নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

সেবকের হাতে মালিক চড়-থাপ্পড় খায়!!

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৫

ভয় পাই, তারপরও উপায় নাই!
কারণ, আমরা সাধারণ-
বাঁচার উপায় নাই!!


তাইতো-
দুরু দুরু বুকে
কম্পিত হাতে,
নিয়েছি কলম-খাতা,
ইতিউতি চাইছি,
খুনিরা কী আশেপাশে?
ঘেচাং করে খসায় কী মাথা?

আমার মিছে ভাবনাই সার-

৪৭ বছর অন্তপ্রায়,
অথচ এখনো
স্বাধীনতার ছিন্ন মস্তক
ধুলায় গড়াগড়ি খায়!!

কেউ এখানে শাসক সেজেছে,
শোষকের পদবীতো ওদেরেই মানায়?
তাই না?
আর, সেবক কে?
তাকে খুঁজে পাওয়াই দায়!!
তাইতো দেখি,
প্রতিনিয়ত হেথায় হোথায়
নানান ছুঁতোয় ভৃত্যর হাতে-
মালিকেরা চড়-থাপ্পড় খায়!!

ছবিঃ ইন্টারনেট।
ট্রিবিউট টুঃ খেটে খাওয়া সাধারণ মানুষ বৃন্দ।


মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আসলে ঠিক-ই বলেছেন, আমাদের দেশে শাসক পাওয়া গেলেও জনসেবক পাওয়া কঠিন। যাদের ক্ষমতা আছে তাদের মানবতা বা মমতা নেই।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ মতামত দিয়ে পাশে থাকার জন্য। জনতার ভোটে মসনদে গিয়ে যখন সেবকের ভূমিকা হতে মালিকে পরিণত হয়ে যায় তখনো কাগজে কলমে গণতন্ত্র রয়ে যায়। ভৃত্য হয় মালিক আর মালিক হয় ভৃত্য; এইতো চলছে নিত্য। অনেক শুভকামনা রইলো। ভালো থাকুন।

২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশের বাদশাহ বা শাসকরা বরাবরই নিজের এবং পরিবারের ক্ষমতা পাকাপোক্ত করতে এই সকল সেবককে মাথায় তুলে রেখেছে | যতদিন পর্যন্ত এই কয়েকটি পরিবারের বাদশাহী তন্ত্র দূর হবে না , শাসক কর্তৃক সৃষ্ট এই সকল ফ্রাঙ্কেস্টাইনের হাতে মালিককে চিরজীবনই চড়-থাপ্পড় খেতে হবে |

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্যে। সত্যিই গণতন্ত্রের মোড়কে তথাকথিত প্রজাপালকগণ আমাদের আপামর জনগনকে শোষণ করেই যাবে তাদের ফ্রাঙ্কেনস্টাইন মনোভাব আর আচরণের জন্যে। প্রজাপালন না করে তারা এখন রাজাগীরি করে বেড়ায় আর তাই সাধারণ জনতা চিরকালই চড়-থাপ্পড় খায়। ভালো থাকুন।

৩| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:২৬

চাঁদগাজী বলেছেন:


দেশ চালচ্ছেন ছোটখাট বৃটিশেরা

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বীহ্যাঁ, ছোটখাট বৃটিশের হাতেই পড়ে আমাদের দেশের শাসনভার সব সময়ই। সেবা পায় সেবকে আর প্রজাতন্ত্রের মালিক আপামর জনতা হয় উপেক্ষিত, নির্যাতিত। ধন্যবাদ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৩২

শাহিন-৯৯ বলেছেন: একটা সমাধান আমদের খুব জরুরী। না হলে দিনকে দিন এরকম হাজার ছবি জন্ম নিবে।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আলবৎ সত্য কথা। কিন্তু এ সমাধান হবে কী না সন্দেহ রয়েছে যথেষ্ট। এ দেশে যতদিন সত্যিকার অর্থের গণতন্ত্রের চর্চা না হবে ততদিন এ দৃশ্য দৃশ্যায়িত হতেই থাকবে; সে যেই ক্ষমতায় আসুক না কেন। ধন্যবাদ সহমতের জন্য।

৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৭:২৫

দিবা রুমি বলেছেন: শাসনের নামে রক্ত চোষণ চলছে।

কবিতা ভাল হয়েছে।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। হ্যাঁ, একদম সত্য কথা এখন সর্বত্রই চলে শাসনের নামে শোষন, চোষণ।

৬| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: গরীবের থালা কোন কালে ভরা ছিল !!

এসব ভাবতে গেলে ভীষণ কষ্ট লাগে.....

কবিতা ভাল লিখছেন।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই তাই, প্রিয় কবি ভাই
যখনি ভাবতে যাই এসব,
তখনই ভিষম ব্যথা পাই।।
ধন্যবাদ আপনার প্রশংসার জন্য।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ২:১৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মানুষের টাকাটা মানুষদের জন্য খরচ না করে, ধনীদের দিয়ে দিচ্ছে! মহিলা রাজনীতির উদ্দেশ্য বুঝলো না।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আসলে সাধারণ মানুষদের জন্য কোন সরকারেরই তেমন দায় থাকে না। শুধু নিজেদের আখের গোছাতেই থাকে যত পরিকল্পনা,গরীব আর আমজনতার কথা ভাবার সময়টা কই?

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩

মনিরুল ইসলাম বাবু বলেছেন: শোষণের করুণ চিত্র ।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য। সত্যিই তাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.