নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

মাদার অব হিউম্যানিটি, ওয়েইক আপ!

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৭





প্লীজ, জেগে উঠুন- এখনই সময়!

ঘুমিয়ে আছে বিবেক,
পরাভূত আজ মানবতা,
হারিয়ে গেছে সুশীল সমাজ, যারা
তারস্বরে হায়! মানবতা, হায়! মানবতা, বলে শ্লোগান
দিত সেই, তথাকথিত মানবতার ধ্বজাধারীরা!!
তাহলে কী আর সবার মতো আমাদের দেশরত্ন
মাদার অব হিউম্যানিটি ও জেগে নেই?
কোথায় আপনি? আপনার সুরম্য অট্টালিকা আর প্রাসাদের
পাশেইতো মৃতবৎ বেসরকারী শিক্ষকগণ কেঁদে হয়রান,
জান বুঝি যায়! কিন্তু, এ অসহায়দের আর্তি কেউ শুনছেই না,
এখনো কী কিছুই বলার নাই আপনার?
না কী দেখেও দেখছেন না?
তবে, ৫লক্ষ শিক্ষকের আর্তি শুনুন,
চিৎকার শুনুন, আহাজারী শুনুন,
জেগে উঠুন! হে প্রজা হিতৈষী, মাদার অব হিউম্যানিটি!!
অন্তত কিছু বলুন!!



ছবিঃ অন্তর্জাল।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যদি বেতন ভাতা দিতে না পারে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন দেয় কেন? আজ এটাই আমার প্রশ্ন।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ। এই প্রশ্ন আমারও। দেশে শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান অনুমোদন দিয়ে রেখেছে যুগের পর যুগ। ভালো রেজাল্ট করে যাচ্ছে। যথেষ্ট শিক্ষার্থীও রয়েছে কিন্তু কেন কী কারণে এই নিরবতা!

২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

রসায়ন বলেছেন: মাদার অফ হিউম্যানিটি রোহিঙ্গা নিয়ে ব্যস্ত :||

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

মোঃ মঈনুদ্দিন বলেছেন: লেছেন: :) নিঃসন্দেহে! নিজের দেশের লক্ষ লক্ষ লোক ভূখা-নাঙ্গা যুগের পর যুগ! চোখ মুদে সব না দেখেই করে দিলেন পার! রোহিঙ্গাদের প্রতি আমাদের দরদ রয়েছে কিন্তু নিজ দেশের লোকজন যে আপনার বাড়ির কাছেই না খেয়ে আছে, সেইটা কেন দেখেন না? সত্যিই সেলুকাস!

৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪২

সাইন বোর্ড বলেছেন: অনুভূতি অনেকরেই অাছে কিন্তু সবাই যেন অসহায় ।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই ভাই আমরা সবাই খুবই অসহায়।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

بيت دعارة বলেছেন: কোটা ব্যবস্থায় পরিবর্তন আনা এখন সময়ের দাবী।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কোটা ব্যবস্থা একেবারে বাদ না দিয়ে সীমিত মাত্রায় রাখা যেতে পারে কিন্তু এটাকে প্রাধান্য দিতে গিয়ে দেশের মেধাবীদের আর প্রকৃত চাকুরী প্রত্যশীদের অবজ্ঞা আর অবহেলা করা হচ্ছে। আমার বাবা আপনার চাচা উনার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন। উনাদের দেশপ্রেম আর ত্যাগের মহিমা যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে আমাকে রাষ্ট্র চাকুরী দিয়ে একটা আবর্জনাকেই সুযোগ দিল। এটা সত্যিই হতাশার। তাই, আমিও একমত এই কোটা প্রথা সংস্কার হোক। দেশপ্রেমিকের দেশপ্রেমিক সন্তানই চাকুরী পাক সেটা কোটাতেই হোক বা কোটা ছাড়াই হোক।। কিন্তু দেশপ্রেমিকের সন্তান দেশপ্রেমিক না হলে একে চাকুরী কেন এই কোটার মাধ্যমে অযথাই পাবে?

৫| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস শেখ হাসিনা কিছু একটা ব্যবস্থা নিবেন।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ নুর ভাই। আমরাও চাই প্রধানমন্ত্রী এই দুটো ইস্যুতে কোন কিছু একটা করুন। আশাবাদী হতে ইচ্ছে করে; যদিও হতাশায় থাকতে থাকতে আশাবাদী হতে ভয় লাগে। কারণ, না পাওয়ায় বেদনা আছে, যা সওয়া যায় কিন্তু পাওয়ার আশায় আশাহত হলে সে ব্যথা সওয়া সত্যিই অসম্ভব হবে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.