![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।
বিজয়ের স্বরুপ
বিজয়, তুমি কী কেবল
১৬ই ডিসেম্বরের গল্পমালা?
যা শুধু কাঁদায়, ভাবায়
বাড়ায় মনে বেদনার জ্বালা।
বিজয়, তুমি কী কেবল,
লাখ শহীদ অভিনীত যাত্রাপালা?
যেন মঞ্চে এসে ভিলেনের আস্ফালন;
আর, শিল্পি মুখের গানের মালা।
বিজয়, তুমি কী কেবল
ভূখা শিশুর খাবারের তোবড়ানো থালা,
দ্বারে দ্বারে ঘুরে যা নিয়ে
তবু, দেয় না যারে খাবার কোন শালা!
বিজয়, তুমি কী কেবল
প্রতিভাধর শিল্পীর আঁকা চিত্রকলা?
যে চিত্রে ফুটে আছে দেশ কাল,
আর, পুঁজিপতি, পিশাচ অমানুষের কর্মশালা।
বিজয়, তুমি কী কেবল
দিন দুঃখীদের মন্ত্রণাশালা?
নির্দেশ দাও এটা কর ওটা কর,
যদিও ঘুচেনা অভাবের জ্বালা!
বিজয়, তুমি কী কেবল
স্মৃতি সৌধে দেয়া পুষ্পমালা?
ঐ দিনই কেবল থাকবে সেথায়,
এর পর পাবে ডাস্টবিনের তলা।
বিজয়, তুমি কী কেবল,
নির্দিষ্ট দিনের স্মরণ শলা?
সভা সেমিনার হবে ঐ দিনই শুধু
এরপর পড়বে মনে তালা?
ছবি কার্টেসীঃ গুগল, ইন্টারনেট।।
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ ভাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মন থেকে মুছে যাক সব ধরণের কালামানসিকতা; সেই স্থানে আসন পাতুক ভাল মানসিকতা।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
হাবিব বলেছেন: ভালো লিখেছেন
১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয় হাবিব স্যার ভাই। ভালো থাকুন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা নিন।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ নুর ভাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালো থাকুন।
৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১
মঈনুদীন ইসলাম বলেছেন: আপনার লিখা গুলি আপনার নামেরই মত সুন্দর
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ধন্যবাদ প্রিয়ভাই। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩
পবিত্র হোসাইন বলেছেন: বাহ্ বাহ্ ..অনেক সুন্দর