![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
খোক্ষস দেশপ্রেমিক!
মোঃ মাঈনউদ্দিন
আমরা স্বাধীন রাষ্ট্রের স্ব-অধীন নাগরিক,
আর গণতন্ত্র আমাদের মূলমন্ত্র।
রাজনীতি করি সুবিধামত;প্রায় সবাই-
বিভক্ত আমরা লীগ, বিএনপি, জাপা,জামাত
আরো কত শত দল-উপদলে।
সবার অভিলাষ,
ক্ষমতায় যাইব
গদি লইব
আর, রাষ্ট্রোন্নতির বারোটার ঘড়িতে?
তেরোটা বাজাবো!!
দেশের সম্পদ?
খাইব লইবো
যেথায়, যা পাইবো
মাঝে মাঝে সুফি প্রমানিতে জনতার সমাবেশে-
জাতীয় সঙ্গীত গাইব!
এরপর?
ব্রেকফাস্ট,লাঞ্চ আর ডিনারের
পঞ্চম বর্ষ পূর্তি শেষে
অসহায় অবলা জনতাকে আশ্বাস দিব,
আমি যদি(পূণরায়) ক্ষমতায় যাই!!
বিশ্বাস করুন ভাই!!
দেশের সম্পদ হতে যদি এক কড়ি ও খাই!!
পরজনমে যেন জাহান্নামে কঠিন শাস্তি পাই!!
হি!হি!হি!হি!
নোটঃ ছবি কার্টিসিঃ-ইন্টারনেট।
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।
২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ভাই +
শুভ কামনা রইলো ।
০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অনেক অনেক শুভকামনা ও ভালো লাগা। ধন্যবাদ আপনার মতামতের জন্য। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দারুন!