![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঃ" তার সাথে আমার যখন প্রথম কথা হয় সেদিন আকাশে মেঘ ছিল,ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তার সাথে যখন আমার শেষ দেখা হয় সে দিনও বৃষ্টি পড়ছিল তবে মুষলধারে। আমি রিক্সায় উঠে পিছন ফিরে বারবার তাকাচ্ছিলাম।দেখলাম, সে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। আমি আর তাকাতে পারছিলাম না। সামনে ফিরে আকাশের দিকে তাকালাম। ওমা, বৃষ্টি তো দেখি আমার চোখেও পড়ছে!!!!"
ঃ পাগল আরে কারে বলে??
ঃ গল্প বানাচ্ছি।
ঃ কবি বলেছেন, শেষ দেখা বলে কিছু নাই রে পাগলা।ফেসবুক আছে না?
ঃ আমার গল্পে ফেসবুক নাই। btw, গল্পের বাকি লাইন গুলা তুমি শেষ করো।
ঃ "আমি কিন্তু কাঁদছি না,এই হঠাৎ বৃষ্টির উৎস খুঁজতে গিয়ে দেখি উপরের ফ্লাইওভারে কেউ প্রাকৃতিক কর্ম সারছে। এমন একটা কঠিন মানসিক অবস্থার মধ্যে প্রকৃতির এমন চরম নিষ্ঠুর ব্যবহার আমি হয়তো কোনদিন ভুলতে পারব না। চরম ব্যরথতা,অপমান আর গায়ে আরেকজনের উছিষ্ট নিয়ে ঘরে দুক্তেই দেখি সে এক এলাহি কারবার। ঘর গোছাচ্ছে মা,প্রচুর অতিথি। এতো ভিড়ের মাঝে একটা খুব পরিচিত মুখ,খুব পরিচিত একটা হাসি। আর মায়ের ফিসফিস, " তাড়াতাড়ি যা। ফ্রেশ হয়ে আয়। ওরা অনেকক্ষণ ধরে বসে আছে। আর তোর গা থেকে এতো বিচ্ছিরী গন্ধ বের হচ্ছে কেন?" আমি দৌড়ে বাথরুমে গেলাম। সব কাপড় ছেড়ে, শাওয়ারের নিচে দাঁড়িয়ে গেলাম। ভিজব বলে অনেকক্ষণ এই কৃত্রিম বৃষ্টিতে।"
গল্প শেষ। সেইরকম রোমান্টিক তাই না?
ঃ প্লিজ গল্পটা পাবলিশ করো।
ঃ জী না।
ঃ কেন?
ঃ আমার বউ মারবে।
ঃ তোমার বউ আছে নাকি?
ঃ আছে।
ঃ কই? কি করে? নাম কি? আমাকে তো বলো নাই।
ঃ সব কথা সবাইকে বলতে হয় না।
ঃ আমি সবাই?
ঃ হুম।
ঃ ওকে।
ঃ ওই
ওই
ওই
ওই
ওই
ওই
চলে গেছো?
...................
ওপাশ থেকে কোনো সারা শব্দ নাই। বৃত্ত হাসতে লাগলো মনে মনে। বিন্দুকে রাগাতে ওর ভালোই লাগে। তারপর গুনগুন করে গান শুরু করল,
" বিন্দু তুমি ,আমি তোমায় ঘিরে......."
২| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২১
প্রীতি পারমিতা বলেছেন: ধন্যবাদ
কল্পনা থেকে ধার করা
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ২:৩৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ভালো লেগেছে ! ধার করা কিভাবে বুঝলাম না :/