![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
সত্যের জয় অনিবার্য কিন্তু মিথ্যার চালে চলে সব তেলেসমাতী। মিথ্যাকে ছেড়ে দিব যদিও যায় প্রাণ; আসুন দেখুন মিথ্যার জয়গান??
মিথ্যার জয়??
মিথ্যা বল মুক্তি পাবে
সত্য বললে শাস্তি,
এই চলছে নিত্য এখন
চারদিকে তাই স্বস্তি!
সত্যবাদীরা যাচ্ছে রসাতলে
মিথাবাদীরা খুব তুঙ্গে;
মিথ্যাবাদী আর ফন্দিবাদী, সবে
আছে খুবই রঙ্গে!
মিথ্যা বলে, চাতুরী করে,
করে যাবে মাস্তি!
সত্য বলে; ভুল ধরলে
হারাবে ভিটে-বস্তি!
তাইতো বলি- এসো মিলি,
সরল রেখে গরল গিলি
মিথ্যাবাদের জয়ে মজে
করি গলায় গলায় দোস্তি??
ছবিঃ গুগল।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: অক্ষম ক্ষোভ। এই আশা করতেই পারি, সত্যের হোক জয়। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: দুনিয়াটাই চলছে মিথ্যার উপরে।
০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই। এটা ধ্রুব সত্য। আফসোস!
৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১
মাহমুদুর রহমান বলেছেন: মিথ্যার মহত্ত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: এই মিথ্যা মানুষকে ক্রমান্বয়ে বড় পাপীতে রুপান্তর করে। কিন্তু তারপরও মানুষ মিথ্যার গোলামী করে।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
মীর সাজ্জাদ বলেছেন: মিথ্যার রাজত্বে আমরা সবাই রাজা।
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: জ্বী ভাই, মিথ্যার রাজ্যে আমরা সবাই রাজা। ধন্যবাদ আপনার মতামতের জন্য।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
হাবিব বলেছেন: মিথ্যার রাজত্বে আমরা সবাই প্রজা
১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
মোঃ মঈনুদ্দিন বলেছেন: মীর সাজ্জাদ ভাই রাজা উপরে আছে আর আমি আপনি সবাই প্রজা। চলুন মিথ্যার ব্যবসা ফেঁদে খেয়ে সাবাড় করি রাজ্যের সব খাজা নিমকি গজা!!
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
নজসু বলেছেন:
লেখায় ক্ষোভ লক্ষ্য করা গেল।
সত্যের জয় হোক।
মিথ্যার পতন হোক।