নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

আসুন আজ কিছু নস্টালজিক গান শুনি! ভালো লাগবেই যদি ভালো মন থাকে?

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৭

গান শুনা আর বই পড়া আমার অনেকগুলো প্রিয় অভ্যাসের মধ্যে বেশী প্রিয়। গান,গজল,ভজন সহ যত ধরণের গান আছে প্রায় সবই শুনি।তবে, বেঁছে বেঁছে। আজ আমার প্রিয় আশা করি আপনাদের অনেকেরও প্রিয় শিল্পী শ্রী শিবাজি চট্টোপাধ্যায় এর কালজয়ী কয়েকটি গান শুনি। মনে রাখবেন শুধুই গান শুনা কিন্তু এর বাইরে কিছু নয়। আর, এটা হলো আবার মিউজিক্যাল ব্লগিং। সাথে বোনাস হিসেবে আবদুল মান্নান রানা আর কুমার বিশ্বজিতের দুটি ফ্যাভারিট গানের লিঙ্ক ও দিলাম। হ্যাভ ফান।
** কত মিথ্যেকে সত্য ভাবি ভুল করে-----
Koto miththe ke sotti vabi - Shavaji

** পাখিরা চায় আকাশের নীল
পাখিরা চায় আকাশের নীল

**এ যেন ঝড়ের মুখে প্রদীপটাকে জ্বলতে --
এ যেন ঝড়ের মুখে প্রদীপটাকে জ্বলতে ----

** তুমি অপরের আমি জানতাম
তুমি অপরের জানতাম

** ফুলেতে ধন্য ফাগুন--
ফুলেতে ধন্য ফাগুন

** যেখানেই যাও ভালো থেকো-
আব্দুল মান্নান রানা

** তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে-কুমার বিশ্বজিত
কুমার বিশ্বজিত

শিবাজি চট্টোপাধ্যায় এর আরো অনেক সুন্দর সুন্দর মেলোডিয়াস গান রয়েছে। একটার থেকে আরেকটা অসাধারণ! সবাই ভালো থাকুন। ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: এখনকার গান খুব একটা ভালো লাগেনা।

যখন আমিও মাঝেমাঝে গান শুনি খুঁজে খুঁজে পুরানো দিনের গানই শুনি।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই তাই। পুরনো দিনের গানে যে আবেদন আর আবেগ ছিলো বর্তমানে তা আর নেই। এখনকার সব গানই যান্তরিক কিন্তু আন্তরিক নয়।ভালো থাকুন।

২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: শুনলাম । ভাল লাগল।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

মোঃ মঈনুদ্দিন বলেছেন:

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০১

ডঃ এম এ আলী বলেছেন: দারুন সব গান অনেকক্ষন লাগিয়ে শুনলাম ।
অনেক অনেক ভাললাগা রেখে গেলাম ।
শুভেচ্ছা জানবেন ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার জন্যও অনেক অনেক ভাললাগা রইলো। আসলে ভালো গান সব সময়ই কিছু প্রভাব বিস্তার করে মনের ওপর। অবসর পেলেই গান শুনি। কিন্তু ইউটিউবে এখনো তেমন ভালো গানের ভান্ডার নেই। বিশেষ করে বাংলা পুরোন গানগুলি। আমি কিছু ভালো মানের অডিও গানকে ভিডিও ফরম্যাটে রুপান্তরের কাজ করছি। শেষ হলে ভাবছি ইউটিউবে আপলোড দেব এবং প্রিয় ব্লগের জন্য লিঙ্ক দেব। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.