নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

:> ফানি ইংলিশ প্রোনানসিয়েশান! এ স্টক অব ফুল ফান! হাসতে হাসতে পেট ব্যথা হলে কিন্তু আমি দায়ীনা!! =p~

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫



আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি মোস্ট কমন্‌লী সকল রাষ্ট্রেই অত্যাধিক গুরুত্ব সহকারে শেখানো বা শিখা হয়ে থাকে। তাই, ইংরেজিকে আবশ্যিক বিষয় হিসেবে প্রায় সব দেশেই তাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করা আছে। যেহেতু এই ভাষাকে সবাই শিখতে আগ্রহী তাই তাদের নিজস্ব পরিমণ্ডলে নিজের মতো করে চেষ্ঠাও চালায়। আর, তাছাড়া বিশ্ব ভ্রমণের নেশা যাদের রয়েছে বা ইউরোপ বা আমেরিকা মহাদেশে যারা পাড়ি দিতে চায় তাদের জন্যতো এটা শেখা একদম ফরজ। কিন্তু, এই ভাষার গ্রামার শেখাটা যতটুকু না কঠিন তারচেয়ে বেশী কঠিন এর উচ্চারণ বা প্রোনানসিয়েশান। শিক্ষার্থী হিসেবে বাঙ্গালীরা সহজ ও সাবলীল ভাবে পৃথিবীর যে কোন ভাষাই শিখতে পারে। যদিও উচ্চারণ জঠিলতা আমরা বাঙ্গালীরাও ফেইস করি। অবশ্য সেটা একজন বিগিনার হিসেবে কেবল। একবার শেখা শুরু করলে আমরা কিন্তু একদম স্বাভাবিক আর প্রাঞ্জল ইংরেজিই বলতে পারি। যেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াও আমাদের মতো এতো সুন্দর ইংরেজি বলতে পারেনা।
যাহোক, আমার ব্লগের বিষয় কিন্তু হাসানোর প্রয়াসে। তাই, আসুন মূল প্রসঙ্গে যাই-

পৃথিবীর অনেক রাষ্ট্রের লোকজনই কিন্তু এই ইংরেজি শিখতে গিয়ে উচ্চারণের বেলায় একটা বিব্রতকর রকমের অবস্থার মোকাবেলা করে। এটা শুধু উচ্চারণগত সমস্যার জন্য। যেমন-থাইল্যান্ড, জাপান, ভিয়েতনাম ইত্যাদি রাষ্ট্রের লোকেরা।
আসুন তাহলে ইউটিব থেকে কিছু মজার মজার ইংরেজি ভিডিও দেখি আর প্রাণ ভরে হাসি। কথা দিচ্ছি আপনার ভিতর যদি সামান্য পরিমাণ ও সেন্স অব হিউমার থাকে তবে হাসবেনই। আই প্রমিজ। =p~

** ফানি থাই ইংলিশ প্রোনানসিয়েশান। B-)


** Funny Japani English pronunciation-


** Funny African ways of saying English words.
https://www.youtube.com/watch?v=BpNPiKVpQP8

**funny English class.
https://www.youtube.com/watch?v=RXuMAca2344

** Learning English pronunciation is Fun!




এই ভিডিও গুলোতে যে ধরণের উচ্চারণ আমরা শুনলাম ঠিক এ ধরণের উচ্চারণ আমরাও কিছু কিছু করে থাকি। যেমন-
Rough- রুহ বা রুগ, (আসল উচ্চারণঃ রাফ্‌),
Tough- টুহ্‌ বা টুগ্‌ বা টাউগ (আসল উচ্চারণঃ টাফ্‌)
Cough- কুহ্‌ বা কাগ্‌ বা কাউগ্‌ ( আসল উচ্চারণঃ কফ্‌)।।
উপরের এ ধরণের উচ্চারণ করে আমরা নিজেরা অনেক মজার পরিস্থিতি সৃষ্টি করে থাকি এবং অন্য অনেকের বিনোদনের খোরাক হই। তাই, সকলের উচিৎ সঠিক উচ্চারণে ইংরেজি চর্চা করা। এবং বিব্রতকর অবস্থা হতে বেঁচে থাকা।
হ্যাপি ব্লগিং।
ছবিঃ ইন্টারনেট।
ভিডিও লিংকঃ ইউটিউব।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

ঢাকাবাসী বলেছেন: মজার।

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ।আপনার স্বীকৃতি আমাকে উৎসাহিত করবে। ভালো থাকুন। সকল ব্যথা বেদনা আর দুঃখের বদলে সুখই হোক আপনার সঙ্গী।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: দারুন কালেকশন করেছেন । :) :)

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: যখনই মন খারাপ হয় এরকম মজার মজার কিছু ফানি ভিডিও দেখে স্ট্রেস আর ইনফেরিউরিটির কমপ্লেক্সের চাপ কমাই। ধন্যবাদ। খুশি হলাম আপনার ভালো লেগেছে জেনে। ভালো থাকুন। সুখে থাকুন। হাসি আনন্দে ভরে উঠুক আপনার জীবন।

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

গেম চেঞ্জার বলেছেন: দারুণ তো!!

২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার। ধন্য হোলাম আপনার আগমণে। ভালো থাকুন। সুখে থাকুন।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভালো লাগলো।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লাগা আমার ব্লগকে সার্থক করেছে। ভালো থাকুন। সুখে থাকুন।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০২

রমজান আহমেদ সিয়াম বলেছেন: ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা। ভালো থাকুন।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৫

সাহসী সন্তান বলেছেন: ভাইজান খুব টায়ার্ড! ভিডিও দেখতে মন চাইতেছে না! ভিডিও মধ্যে কি ঘটতেছে কাইন্ডলি একটু বলা যাবে কি? ;)

আরে মন খ্রাপ কইরেন না! ভিডিও গুলো আসলেই মজার ছিল! শেষেরটাতে আমি সব থেকে বেশি মজা পেয়েছি!

শুভ কামনা জানবেন!

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব মজা পাইলাম আপনার জোকসটা শুনে! B:-)
এখন টায়ার্ড লাগলে পরবর্তিতে দেখে নিয়েন। খুব ভালো লাগবে। আর, হ্যাঁ পারলে এখনই দেখুন। হাসবেন নিশ্চিত! নইলে পয়সা ফেরত!
নারে ভাই, মন খারাপ করার কিছুই নাই। মজা পেয়েছেন এতেই আমি আনন্দিত। আমার কষ্ট সার্থক হয়েছে। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা।

৭| ২৬ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮

অনুমান বলেছেন: National : নেটিওনাল
Capacity : ক্যাপাকাইটি
Knowledge : কোনোলডেজ

২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: হা! হা! হা! সত্যিই!
তবে, KNOWLEDGE কে কিন্তু কেনোলেডজে পড়তেও শুনেছি। ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৩

প্রামানিক বলেছেন: মজাদার কালেকশন। ধন্যবাদ

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই!আপনার মজা লেগেছে জেনে ভালো লাগছে। ভালো থাকুন।সুখে থাকুন।

৯| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

:) :) :)
মজার। ধন্যবাদ শেয়ারের জন্য।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১০| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: লিখাটি ও ভিডিওগুলি ভাল লাগল । অনেকের বেশ উপকার হবে ।
ধন্যবাদ, শুভেচ্ছা রইল ।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আমার হাসির এ আঞ্জাম সার্থক হলো আপনার ভালো লাগায়। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আমার ব্লগে আসায়। ভালো থাকুন।

১১| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: কি যে বলেন আপনার ব্লগে এসে হয়েছি আমি ধন্য, সুন্দর সুন্দর লিখার সাথে অনেক নতুন বিষয়ের অবতারনায় আমি মুগ্ধ ।
এক রাশ শুভেচ্ছা রেখে গেলাম ।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার প্রতিউত্তরের জন্য আবারো অশেষ ধন্যবাদ ও শুভকামনা। সত্যিই আনন্দিত হলাম আপনার মুগ্ধতায়। ভালো থাকুন।

১২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৩

দ্যা ফয়েজ ভাই বলেছেন: fun = ফুন না হয়ে ফান হলো কেনো??? ;)

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ফয়েজ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য। যে কারণে,
PUT= পুট হলেও BUT=বুট নয় বরং বাট এবং CUT=কুট না হয়ে কাট হয়েছে, সেই একই কারণে FUN=ফুন না হয়ে ফান হয়েছে! তাই না?
ভালো থাকুন। অনেক শুভকামনা।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর ফুলের শুভেচ্ছার জন্য । খুবই প্রীত হয়েছি ।

বাট এবং পুট জাতীয় ইংরেজী ভাষার অবৈজ্ঞানিকতা দুর করার জন্য
বর্নার্ড শ দান করেছিলেন মোটা অংকের টাকা । তার পরেও
অনেক গবেষনার পরেও ভাষার এ ধরনের অবৈজ্ঞানিকতা দুর
করা সম্ভাব হয়নি । মনে হয় এ ধরনের সমস্যা কোন দিনই
আর ঠিক হবেনা ।

শুভেচ্ছা রইল

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাষা শিক্ষা শাস্ত্রের মধ্যে আরবি ব্যকরণে যথেষ্ট বৈজ্ঞানিকতা ও আধুনিকতার ছাপ রয়েছে। সেখানে প্রতিটি উচ্চারণ ও আ-কার, ই-কাররের ব্যপারে যুক্তিসংগত তথ্য দেয়া আছে। বাংলা ব্যকরণও অনুরূপ পরিচ্ছন্ন দিক নির্দেশনা সমৃদ্ধ। কিন্তু, আন্তর্জাতিক যোগাযোগের শ্রেষ্ঠ ভাষা ইংরেজির উচ্চারণ অনেকাংশেই সমাধান পাওয়া দুষ্কর। অন্তত সাধারণের নাগালের বাইরে। তাই, হয়তো পৃথিবীর বিভিন্ন দেশ যেমন-চীন,জাপান, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, কোরিয়া অর্থাৎ ম্যান্ডারিন ভাষা গোষ্ঠির সবাই কিন্তু ইংরেজি উচ্চারণে বিশ্বের সবার কাছেই রসিকতার শিকারে পরিণত হয়; প্রায়ই। যদিও ঐসব দেশের শিক্ষিত জনেরা যথেষ্ঠ ভালো উচ্চারণে ইংরেজি বলে থাকেন।
স্যার জর্জ বার্ণাড শ' এর অনুদানের বিষয়টা আমার জানা ছিলোনা। ধন্যবাদ তথ্যটির জন্য।
তবে, ইংলিশরা মনে হয় এটা নিয়ে এত মাথা ঘামায় না। ঘামালে চোখে পড়ত। ভালো থাকুন।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮

আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো।

আপনাকে চেনা চেনা লাগে
গ্রামের বাড়ি কই ভাইয়া??

২৮ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। কোথাও দেখা হয়েছে কী? পৃথিবিটাতো গোলাকার আর, এখনতো বিশ্ব গ্রাম হয়ে গেছে। সেই রকম নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হতেও পারে। যেমন-ফেইসবুক,টুইটার, গুগল প্লাস, লিঙ্কেড ইন, সামু ব্লগ, গল্প কবিতা বিভাগ ইত্যাদি।
তবে, আমার জন্ম ময়মনসিংহের ধোবাউরা থানায়। থাকি পার্বত্য বান্দরবান জেলায় এবং বর্তমানে পেশাগত কারণে চট্টগ্রামের বাঁশখালী।
মিলিয়ে দেখুন কোথায় দেখেছেন। আমার সবইতো বললাম। এখন ধন্যবাদ স্বরুপ বলুন তো আপনার কুষ্টিটা।
ভালো থাকুন।

১৫| ২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



আই উইল লাইক টু বায় এ হুম-বার্গার! এ হুম-বার্গার! এ হুম-বার্গার!

২৮ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী সত্যিই খুবই ফানী! বেচারা যে কসরৎ করে হেম বার্গার উচ্চারণ করছিল দেখে মায়াই হচ্ছিল। =p~
ধন্যবাদ আনন্দটা শেয়ার করার জন্য। সুখে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.