![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
১৬০২ ডলার মাথাপিছু আয়?? তাতে অনেক কিছুই আসে যায়!!
*** ১৬০২ ডলার মাথাপিছু আয়, ৭.২৪% প্রবৃদ্ধির প্রাক্কলন!!
এই বিপুল টাকা ও মাথাপিছু আয় আর প্রবৃদ্ধির প্রাক্কলন;
চলছে মন্ত্রী পরিষদে আনন্দে আস্ফালন!! বাহ্রে! বাহ্রে! বাহ্!
আর, আমরা গরিবরা? আহ্রে! আহ্!!
কেন?
শতচ্ছিন্ন পোশাকে জরাজীর্ণ ভিকিরি!
অনাহারে, অর্ধাহারে; ফুটপাতে পড়ে থাকা জীবন্মৃত বাস্তুহীন,
মুটে বয়, কুলি,মজুর, রিক্সাওয়ালা,
আরো কতশত পেশাহীন, দীশাহীন,
গরীব, দুঃখী-ফকির-মিস্কিন!!!
সবারই বার্ষিক ১,২্৪,৯৫৬ টাকা আয় নিয়ে
পেয়ে গেছে অর্থনৈতিক স্বাধীনতা!!??
বাহ্! বাহ্রে! আহাহা! আহ্!!
অথচ----?
কালোবাজারী, স্মাগলার, ইয়াবা বাবা, সোনা চোরাচালানী,
নীলছবির আমদানীকারক, রাম-ভদকা-শ্যাম্পেইন আর বাংলা চোলাই মদের কারবারী,
মিলিওনিয়ার, বিলিওনিয়ার সবার আয়ের সমান ভাগ নিয়ে,
আমরা এগিয়ে চলেছি!! অনেক-অনেক দূর পিছিয়ে
১০ টাকার চাল ৬০ টাকায় খেয়ে?
৬৯ঃ৭০ গড় আয়ু পেয়ে!!
নেচে-গেয়ে-হেসে-কেঁদে!!
--------------------------
প্রতিদিনের সড়ক দূর্ঘটনায় অজস্র অকাল মৃত্যু,
গুম-খুন-রাহাজানী-ধর্ষন-আত্মহত্যা-আরো নানা ধরণের
মরণ উপহারের সাথে ক্রসফায়ার আতংকে;
তার সাথে গ্রেফতার আতংক বোনাস!! সাবাশ!!!
ধন্যবাদ আমলাবাদ! পরাধীন স্বাধীনতা নিন্দাবাদ!!
পরিসংখ্যানের পাতা ধন্যবাদ!!
নাহ্! আর কিছু বলবোনা!!
ছবিঃ ইন্টারনেট। পরিসংখ্যানঃ বিডিনিউজ অর্থনীতি পাতা।
১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:২০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ কবি ভাই। আপনার সপ্রতিভ অর্থবহ মন্তব্যের জন্য অনেক অনেক শুভকামনা। সত্যিই সাধুর ভাত মেলে না।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: এ যুগে সাধুর ভাত মেলে না ; এ কথাটা কিভাবে দেখবেন ! ক্ষিদে সবার পেটে আছে, কারো কম আর বেশি ! কারো যদি লোভ বা মনের ক্ষিদের না মেটে, তাহলে এভাবে চলতেই থাকবে !!!