| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- মা টুনটুনি কোথায়?
ঃ জানিনা!
- ওকে না কোথাও দেখতে পাচ্ছিনা।
ঃ মানে?
- সারা বাড়ি খুঁজলাম কিন্তু পেলাম না।
ঃ বলো কি?? কান্না করো না, চল দেখি…
- চলেন।
[ কিছুক্ষন পর ]
ঃ বৌদি, দেখে যাও।
- কোথায়?
ঃ এইতো এখানে।
[ দরজার পেছনে থেকে চিনির বয়াম হাতে করে মুখভর্তি চিনি নিয়ে হাসি মুখে বের হয়ে আসে ছোট্ট টুনটুনি। ] ![]()
নোটঃ ছোট্ট এই ঘটনাটা আমার ছোট বেলার গল্প। এভাবেই একবার ছোট বেলায় হারিয়ে গিয়েছিলাম। সবাই খুঁজছিলো আর আমি দরজার পেছনে বসে বসে চিনি খাচ্ছিলাম বয়াম থেকে। ![]()
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
প্রীতি পারমিতা বলেছেন: হা হা হা
ভাইয়া,আপ্নি তো দেখি উল্টা রাইম বলেছেন
ভালোই তো ![]()
ধন্যবাদ ![]()
২|
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭
সুমন কর বলেছেন: ![]()
২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
প্রীতি পারমিতা বলেছেন: ![]()
৩|
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫
অনবদ্য অনিন্দ্য বলেছেন: দুষ্টু বাচ্চা !
৪|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
প্রীতি পারমিতা বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২০
আহমেদ জী এস বলেছেন: প্রীতি পারমিতা ,

আপনার এই চিনি খাওয়ার গল্প পড়ে বাচ্চাদের একটি রাইম এর কথা মনে পড়ে গেলো । বলবো ?
আচ্ছা, বলেই ফেলি --------
ছেলে : পাপা....পাপা !
বাবা : ইয়েস পাপা !
ছেলে : ইটিং সুগার ?
বাবা : নো.. পাপা !
ছেলে : ওপেন ইওর মাইথ পাপা !
বাবা মুখ খুললো ।
ছেলে : হা....হা...হা...