নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য আর মিথ্যাকে এক করি না। যারা অসত্য দিয়ে সত্যকে ঢাকতে চায়; তাদের সঙ্গ ধরি না। নতুন যে কোন কিছু শিখতে ভালো লাগে। কেউ কিছু শিখতে চাইলে সম্ভব সাধ্যমতো চেষ্ঠা করি। প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আধুনিক জ্ঞানে দক্ষতা অর্জন করতে চাই।

মোঃ মঈনুদ্দিন

নিঃসঙ্কোচে গাহিব সত্য ন্যায়ের গান। সত্য আর সুন্দরের সেবক। মা, মাটি আর দেশকে ভালবাসি।

মোঃ মঈনুদ্দিন › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাখ্যান করলাম তোমার দেয়া অপবাদ!

০৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৫


সময় এসেছে হিসাব মিলাবার
এ অপবাদ ফিরিয়ে নেবার;
শুধু তোমরাই মুক্তিযোদ্ধা!
আর, আমরা রাজাকার?
ইতিহাস সাক্ষী, ৫৬ হাজার বর্গমাইলের-
আকাশ, বাতাস, পাহাড়-পর্বত,
সকালের স্নিগ্ধ পরিবেশ, অবারিত প্রান্তর-
সবই সাক্ষী।
১৯৭১ এ ২ লক্ষ মুক্তিযোদ্ধা ছাড়াও
৩০ লাখ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রম;
আবাল, বৃদ্ধ, বণিতা সকলেই-
অর্থাৎ,
প্রায় সাড়ে সাত কোটি মানুষ সবাই
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়েছিল
দেশ-মাতৃকার মুক্তির সংগ্রামে।
কেউ অস্ত্র তুলে নিয়েছিলো হাতে,
কেউ হাত রেখেছিলো হাতে-
ফারাক করেনি কেউ কোন জাত-পাতে,
মিলিয়ে কাঁধে-কাঁধ
ডিঙিয়েছিলো বাঁধা,
ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিলো-
পাকিদের পাপের প্রাসাদ।
আজ, তুমি কে? কে দিয়েছে তোমায় অধিকার;
সাধারণের গায়ে কাঁদা লিপিবার?
বলছি-
সময় এসেছে দৃপ্ত কন্ঠে বলবার; তাই-
জানাচ্ছি প্রতিবাদ,
ফিরিয়ে নাও কলংক; অথবা, না নাও, তবুও-
প্রত্যাখ্যান করলাম তোমার দেয়া অপবাদ!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.