নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

নীড় হারা: কবিতা

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩


আবহমান কাল ধরে থরে থরে শব্দ সম্ভারে
সাজিয়েছে বাংলা ভাষাকে যারা,
আজ অধিকাংশই তাঁরা লোকান্তরে,
বাকি যারা আজো বিশিষ্ট অবশিষ্ট-
তাঁরা ও তাঁদেরই পথে ক্লিষ্টচিত্তে মরণ রথে ।
আর আমরা ? তাঁদের হারিয়ে বরই একা,
বিপথু, রিক্ত, দীশাহারা,গতিহারা ।
তখন একটা সময় ছিল-যখন ‘হৃদয় ছিলো ,আবেগ ছিলো’
‘’ভালবাসা ছিলো, প্রেম ছিলো” , আর ছিলো এসবের
লাগি একদল প্রেমিক মানুষ পাগলপারা ।
এখন বদলে গেছে এসবের গতিধারা,
আছে কিছু যান্ত্রিক-তান্ত্রিক আর তাদের
কর্মকান্ড সব যন্ত্রে করা; হৃদয় ছাড়া, সীসে ভরা ।
ফলে ‘কাব্যে-কবির’, ‘সাহিত্যে-সাহিত্যিকের’
হৃদয় নিংড়ানো ভালবাসার সব ফসল-
ভেসে হারায় অজানায় । আসে নতুন
এক সংস্কৃতির নামে কু-সংস্কৃতির প্লাবন ধারা।
সৃষ্টি হয় উম্মাদনা, নষ্ট হয় মগজ; ধ্বংস হয় কাগজ,
পালা বদল ঘটে সেবা আর সেবকের ।
আসে বিবেক ধ্বংসের কালো নকশা,
বিলীন হয় পথ ঘাট, বন্ধ হয় প্রিয় বাংলার নীড়ে ফেরা ।



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ! দারুণ লিখেছেন।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ শামিম ভাই। ভালো থাকুন।

২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: থ্যাঙ্কস দিশেহারা রাজপুত্র ভাই। ভালো থাকুন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৪

টাইম টিউনার বলেছেন: কবিতার বিষয় বস্তুর বিপরীত হয়ে গেলো না ছবি টা। নাকি আপনিও যান্ত্রিক-তান্ত্রিক দের দলে, সেটাই বুঝাতে চাইসেন?। কবিতা ভাল লাগসে অসম্ভব। প্লাস।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ছবিটি শুধু মাত্র হ্যালো বলার প্রয়াস।
এর সাথে ঘটনার অর্থাৎ কবিতার কোন প্রাসঙ্গিক মিল নেই।
ধন্যবাদ।ভালো থাকবেন।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +
পড়ে ভালো লাগলো।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগা।

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি আনন্দিত। সুখে সমৃদ্ধিতে থাকুন।

৬| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৪

টাইম টিউনার বলেছেন: ধন্যবাদ ভাই, সুন্দর ছবি দিয়েছেন এখন।

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার রিপ্লাইয়ের জন্য।

৭| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। সুখে সমৃদ্ধিতে নিরাপদে থাকুন। বিলম্বে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.