নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ২৫ মার্চ কালোরাত স্মরণে।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৪

সায়ানাইড ঘৃণা
মোঃ মাঈনউদ্দিন।

** নতুন আর পুরাতন খুনিদের উদ্দেশ্যে বিষোদগার!!





হে আমার অন্তর্স্থিত সাত সমুদ্র পরিমাণ
নীল মৃত্যু সায়ানাইড ঘৃণা,
বর্বর,নিষ্ঠুর খুনেদের পানে পাঠালাম
চতুর্মুখী বাতাসে;
ফোটা-ফোটা ভারী বর্ষা হয়ে ঝরে পড়,
অতঃপর, মৃত্যু দিয়ে শুষ্ক হয়ে উড়ে যাও সুর্যতাপে।
যাও, ধেয়ে যাও-
উম্মত্ত,প্রবল,প্রলয়ংকরী টাইফুন,হ্যারীক্যান
আর সাইমুম ঝড় হয়ে-
ঘিরে ফেলে,ছিড়ে ফেল ওদের যত নীল নকশা।
ভেঙ্গে গুড়িয়ে দাও সব।
মৃত্যুর মহাসমুদ্র পরিমাণ তৃষ্ণা জাগাও আর,
নাসিকাগ্রে নিয়ে যাও অত্যাচারী সব প্রাণ।
অতঃপর, ভরিয়ে তোল সমস্থ অক্সিজেন, বিষাক্ত হাইড্রোজেনে।
আর যন্ত্রণা কাতর করে তোল
মৃত্যু কষ্ঠের হাহুতাসে।



২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর টেংক, কামান আর মেশিনগানের গোলায় শত সহস্র দেশ প্রেমিক বাঙালির রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ- বাংলার সবুজ শ্যামল প্রান্তর। পাক বাহিনীর পৈশাচিক উল্লাস, লুণ্ঠন, হত্যা ও নির্মম হিংস্র থাবায় ধ্বংস হয়েছিল বাংলার বাড়ি ঘর, সম্পদ ও জনপদ। পুড়িয়ে ছারখার করে দেয় তারা বসত বাড়িসহ হাজার স্থাপনা। পাক প্রেসিডেন্ট জল্লাদ ইয়াহিয়ার নির্দেশে রাত ১টায় ২২ বেলুচ রেজিমেন্ট সমশক্তি নিয়ে আধুনিক অস্ত্রে-সশস্ত্রে-সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল পিলখানার ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, শাখারি বাজার, পালাশী, নীলক্ষেত, কাটাবন বস্তির এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় আগুন লাগিয়ে গুলি করে হত্যা করে ঘুমন্ত হাজার হাজার নিরস্ত্র নারী, পুরুষ ও শিশুকে। শিক্ষকদের আবাসিক হলে হিংস্র সাপের মতো আক্রমণ চালিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দার্শনিক অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতা, মনিরুজ্জামান, ফজলুর রহমান, অনুদ্বৈপয়ান ভট্টাচার্য্য, মহাম্মদ আবদুর মুক্তাদির, শরাফত আলী, মোহাম্মদ সাদেক, আনিসুর রহমানসহ অনেককে। হত্যাযজ্ঞের পাশাপাশি চলতে থাকে লুট-পাট, নারী নির্যাতন ও অগ্নিসংযোগ। পূর্বপরিকল্পনা অনুযায়ী এই সঙ্গে হত্যাযজ্ঞ চালানো হয় অন্যান্য শহরেও।

নোটঃ সংবাদ সংগৃহিত, পত্রিকা হতে (চাঁদপুর বার্তা), ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: সেই সময়, সেই কষ্ট আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। আমরা আজ উন্নয়নশীল জাতি।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫২

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই পেরেছি? তাহলে, আমরা আজ উন্নয়নশীল জাতি? নিসঃসন্দেহে--------------!!

২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন লিখেছেন। হৃদয় ছুঁয়ে গেল।
শুভেচ্ছা।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। ভরসা পাই সমর্থন পেলে। আসলে ঘৃণা জানানো ছাড়া আর কীইইবা করতে পারবো? তাই, ঘৃণাই জানালাম।

৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: কাল রাত না কালো রাত হবে বিষয়টা বুঝিয়ে বললে উপকার হয়।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য। শব্দটা "কালরাত" হিসেবেই বেশীরভাগ স্থানে ব্যবহৃত হয়েছে। তবে, "কালোরাত" এভাবেও অনেক জায়গায় লেখা দেখেছি। অনেকেই 'কালোরাত' শব্দটি লিখেছেন। ভাবার্থের দিকে 'কালরাত' কথাটিই অধিক যুক্তিযুক্ত। ভুলটি ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

৪| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। বর্বর পাকিদের প্রতি এক রাশ ঘৃণা।

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমিও ঘৃণা জানালাম বর্বর পাকিদের প্রতি।

৫| ২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল ভাই।

২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকেও মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: না লজ্জা করেনি পাকিদের ! কারণ এই হত্যাযজ্ঞের সাথে ছিলো পাকিদের সাথে বাঙলী রাজাকার । ১৯৫২ - ১৯৭১ পর্যন্ত বাঙ্গালী’র কাছে অস্ত্র ছিলো না, নিরস্ত্র মানুষ মারা পড়েছে পাকিদের হাতে । আফসোস - অস্ত্রধারী বাঙ্গালী যোদ্ধা মারা পড়েছে ৭১ এর যুদ্ধে শুধু মাত্র বাঙ্গালী রাজাকারদের জন্য বিস্বাস হয় !!! না কি এখনো রাজাকার মাতা রাজাকারের দল বিএনপি কে আমজনতা মনে করছেন, আমি এই কথা বলিনা আওয়ামিলিগ ফেরেস্তা, আওয়ামিলিগে করাপাশন আছে তবে রাজাকার না্ই । আর বিএনপি রাজাকারের বাড়ীঘর ।

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য। পাকিদের লজ্জা করেনি এটা ঠিক আছে। এদেশী পাকি-দোসর রাজাকার আরো বড় অপরাধী এটা দিবালোকের মতো সত্য। সবাই খুনি; আর সব খুনির প্রতিই আমার ঘৃণা। আমি এখানে সব সময়ের সব খুনিকেই ঘৃণা জানিয়েছি। সমাজে এখনো হাজারো মানুষ খুন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত অকারণে। খুনিরা রয়ে যাচ্ছে আড়ালে, সুরক্ষিত বর্মের ওপাশে। আমার ঘৃণা ঐসব নব্য খুনিদের প্রতিও। আমজনতা বলতে শুধু বিএনপি অনুসারীদের বুঝাচ্ছিনা। এত নিচু মানসিকতা আমি পোষণ করছিনা। আমি পলিটিকাল পারসন নই। আমি আমজনতার একজন। আমার চোখে অপরাধী অপরাধীই। সে বিএনপি, জামাত, জাপা আর আওয়ামীলীগ যেই হোক না কেন।

৭| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি দুঃখিত আপনি হয়তো ভুল বোঝেছেন - আপনাকে নিচু মন মানীিসকতা আমি বলিনি, আপনার সাথে ব্যাক্তিগত দন্দ থাকবে দুরে থাকুক আমরা একে অপরকে চিনি ও না । যাই হোক কথা হচ্ছে আপনার শেষ কথাটিতে ১০০ তে ১০০ ভাগ আমি সহমত পোষন করি খুনি হচ্ছে খুনি সে যেই হোক । আপনাকে ও ধন্যবাদ আর আবারো একটা কথা না বলে পারছি না ব্লগে বিতর্ক হয়ে হবে তবে কেউ কাবুকে ছোট বা নিচু করে কোনো আরাম নেই, আমার কষ্ট লাগছে আপনি যখন লিখেছেন - এত নিচু মানসিকতা আমি পোষণ করছিনা। যদি আপনি আমার কোনো কথায় মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.