নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

হাসিই সর্বোত্তম ঔষধ! Laughter is the best medicine!

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪১


আসুন সব কমপ্লেক্স আর ইনফেরিওরিটি থেকে বেরিয়ে প্রাণ খুলে হাসি।

হাসির কৌতুক!


সদ্য বিধবা এক মহিলা তার স্বামীর রেখে যাওয়া উইলের হিস্যা পেতে এটর্ণির চ্যাম্বারে-

অশ্রু সজল চোখে বিধবা এটর্নিকে তার স্বামীর উইল সম্পর্কে জিজ্ঞাসা করল।
এটর্নিঃ তোমার স্বামীর অকাল বিয়োগে দুঃখিত! কিন্তু, হ্যাঁ তোমার স্বামীর গৃহে যা কিছু ছিল তার সবই উইল করে গেছে!
বিধবাঃ তাই? তো, কি কি রেখে গেছেন আমার স্বামী? আগ্রহে আনন্দাশ্রু নিয়ে এটর্নি পানে তাকিয়ে!!
এটর্নিঃ তুমিই একমাত্র স্থাবর-অস্থাবর সম্পদ ও সম্বল যা তোমার স্বামীর ছিল!! =p~ =p~



হাসির উপকারিতাঃ

তাছাড়া-


এবং-


তবে,


সুতরাং সুস্থ্য সুন্দর ও আনন্দঘন জীবনের জন্য আসুন সবাই প্রাণ খুলে হাসি। কারণে অবশ্যই অকারণে কিন্তু নয়।।


পূনশ্চঃ ছবি সংগ্রহ-ইন্টারনেট।
কৌতুকঃ ইংরেজি ম্যাগাজিন রিডার্স ডাইজেস্ট অবলম্বনে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

প্রামানিক বলেছেন: দারুণ দারুণ

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি আপনার ভালো লাগায়। ভালো থাকুন।

২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

সাহসী সন্তান বলেছেন: হাসতে হাসতে কাঁশি আসলে তার ঔষধ কে দেবে শুনি? /:) পোস্টটা মোটামুটি ভাল ছিল!

শুভ কামনা জানবেন!

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সপ্রতিভ ও হিউম্যারিক কমেন্টের জন্য। ভাইজান, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি হাসবেন তবে এমন হাসি নয় যার জন্য ঔষধ লাগে =p~
আর, পোস্টটি এখনো বিদ্যমান কিন্তু ছিল কেন? :-B
ভালো থাকুন।

৩| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

চাঁদগাজী বলেছেন:



মহিলার দিকে তাকিয়ে হেসে ভালোই বিপদে পড়েছিলাম সম্প্রতি

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। তবে, কোন অপরিচিতার দিকে তাকিয়ে হাসলে তো বিপদ হবেই। নিশ্চয়ই হাসার জন্য কোন মহিলাকে উপলক্ষ করা লাগেনা, কি ঠিক বলিনি? ভালো থাকুন। প্রাণ খুলে হাসুন। সাবধানে!

৪| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪২

ঢাকাবাসী বলেছেন: ভালই লাগল্ ।

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুখের হাসিতে উদ্ভাসিত হোক আপনার রঙ্গিন জীবন।

৫| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২

খোলা মনের কথা বলেছেন: কৌতুকটি মজার। সাথে আরও কিছু পেলে মন্দ হতো না। তারপরও শুভেচ্ছা

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভালো লাগছে কৌতুকটি আপনার ভালো লেগেছে জেনে। তবে, আমি মূলতঃ হাসির উপকারিতা বুঝাতে কৌতুকটিকে উপলক্ষ করেছি। এখানে উক্তি গুলোই মুখ্য আর কৌতুকটি গৌণ। কারণ, আমরা বাঙ্গালীরা একেক জন নিজেই হাসির বাক্স!তাই, আমার মতো বেরসিকের এরকমের চটুল, মজার জিনিস উপস্থাপন করাটাই একটা আশ্চর্য! আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন।

৬| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোশায়নি -

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: দুঃখিত পোশাইতে পারিনি বলে। এর পরের বার অবশ্যই অপূরণ থাকবেনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মতামতের জন্য। ভালো থাকুন।। সুখে আর নিরাপদে থাকুন।
পূনশ্চঃ মূলতঃ ম্যাড়ম্যাড়ে অবস্থা হতে বের হবার চেষ্ঠা করছি। কারণ, বড় বড় স্বনামে খ্যাত খ্যাতিমানদের মাঝে আমি নগণ্য কি লিখব কি লিখব ভাবতে ভাবতে এমন পোস্ট দিচ্ছি কিছুদিন যাবৎ।।

৭| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৬

মহা সমন্বয় বলেছেন: মাত্র একটা কৌতুক? দিলেনই যেহেতু আরেও কিছু দিতেন তাহলে বেশী বেশী হাসতে পারতাম। :D

২১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পোস্টটি মূলত হাসির উপকারিতা বিষয়ক তাই, কৌতুক বেশী দিতে পারিনি। তাছাড়া, সেই সময় মনেও আসতেছিলনা। আপনার কথাই সঠিক।আরো কয়েকটি কৌতুক দিলে অনেক ভালো হতো। দুঃখিত হাসির আয়োজন দিয়ে হাসাতে পারিনি বলে। আপনার পরামর্শ ও মতামতের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২২ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার পোস্ট।

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই। আপনার আগমনে খুশি হোলাম। সুস্থ্য সুন্দর ও নিরাপদে থাকুন। আপনাকে কিছুদিন দেখছিনা। অবশ্য আমিও সময় করে উঠতে পারছিনা।হয়তো তাই দেখা হয় না। অনেক অনেক শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.