![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Former officer at Amico Laboratories Limited
মান-অভিমান।
------------মোঃসালাহ্উদ্দিন
যে হৃদয়ে আছে,এতো ভালোবাসা তোমার জন্যে,
সে হৃদয়ের মালিকানা কি করে নেবে অন্যে।
ভেবো না তুমি,আমি হারাবো না তমসে,
আমি যে আজো দেদীপ্যমান তোমার পরশে।
চন্দ্রিকার মাঝে খুঁজে পাই তোমাকে,
কতনা স্মৃতি জড়িয়ে আছে,তোমার ঐ ঠোঁটে চুম্বনে চুম্বনে।
গোধূলি লগনে হাত ধরে হেঁটেছি,দুজন মিলে তারা গুনেছি, অন্ধকার গগনে,
স্মৃতি কখনো ভুলা যায় না শুধুই টানে।
তবে কেন এত মান অভিমান?জানি পারবে না দূরে থাকতে,
কেঁদে কেঁদে অস্থির হবে,লোক পাঠাবে আমায় ডাকতে।
অশথের ছাঁয়া তলে দুজনার,কত না সময় কেটেছে প্রেমালাপে,
নিষ্পাপ চেহারার দিকে,তন্ময় হয়ে তাকিয়ে থাকতাম,অবাক লাগে ভাবতে।
সাইরেনের শব্দে ভোর রাতে উঠে,
সেহরি খাওয়ার জন্য আমাকে ডাকতে,মেতে উঠতে খুনসুটিতে।
হীরামন গল্প নয়,এতো জীবনের গল্প,
মেনে নিয়েছি সব,মান অভিমান হোক না অল্প।
(---------------কল্পনাপ্রসূত)
চাঁদপুর।
তাং০৪/০৩/২০১৯ইং
(ছবি গুগল থেকে)
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৪
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: আহা!
মন ছুঁয়ে গেল।এ ধরনের কবিতা আরও চাই।
কেন জানি আপনার কবিতাগুলো পড়তে আমার খুব ভালো লাগে।
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৯
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনুপ্রেরণা পেলাম।।অসংখ্য ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।