![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- মা টুনটুনি কোথায়?
ঃ জানিনা!
- ওকে না কোথাও দেখতে পাচ্ছিনা।
ঃ মানে?
- সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না।
ঃ বলো কি?? কান্না করো না, চল দেখি…
- চলেন।
[ কিছুক্ষন পর ]
ঃ বৌদি, দেখে যাও।
- কোথায়?
ঃ এইতো এখানে।
[ দরজার পেছনে থেকে চিনির বয়াম হাতে করে মুখভর্তি চিনি নিয়ে হাসি মুখে বের হয়ে আসে ছোট্ট টুনটুনি। ]
নোটঃ ছোট্ট এই ঘটনাটা আমার ছোট বেলার গল্প। এভাবেই একবার ছোট বেলায় হারিয়ে গিয়েছিলাম। সবাই খুঁজছিলো আর আমি দরজার পেছনে বসে বসে চিনি খাচ্ছিলাম বয়াম থেকে।
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
প্রীতি পারমিতা বলেছেন: হা হা হা
ভাইয়া,আপ্নি তো দেখি উল্টা রাইম বলেছেন
ভালোই তো
ধন্যবাদ
২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন:
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
প্রীতি পারমিতা বলেছেন:
৩| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫
অনবদ্য অনিন্দ্য বলেছেন: দুষ্টু বাচ্চা !
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
প্রীতি পারমিতা বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: প্রীতি পারমিতা ,

আপনার এই চিনি খাওয়ার গল্প পড়ে বাচ্চাদের একটি রাইম এর কথা মনে পড়ে গেলো । বলবো ?
আচ্ছা, বলেই ফেলি --------
ছেলে : পাপা....পাপা !
বাবা : ইয়েস পাপা !
ছেলে : ইটিং সুগার ?
বাবা : নো.. পাপা !
ছেলে : ওপেন ইওর মাইথ পাপা !
বাবা মুখ খুললো ।
ছেলে : হা....হা...হা...