![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে অলস দুপুরের শুভেচ্ছা
সবাই কেমন আছেন?
গল্প বলতে চলে এসেছি
১.
বাস থেকে শাহবাগ নেমে সারি সারি ফুলের দোকানের সামনে দিয়ে হাটতে লাগলাম। হাটতে হাটতে মনে হল পৃথিবীতে ফুলের চেয়ে সুন্দর বোধ হয় আর কিছু নেই।
হঠাৎ একটা ফুলের দোকানের ঢুকে একটা সাদা জারবেরা বেছে নিলাম। অভ্যেস মত দর কষাকষি করে ফুলটা কিনলাম। দোকানদার আমার কৃপণতা দেখে বলল,“আপনি এতো কৃপণ হলে ভাইয়া কেমনে হবে?”
জবাবে একটা ছোট হাসি দিয়ে বেরিয়ে হাটতে লাগলাম। “ভাইয়া” শব্দটা মনে হতেই অর্ণব ভাইয়ার কথা মনে পড়ল। আমাদের সিনিয়র। কেন জানি উনাকে খুব ভাল লাগে।
২.
এতক্ষণে টি এস সি চলে এসেছি। ফোন দিলাম ভাইয়াকে। ও প্রান্ত থেকে ঘুম জড়ানো কণ্ঠে জানতে চাইল,“কে?”
বললাম,“আমি লাবণ্য। আপনি কি হলে?”
“জ্বি,কেন?”
“ভাইয়া,একটু হলের বাইরে আসবেন?plz,না করবেন না!”
“কিন্তু, আমার তো জ্বর।”
“Plz,একটু কষ্ট করুন। আমি ২মিনিট সময় নেব।”
অনেক মিনতির পর রাজি হলেন। আমি হলের বাইরে দাড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মিনিট ১৫ বাদে উনি এলেন।
“কি হয়েছে বল তো?” চোখে মুখে ক্লান্তির ছাপ। জারবেরা ফুলটা বাড়িয়ে দিয়ে বললাম ,“আপনার জন্য.!”
অবাক হয়ে বললেন,“মানে কি?”
বললাম,“কিছু না। ২মিনিট শেষ। আপনি এখন যান।”
উনি আমার দিকে তাকিয়ে রইলেন। সব নীরবতাকে ভেঙ্গে হঠাৎ “তুমি একটা পাগলী!” – বলেই হাঁটতে লাগলেন।
আমি উনার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে মনে মনে বললাম,“আপনার জন্য!” হঠাৎ আমাকে অবাক করে দিয়ে উনি পেছন ফিরে তাকালেন!
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৭
প্রীতি পারমিতা বলেছেন: ঘটনা গুলোই তো গল্প হয়ে যায়
ধন্যবাদ মন্তব্যের জন্য
২| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩০
আলী আকবার লিটন বলেছেন: চলুক............
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮
প্রীতি পারমিতা বলেছেন:
৩| ১৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অল্প কথায় সুনদর গল্প , ভাল লাগলো ।
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
প্রীতি পারমিতা বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
সুমন কর বলেছেন: সাদা-মাটা।
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
প্রীতি পারমিতা বলেছেন:
৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝেনা সে বোঝেনা! বাই দ্যা হাইওয়ে, অাপনার প্রোফাইল পিকচারে দেওয়া ফুলটার নাম জানতে মন চায়!
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪০
প্রীতি পারমিতা বলেছেন: এই ফুলের নাম কাঠ গোলাপ
৬| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫
মায়াবী রূপকথা বলেছেন: ভালোই লাগছিলো পড়তে।
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৪০
প্রীতি পারমিতা বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭
তুষার কাব্য বলেছেন: সুইট
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৭
প্রীতি পারমিতা বলেছেন: ধন্যবাদ
৮| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: সব নীরবতাকে ভেঙ্গে হঠাৎ “তুমি একটা পাগলী!” – বলেই হাঁটতে লাগলেন।
মনে হয়, আসলেই পাগলের মতো কিছু উনি !!
৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
প্রীতি পারমিতা বলেছেন: হবে হয়তো
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯
লেখোয়াড়. বলেছেন:
এটাকে গল্প না বলে একটি ঘটনা বলা ভাল।