্ক ইন্টেলিজেন্টলী!


(গ) হাতের কাছেই রয়েছে সব কিন্তু দেখিনা!


(ঘ) থার্ষ্টি ক্রো-র গল্প আমরা সবাই জানি। পুরাতন আমলের তৃষ্ণার্ত কাক পাথর ফেলে ফেলে কলসের তলার পানি খাবে, কিন্তু বর্তমান যুগের আধুনিক কাক! তার অত সময় নাই, সে স্ট্র জোগাড় করে দ্রুত পানি খেয়ে উড়াল দিবে। এজন্য আমরা যে, যে পেশারই হয় না কেন, যে সাবজেক্টের টিচারই হই না কেন, সবসময় নিজেকে আপডেট রাখতে হবে।


(ঙ) মহামূল্যবান উক্তি সমূহ! সত্যিই অসাধারণ!


(চ) এই ছবিতে দেখি….আমাদের মধ্যে কয়টি আছে?


(ছ) আর্নেস্ট হেমিংওয়ের অমর কথা গুলো কতই না দরকারী!


(জ) অনেক চেষ্টা করলেন কিন্তু সফল হতে পারছেন না, সামনে আর কোন পথ দেখছেন না, তাহলে আমরা বলব, আপনি যদি কোন পথ নাইই পান তাহলে নিজের পথ নিজেই তৈরি করুন। আর্মিদের ভিতর একটা কথা আছে, নতুন সিপাহীদের প্রশিক্ষণের সময় এমন এমন কঠিন কাজ দেয়া হয় যে, তাদের পক্ষে করা অসম্ভব হয়ে পড়ে। এসময় কেউ কেউ বলে, এটা করা মোটেই সম্ভব না, তখন অফিসার “পয়দা কর” কথাটি বলেই চলে যান। ঠিক সেভাবেই আমাদেরও নিজেদের রাস্তা নিজেকেই পয়দা করতে হবে্ কারও আশায় থাকা যাবে না।


(ঝ) আত্ম মূল্যায়িত হওয়া। এই বাচ্চাটির পক্ষে কি গাড়িটা ঠেলে সামান্যতম দূরেও কি নেয়া সম্ভব? তদূপরি সে নিজে নিজেই চেষ্টা করে যাচ্ছে। তাহলে আমরা কেন চেষ্টা করব না?


(ঞ) ভারতের প্রয়াত রাষ্ট্রপতি পরমাণু বিজ্ঞানী, এ.পি.জে আবুল কালামের এই উক্তিগুলো ভালো করে স্মরণ করুন।


ধন্যবাদ শ্রদ্ধেয় এম ওয়াজির হোসাইন (কম্পিউটার অপারেশন সুপারভাইজার, টিটিসি, যশোর) স্যারকে তাঁর সুন্দর মোটিভেশনাল প্রেজেন্টেশন আইডিয়ার জন্য। আমি স্যারের আইডিয়াকে ঈষৎ পরিবর্তন করে এটাকে জেপিজি ফাইল বানিয়ে প্রিয় ব্লগের সবার জন্য প্রেজেন্ট করলাম।

মন্তব্য ৪১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:০২

টাইম টিউনার বলেছেন: ভাল প্রচেষ্টা ।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। ভালো থাকুন।

২| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮

হাসান মাহবুব বলেছেন: গুড ওয়ান।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: থ্যাংকস ব্রাদার। আই এম ভেরি হ্যাপি টু হিয়্যার ইট। উইশ ইয়্যু ভেরি বেস্ট অব লাক্‌।

৩| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮

মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে। কিন্তু বাচ্চা ছেলেটা যে গাড়ি ঠেলছে,ও কি সময় নষ্ট করছে না? আমার ধারণা একটু বাস্তববাদী হওয়াও মাঝে মাঝে পজেটিভ।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হোলাম। হ্যাঁ,বাস্তবিক বিবেচনায় এটা পন্ড শ্রম বৈকি! কিন্তু, এখানে বাচ্চা ছেলেটির প্রচেষ্ঠাটি একটা সাইন অব স্ট্রং ডিটারমিনেশন। কোন কাজ দেখে সেটা পারবো কি পারবো না এ বিষয়ে আমরা সচরাচর হেজিটেশনে ভুগি এবং অবশেষে পারবো না বলে হাল ছেড়ে দেই। আর, এটাই হলো পিছু হটার শুরু মাত্র। ওখান হতে আর ফিরে আসা কদাচিৎ হয়ে উঠে। তাই, কোন কাজ পারবো এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে কাজে লেগে যেতে হয়। একটু দেরিতে হলেও বিজয় আসবেই।তবে, চেষ্ঠার মাধ্যমে অসাধ্য সাধন সম্ভব। এই ছবিটি সেই রকম একটা ইঙ্গিত মাত্র।
আপনার বাস্তববাদী মতামতের জন্য আবারো ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

নাবিক সিনবাদ বলেছেন:

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: মোঃ মঈনুদ্দিন ,



সব কথাই সত্য ও সুন্দর ।

আসল সত্য হলো, এগুলো কেউ ই মেনে চলেনা , এমন কি আপনিও ! :(

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:২৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হ্যাঁ ভাই, ঠিক তাই। সব কথাই সত্য ও সুন্দর।ধন্যবাদ আপনার চমৎকার মতামতের জন্য। তবে, এগুলো কেউই মানেনা তা বোধ হয় পুরোপুরি ঠিক নয়। পৃথিবীর সফল প্রতিটি ব্যক্তির জীবনেই এসবের প্রতিফলন ঘটেছে। আর, তাইতো তারা সফল। কে মানবে আর কে মানবেনা তা নির্ভর করে কারো দৃষ্টিভঙ্গির উপর। সুতরাং দৃষ্টিভঙ্গি বদলালেই সব বদলাবে।
আমার ব্যপারে আপনি দিব্যদর্শণ দিয়ে বলে ফেললেন যে, আমিও মানিনা।আপনার ধারণা আংশিক সত্য। আমি বেহিসেবি জীবন যাপন করে পর্যুদস্থ। তাই,আমি চাই না আর কেউ তাঁর সুন্দর ভবিষ্যত নষ্ট করুক। মূল্যবান এই কথাগুলো যেই মানবে সেই বদলে যাবে। আমিও এখন এইসব ভেবে নিয়েই নিজেকে বদলাতে চেষ্ঠা করছি। ধন্যবাদ ভালো থাকুন।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো ছিল।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৩০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কেন ভাই#দিশেহারা রাজপুত্র# ভালো ছিল; কিন্তু এখনো কি ভালো নয়? মিস্টিরি লাগছে!
ধন্যবাদ আপনার মিস্টিরিয়াস কমেন্টের জন্য। ভালো থাকুন।

৭| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

সিগনেচার নসিব বলেছেন: ধন্যবাদ
দারুন পোস্ট

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

৮| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

পেপার রাইম বলেছেন: ভালো লেগেছে,সুন্দর লেখাটার জন্য লেখককে ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ধন্যবাদ। তবে, এই ধন্যবাদের আমি মাত্র আংশিক পাওনাদার। অধিকাংশের হকদার যশোর টিটিসির জনাব ওয়াজির হোসাইন স্যার (কম্পিউটার অপারেশন সুপারভাইজার)।
ভালো থাকুন। সুখে ও সমৃদ্ধিতে থাকুন। আমিন।

৯| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৩

ক্লে ডল বলেছেন: অসাধারণ!!

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:১১

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

১০| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

কয়েস সামী বলেছেন: না্ইস!

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

১১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

এস বাসার বলেছেন: দারুন।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৩২

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

১২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

দেলু বলেছেন: চেষ্টা চালায়ে যান, আমরা আছি আপনার সাথে। !:#P

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাইজান। চেষ্ঠাতো চালাতে হবেই। আজ পৃথিবীর প্রধান সংকটতো এই একখানই। কেউ কারো সাথে নেই সামনে এগিয়ে যেতে। আপনারা আমার সাথে রয়েছেন শুনে অনেক অনেক ভালো লাগলো। বুকে শক্তি পাচ্ছি। ভালো থাকুন।

১৩| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

১৪| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

১৫| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫

সোহানী বলেছেন: ওয়াও.....+++++++++++++++

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
দেরিতে প্রত্যুত্তরের জন্য দুঃখিত!

১৬| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল ভাল কথা। ইস যদি সবাই মানতে পারতুম তাহলে পৃথিবীটা স্বর্গ হত।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই তাই! যখনই বিষয়গুলো ভাবি ভিতরে পরিবর্তনের হাওয়া লাগে। হ্যাঁ, পৃথিবিটা স্বর্গই হতো। আসুন যে যার অবস্থানে থেকে অন্তত চেষ্ঠা করি। কথায় আছেনা, "চেষ্ঠা করলে উপায় হয়।" ধন্যবাদ আপনার সুন্দর অনুভবের জন্য। ভালো থাকুন।

১৭| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৯

জুন বলেছেন: একেই বলে বেচে থাকার প্রেরনা । ছবিগুলো নির্বাচন যথার্থ ।
+

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:১৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব খুব ভালো লাগছে এই ভেবে যে আপনাদের মতো গুণীজনের ভালো লেগেছে জেনে। ভালো থাকুন। সুখে থাকুন। সুন্দর সুপরিকল্পিত জীবন যাপন করুন।

১৮| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

প্রামানিক বলেছেন: দারুণ

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার ভালো লাগা আমার অনুপ্রেরণা দাদা ভাই।

১৯| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

গাওসেল এ. রাসেল বলেছেন: ইমপ্রেসিভ পোস্ট। এরকম আরোও পোস্ট চাই। প্রিয়তে।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার ভালো লাগা আমার চলার পথের অনুপ্রেরণা। দোয়া করবেন যেন আরো ভালো পোস্ট দিতে পারি। ভালো থাকুন।

২০| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:২৮

জেন রসি বলেছেন: গুড মোটিভেশনাল পোস্ট।

শুভকামনা।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১০:৫০

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.