![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
জেএসসি–জেডিসি স্থগিত
গত ০৪/১১/২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো জে এসসি ও জেডিসি পরীক্ষা'র নির্ধারিত বিষয় ইংরেজি ও আরবি ২য় পত্র। কিন্তু অনিবার্য কারণবশতঃ পিছিয়ে গেলো তা। এবারে জে এস সি ও জেডিসি উভয় পরীক্ষায় প্রায় পৌনে ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কিন্তু বলা নেই কওয়া নেই হঠাৎ করে গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দেয়া হলো পিছিয়ে! কেন? উত্তর হলো-"অনিবার্য কারণ বশতঃ।" কিন্তু পরে দেখা গেলো হেফাজতে ইসলাম শোকরানা মাহফিল করছে! কী অদ্ভুতুড়ে ব্যাপার! আর, হেফাজতে ইসলাম শোকরানা জানাবে তাতে সরকারের কী তাজিম হেফাজতে ইসলামের প্রতি। দেখাক তাজিম; তাতে কার কী যায় বা আসে! তবে, এটা কোন বন্ধ দিবসে যেমন-শুক্রবারে দেয়া যেতো না? না কী? এটা ঐ দিন ছাড়া অন্য দিবসে করা যাবে না? কী জানি বাপু; আমরা আম-জনতা কতই বা বুঝবো?
ফলাফলঃ আগামী ০৮/১১/২০১৮ ইং তারিখে গণিত, ০৯/১১/২০১৮ ইং তারিখে ইংরেজি এবং এর পরদিন ১০/১১/২০১৮ ইং তারিখে বিজ্ঞান পরীক্ষা!!
কেমন হলো? মজা! তাই না?
এ আর এমন কী? পৌনে ২৭ লাখ শিক্ষার্থী এই হয়রানীর শিকার হলো এতে নিশ্চয়ই ক্ষতির চেয়ে সরকারের লাভই বেশী হবে! যদি হয়, হোক না!
বিচার এর ভার এখন জনগণের হাতে!!??
না, প্রকৃতির হাতে!!
ছবিঃ ইন্টারনেট।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। হ্যাঁ, সত্যিই তারিখ ভুল দিয়েছি এটা ০৪/১১/২০১৮ ইং হবে। শুধরিয়ে নিচ্ছি। আসল কথা হচ্ছে মুরগি আমার সুতরাং এটা গলায় জবেহ করবো বা পাছায় জবেহ করবো আমার ইচ্ছা। এই হলো মূল কথা। তাই, কে জানলো বা না জানলো তাতে সরকার বাহাদূরের কিছুই আসে যায় না।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: ২৭ লাখ পরীক্ষার্থীর পরীক্ষার চেয়ে আর কি বড় হতে পারে?
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী রাজিব ভাই। এটা সত্য ও তিক্ত যে এই বোধ ও বোধহয় আমাদের কর্তা ব্যক্তিদের নেই। ২৭ লাখ পরীক্ষার্থী আর এ এমন কী?
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫
নজসু বলেছেন: পরীক্ষার্থীদের মনোবল নষ্ট হয়।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: কিন্তু এই সত্য কথাটি স্বীকার কে করবে? পরীক্ষার্থীরা মহা ফ্যাসাদে পড়েছে। এর কারণে তারা অনেকটা পিছিয়ে পড়বে।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭
মাহমুদুর রহমান বলেছেন: ছুটির দিন সমাবেশ করলে ভালো হত।তাহলে কারো কোন অভিযোগ থাকতো না।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সত্যিই তাই, এই সমাবেশ কোন ছুটির দিনে করলেই ভালো হতো। আর, কারো কোন অভিযোগ ও থাকতো না। ছোট ছোট শিশুদের ভাগ্য নিয়ে এরকম ছিনিমিনি খেলা ভালো না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সমাবেশটাই পরে দিতে হতো। হুট করে কীভাবে সমাবেশের তারিখ ঠিক হল, সালার জানতেই পারলাাম না। তবে এখন এসব বলে কোন লাভ নেই।।
@ গত ০৩/১১/২০১৮ ইং তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো জে এসসি ও জেডিসি পরীক্ষা'র নির্ধারিত বিষয় ইংরেজি ও আরবি ২য় পত্র
তারিখ ঠিক করুন। ৪/১১/১৮