নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ভারত কথা রেখেছে!! রেখেছিল ১৯৭৫ এ!! আর এখনো রেখেই চলেছে!!

১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

কথাতো রাখতেই হবে!!??

ভারত কথা রেখেছে!! রেখেছিল ১৯৭৫ এ!! আর এখনো রেখেই চলেছে!!
তিস্তা চুক্তির পর পরই আষাঢ়-শ্রাবণ এলো আর কথা রাখা হলো খুবই সহজ। অন্তত কথারতো আর খেলাপ হয়নি।। বর্ষায় জলমগ্ন বাংলাকে আরো ঘোলা জলে ডুবিয়ে গুলে এক্কেবারে পানির অভাব পুরোপুরি মিটিয়ে দিয়েছে। এটাইতো আমরা চেয়েছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা আগেই বুঝতে পেরেছিলেন।বঙ্গবন্ধু বেঁচে থাকলে ফারাক্কার একটা সুরাহা হতো। যার সাথে চুক্তি তিনিতো নেই সুতরাং আর কী? আর, হ্যাঁ আমাদের আদি অকৃত্রিম বন্ধু ইন্ডিয়াতো এখনো বন্ধুই আছেন সুতরাং তা কেন হতে দিবেন। অতএব, ফারাক্কা চুক্তির পর যা হয়ে আসছে-তিস্তা চুক্তির পরো তাইযে হবে এতে আর নতুন কী? তিস্তায় শুষ্ক মৌসুমে পানি না থাকলে কী হবে এখন ভরা মৌসুমে ঠিকই আছে আর আসছেও!! ধন্যবাদ।।

আমরা বাংলাদেশীরা নিজেরা নিজেদের নাক কাটায় ওস্তাদ! আর, তাই আসুন দেখুন বর্ষায় ঢাকা সহ বাংলাদেশ!!
ঢাকা ও চট্টগ্রাম।
১।

২।
৩।
৪।
৫।
৬।

ছবি কার্টিসিঃ অন্তর্জাল।
ডেডিকেটেট টুঃ হ্যাপি ফ্রেইন্ডশীপ।।
সিম্পিথি টুঃ প্লাবনে ডোবা সকল শ্রেণির মানুষ ও পশু-পাখি সকলে।
এঙ্গার টুঃ অসৎ পিশাচ প্রশাসন আর অব্যবস্থাপনাকে।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সিনবাদ জাহাজি বলেছেন: :)
আমাদের পরম বন্ধুদেশ।
X((

১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় সিনবাদ জাহাজি ভাই। আই আলসো ফীল এংরি এন্ড হ্যাপি। ধন্যবাদ আপনার সহমতের জন্য। সব চুক্তিতেই আমরা সবটাই দিয়ে দিই। এমনকি আমাদের গায়ের সমস্থ জামা খুলে দিয়ে যদি দিগম্বরও হতে হয় তাতেও কিছু আসবে যাবে না!! |-) X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.