![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
খাঁটি সোনায় যেমন হয় না ভালো গয় না
শিল্পিঃ শিবাজি চট্টোপাধ্যায়
খাঁটি সোনায় যেমন হয় না ভালো গয়না,
খাটি সত্যি কথায় প্রেমতো ভালো হয় না (২ বার) ঐ
যদি মন্দের সাথে না খেলিগো লুকোচুরি
ভালো থাকি পুরোপুরি। (২ বার)
ধরা পড়ার এতো আনন্দ রয়না (২ বার)
প্রেমতো ভালো হয় না। ঐ
যদি স্বপ্নের দেখা নাই ভাঙে জাগরণে
সবই থাকে দু'নয়নে (২ বার)
তবে স্বপ্ন কোকিল এতো রুপ কথা কয় না (২ বার)
প্রেমতো ভালো হয় না। ঐ
khati shonay jemon hoyna valo goyna
নোটঃ গানটি সংগৃহীত।
নোটঃ আমি যেসব শিল্পির গান ছাত্র জীবন থেকে শুনতাম তার মধ্যে শ্রী শিবাজি চট্টোপাধ্যায় অন্যতম। আমার এ প্রিয় শিল্পির আরো অনেক জনপ্রিয় গান রয়েছে যা যেই শুনবে তার ভালো লাগবে।
অবশ্য বাড়িতে আমার আদরের দুই দুহিতাই বলে "আব্বু, তুমি শুধু পুরনো শিল্পিদের গান শুন কেন?"
আমি শুধু হাসি আর ওদের বলি কোন একদিন এইসব গান তোমাদের ও ভালো লাগবে। কারণ, এ জাতীয় গান শুনতে গেলে গান গুলো বুঝতে হবে।।
বাচ্চাদের আর কী দোষ, আমার স্ত্রীও পুরনো গান খুব বেশী পছন্দ করে না।। উনার পছন্দ নতুন শিল্পিদের নতুন ঘরানার গান। এটা অবশ্য যার তার নিজস্ব ব্যপার।।
ধন্যবাদ সবাই ভালো থাকুন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২
রাজীব নুর বলেছেন: সুন্দর গান।