নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ স্যাটায়ার।

০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৭

খোক্ষস দেশপ্রেমিক!
মোঃ মাঈনউদ্দিন



আমরা স্বাধীন রাষ্ট্রের স্ব-অধীন নাগরিক,
আর গণতন্ত্র আমাদের মূলমন্ত্র।
রাজনীতি করি সুবিধামত;প্রায় সবাই-
বিভক্ত আমরা লীগ, বিএনপি, জাপা,জামাত
আরো কত শত দল-উপদলে।
সবার অভিলাষ,
ক্ষমতায় যাইব
গদি লইব
আর, রাষ্ট্রোন্নতির বারোটার ঘড়িতে?
তেরোটা বাজাবো!! B-))
দেশের সম্পদ?
খাইব লইবো
যেথায়, যা পাইবো
মাঝে মাঝে সুফি প্রমানিতে জনতার সমাবেশে-
জাতীয় সঙ্গীত গাইব! /:)
এরপর?
ব্রেকফাস্ট,লাঞ্চ আর ডিনারের
পঞ্চম বর্ষ পূর্তি শেষে
অসহায় অবলা জনতাকে আশ্বাস দিব,
আমি যদি(পূণরায়) ক্ষমতায় যাই!!
বিশ্বাস করুন ভাই!!
দেশের সম্পদ হতে যদি এক কড়ি ও খাই!!
পরজনমে যেন জাহান্নামে কঠিন শাস্তি পাই!! ;) ;)
হি!হি!হি!হি!




নোটঃ ছবি কার্টিসিঃ-ইন্টারনেট।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন!

০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।

২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ভাই +


শুভ কামনা রইলো ।

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক শুভকামনা ও ভালো লাগা। ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.