![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
মুক্তিযোদ্ধা।
মোঃ মাঈনউদ্দিন
মুক্তি পিয়াসি মুক্তিযোদ্ধা মোরা ; খুন পিয়াসি নই ।
১৭৫৭’র প্রহসন আর ১৭৬৩’র ব্যর্থ প্রয়াস ব্যাথা,
বক্ষে-স্কন্ধে বই ।
কখনো ফকির মজনু সাজি, ব্রেলভি-তিতু-সূর্য সেন ও হই,
উমিচাঁদ,রাজবল্লভ,ইয়ারলতিফ আর রামচন্দ্রের মীরজাফরিতে
অবশেষে, পরাজিতের সনদ লই।
৪৭ গেলো, ৫২ এলো খুন-রাঙা প্রাতে নিয়ম মতই,
আমরা মাড়ালাম সালাম,বরকত,রফিক,শফিউরের সেই পথ-ই।
৬৯ এ দেখলাম সাত-সকালে আসাদের রক্তাক্ত শার্ট-ই,
স্বাধীনতা এলনা ৭০ এলো নিয়ে বিজয়ের লগ্নই।
৭১ এ লড়ে নিঃশব্দে মরে রয়ে গেলাম অজ্ঞাতই,
আড়াল ছেড়ে কাপুরুষ-নপুংসকরা এসে হয়ে গেলো বিখ্যাতই।
স্বাধীনতা সংগ্রামের ২১৪ বছরের পথ পরিক্রমণে
অটল-হিমাদ্রির মত অবিচল রই।
পরাধীনতার লৌহ জিঞ্জির ভেঙ্গে,
বিজয় পতাকা করি উড্ডীন স্বতঃই।
অথচ,এখন স্বাধীন দেশে পরাধীনতার বেশ,
আর নোংরা রকমের হৈচৈ,
তবে কী স্বাধীনতার মূল চেতনা,
অতলান্তিকের গহবরে রবে চিরদিনই?
নোটঃ ছবি-ইন্টারনেট
উক্ত কবিতা 'গল্প-কবিতা' বিভাগে পূর্বে প্রকাশিত।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই আপনার মন্তব্যের জন্য। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৯
নূর-ই-হাফসা বলেছেন: চমৎকার কবিতা । আমার ভালো লেগেছে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনাদের ভালো লাগা আমার অনুপ্রেরণা। আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: স্বাধীনতা যুদ্ধের ৫ বছর পর জন্ম আমার কিন্তু স্বাধীনতা আর পরাধীনতা দুটোই বুঝি, যদিও অল্প অল্প। এটাও বুঝতে শিখেছি মানুষ এখন স্বাধীন থাকার চেয়ে পরাধীনতার শৃংখলে বন্দি থাকাটাকেই স্বাধীনতা বলে মেনে নিয়েছে বা নিতে বাধ্য হয়েছে।।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লাগা আমার জন্য অনুপ্রেরণা। ভালো থাকুন।
৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৪
শামচুল হক বলেছেন: স্বাধীনতা নিয়ে কবিতা দারুণ লাগল।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। অনুপ্রাণিত বোধ করছি আপনার ভালো লাগায়।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন++++
বিজয় দিবসের শুভেচ্ছা রইল,ভাই।