![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
প্রিয় সামুতে এবারো একটি ছবি ব্লগ উপস্থাপন করছি। খুব সুন্দর ও অর্থবহ কয়েকটি ইন্সপির্যাশনাল কোটেশন সমৃদ্ধ আমার এ ব্লগটি। এই ব্লগের কোটেশনগুলো একটা ভিডিও থেকে সংগৃহীত যা শিক্ষা বিষয়ক একটা প্রশিক্ষণে গিয়ে সম্মানিত ট্রেইনার মহোদয়ের কাছ থেকে পেয়েছি। আমি এটাকে ভিএলসি প্লেয়ার দিয়ে ছবিতে রুপান্তর করে সবার জন্য শেয়ার করলাম।
***একটি ছোট্ট সত্য, যার মাঝে লুক্কায়িত একটি পরম শিক্ষা! আসুন আনভেইল করি-
*** সংখ্যার মান গুলি মনে রেখে পরের ছবিটি দেখি-
*** সফলতা কিসের ভিত্তিতে নিরুপিত হয়?
*** ভালবাসা বা ভাগ্যের উপর?
*** অথবা, অর্থ বা নেতৃত্বের মাঝে?
*** প্রত্যেক সমস্যারই একটা সমাধান থাকে, তাই নয় কি? সত্যিই তাই।
*** আর, তা হলো অ্যাটিটিউড! শতভাগ সত্য! তাই না? দেখুন হিসেব মিলে কী না?
*** ইফ উয়্যি চ্যাঞ্জ আওয়ার এটিটিউড এভেরিথিং উইল বি চ্যাঞ্জড!
*** এটিটিউড ইজ এভরিথিং! উইল ইয়্যু?
*** তাহলে এখন বুঝে গেছেন কী করতে হবে এটা দিয়ে?
এবার আসুন সিদ্ধান্ত নিই কীভাবে মনোভাব বদলের মাধ্যমে আমাদের যাবতীয় সবকিছুই বদলাবে এতে বিশ্বাস করি।
আর অবশেষে? একটা গান শুনি পজিটিভ এটিটিউড এর উপর-
চ্যাঞ্জ ইউর এটিটিউড
হ্যাপি ব্লগিং। সবাই ভালো থাকুন।
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর প্রশংসার জন্য।ভালো থাকুন নিরন্তর। গত কয়েকদিন যাবৎ সামুতে লগ ইন করতে পারছিলাম না বিশেষ করে পিসিতে ব্রাউজিং সম্ভবই হচ্ছিলোনা। এমন কি কারো লেখায় মন্তব্য করতেও কষ্ঠ হচ্ছিল।
২| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: সরা সরি প্রিয়তে ।
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। খুবই ভালো লাগলো আপনার ভালো লাগায়। ভালো থাকুন।
৩| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫
গেম চেঞ্জার বলেছেন: ভালো পোস্ট! (+)
১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। সুখে ও সমৃদ্ধিতে থাকুন।
৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
নীলপরি বলেছেন: সবারই এক অবস্থা হয়েছিল মনেহ্য় ।
১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: আজকের একটা ব্লগে সেই রকম আলামতই পেয়েছিলাম সবার আলোচনা থেকে। অথচ, আমি ভেবেছিলাম আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে কি না? ধন্যবাদ প্রতি মন্তব্যের জন্য। ভালো থাকুন।
৫| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
আমার একটা ঘোড়া রোগ আছে, অনেকের বলা, বেশ জনপ্রিয় কোটও আমার পছন্দ হয় না।
১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এটা অবশ্যই আপনার একান্তই ব্যক্তিগত। হ্যাঁ, হতেই পারে। আমার আবার অন্যের করা কোটগুলো অনুপ্রেরণার কাজ করে। ভালো লাগে। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪০
নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর কালেকশন । পোষ্টের জন্য ধন্যবাদ ।