নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ফিলসফি অব পলিটিক্সঃ আল্লামা ইকবাল ও শিব খেরার চিন্তা-চেতনা।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০০

বিখ্যাত কবি আল্লামা ইকবাল এর এই পংক্তিগুলো সময়োচিত সতর্ক সংকেত।

" ভাতান কি ফিকর কর্‌ নাদান
মুসিবত্‌ আনে ওয়ালী হ্যায়,
তেরি বরবাদিও কি মাসওয়ারি হ্যায়
আসমানো ম্যায়
না সামঝোতি তু মিত্‌ জায়েগী
আয়ি হিন্দুস্থান ওয়ালো (বাংলাদেশ)
তুমারি দাস্তানো তক্‌ ভি
না হোদি দাস্তানো ম্যায়ি।

অনুবাদঃ
হে নির্বোধ মানব, দেশের কথা ভাবো
বিপন্ন আসন্ন প্রায়
দিগন্তের স্পষ্ট অক্ষরে
যদি যথার্থ গুরুত্ব না দাও
তোমরা উৎপাঠিত হবে।
শোন, হিন্দুস্থানের জনগণ [ এখানে- শোন, বাংলাদশের জনগণ, পড়তে হবে।]
কিছুই রইবে না তোমাদের
বিশ্ব ইতিহাসের ধারাবিবরণীতে।।
** জনগণ তাদের মৌলিক সাংবিধানিক মৌলিক অধিকার থেকে আজ বঞ্চিত। জনগণ আজ হতাশার মাঝে রয়েছে।এ জন্যইতো স্বাধীনতা অর্জনের এত বছর পরও আজ অবধি মানুষের অধিকার আদায়ের লড়াই এর প্রয়োজনীয়তা রয়েছে।

*** একটা পর্যালোচনাঃ
বানিজ্যিক বিশ্বে যে ব্যক্তি ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা করে না, তাকে আইনের আওতায় জালিয়াত বলা হয়। সে শাস্তিযোগ্য অপরাধে অপরাধী। কিন্তু, যখন কোন রাজনীতিবিদ কেবল ভোগ প্রাপ্তির জন্য প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা রক্ষা করে না,
তার শাস্তি কিছুই না!!
কেউ হয়তো বলবে জনগণ তাকে ৫ বছর পর ভোট না দিয়ে শাস্তি প্রদান করবে!!
কিন্তু, প্রশ্ন হলো একটি জাতিকে ধ্বংস করার জন্য রাবণের হাতে ৫ বছর কি যথেষ্ঠ নয়?
সুতরাং, পলিটিশিয়ানরা যদি শুদ্ধ, সৎ, আদর্শবান না হয় তবে সেই জাতির জন্য খুবই দুঃখ অপেক্ষা করছে।


*** নোটঃ কবিতা মূলঃ আল্লামা ইকবাল।
তথ্যসুত্রঃ শিব খেরা।
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১০

নব ভাস্কর বলেছেন: শুকরিয়া!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৪

রাসেল সরকার বলেছেন: যে রাজনীতি ভোটাধিকার হরণ করে, বাক স্বাধীনতা হরণ করে, অস্ত্রের মুখে সত্য ও ন্যায়ের পথ রুদ্ধ করে । নিরপরাধ মানুষ হত্যা এবং রাষ্ট্রীয় দৌলত হরণ করে । এসব অপরাজনীতির সমর্থক ও সহযোগীরা শুধু মানবতা নয়, ঈমান-দ্বীনেরও চরম দুশমন ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সব কিছুরই সমাপ্তি রয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নীতিবান মানবতাবাদী শাসক দরকার। যেদিন ঐরকম শাসক আসবে তখন আক্ষরিক অর্থেই এ ধরা বেহেস্তে পরিণত হবে। ইংরেজিতে প্রবাদ আছে, "টাইম ইজ দ্য গ্রেট হীলার।"
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আমিই মিসির আলী বলেছেন: পলিটিশিয়ানরা আসলে মানুষ না, অমানুষ।
তাইতো দেশটা কেমন হয়ে যাচ্ছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মতামত ব্যক্ত করার জন্য। সত্যিই যদি আমাদের দেশের রাজনীতিকরা ভালো হতো তাহলে আমলাতান্ত্রীক ষড়যন্ত্র হতে এদেশ বেঁচে যেতো আর সাধারণ জনগণ উপকৃত হতো।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: শুধু শুধু কেবলমাত্র রাজনীতিকদেরকে দোষ দিয়ে লাভ নেই। তুমি, সে ও আমি- এই আমরাই তো ওদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠাই। আগে আমাদেরকেই ভাল হতে হবে। সেজন্য সর্বাগ্রে নজর দেয়া প্রয়োজন সুশিক্ষার উপর।

৩০ শে জুন, ২০১৭ রাত ১০:১৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ স্যার আপনার সুন্দর মতামতের জন্য। দুঃখিত বিলম্বে উত্তরের জন্য। হ্যা, সত্যিই তাই আমরাই দায়ী।তবে এ দেশের রাজনীতিকরা আমাদের ঘোল খাইয়ে ছাড়ছে এটাও সত্য।

৫| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৬:৩২

টারজান০০০০৭ বলেছেন: 'চালুনি বলে সুঁই তোর পাছায় ফুটো'

রাজনীতিবিদরা আমাদের মধ্য থেকেই আসে। আমাদের জাতীয় চরিত্র খারাপ হইয়া গিয়াছে তাই খারাপরাই নেতা হইতেছে ! ভালো নেতা পাইতে হইলে আমাদের নিজেদের সংশোধন করিয়া জাতীয় চরিত্র ভালো করিতে হইবে। কথায় আছে ' আপ ভালো তো জগৎ ভালো ' . আমি খারাপ হইলে জগৎ ভালো হইবে কেমনে !

০১ লা জুলাই, ২০১৭ দুপুর ২:১১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার মহোদয় আপনার সুচিন্তিত সুন্দর মতামতের জন্য। জাতীয় চরিত্র ভালো করতে গেলে যে সংশোধানাগার দরকার তা তো আমাদের নেই। যেটা আছে অর্থাৎ যা দিয়ে সুন্দর জাতি গঠন হবে সেই শিক্ষা প্রতিষ্ঠান আর রাজনৈতিক দল সবই কাল-কেউটের ছানায় পূর্ণ হয়ে আছে। সুতরাং সে আশার গুড়ে বালি!! আর হ্যাঁ 'নিজে ভালো হলেই জগৎ ভালো' এই যুক্তি সব সময়ের জন্যই প্রযোজ্য কিন্তু তা এখন কাজ করছে না তা দেখাই যাচ্ছে স্পষ্টত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.