![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক মাস অনেকদিন মায়ের গর্ভে থাকার পর বাচ্চা হাত-পা ছোড়াছুঁড়ি করে কেনো জানেন? বাইরের জগতটাকে দেখার জন্য।মাকে তীব্র কষ্ট দিয়ে বাইরের পৃথিবী দেখার জন্য সে আসে।কিন্তু যখন বুঝতে পারেনা যে মায়ের গর্ভটাই সবথেকে নিরাপদ জায়গা তখন সে আর ফিরে যেতে পারে না।তাই সে অজুহাত খোঁজে।জন্ম থেকে এই পর্যন্ত কত অজুহাতই না আমরা দেখাই।নিজেকে ভালো রাখার জন্য,অন্যকে ভালো রাখার জন্য আবার নিজে ভালো থেকে অন্যের খারাপের জন্য।
ছোটবেলায় বাসার টিচারের কাছে পড়তে চাইতাম না।তাই ওয়াশরুমে যাওয়ার অজুহাত দেখিয়ে আর পড়তে আসতাম না।পড়া পড়িনি বলে হাত-পা-মাথা ব্যথার কত যে অজুহাত দেখিয়েছি ঠিক নেই। আর স্কুলে পড়া দিয়েছে সেটা মনে নাই বলে কতো অজুহাত দেখিয়েছি তার হিসাব নেই।তবে ধরা যে খাইনি তা নয়।কত উত্তম -মধ্যম আর কতো শাস্তি পেতে হয়েছে।তবে সঙ্গী হিসেবে বান্ধবীরা থাকলে খারাপ লাগত না।হাসাহাসি করে ভুলে যেতাম। আর এখনকার বাচ্চারা তো টেটনা দ্যা গ্রেট।তাদের অজুহাত দেখলে মাথা নষ্ট হয়ে যায়।
নিজের কথা তো বললাম এইবার মানুষের কথা বলি।আজকাল সব কিছুতেই অজুহাত খোঁজা হয়।কোনো কিছু পাওয়ার জন্যকতো কিছুই না করে।কারো কাছে যাবার কিংবা কাউকে দূরে ঠেলে দেয়ার কিংবা কিংবা কারো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য কিংবা কাউকে ভালোবাসার জন্য কতো কতো কতো যে অজুহাত বের করি।এই যেমন আমি একটা পোষ্ট দেয়ার অজুহাতে কতো হাবিজাবি লিখে ফেললাম।
আজকাল একটা অজুহাত সবাই খুঁজে ভালো থাকার।কিন্তু ভালো রাখার অজুহাত কয়জনই বা খোঁজে???
২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩
রক্তিম দিগন্ত বলেছেন: অজুহাতই তো সব। অজুহাত না খুঁজলে হবে? কিছু পাওয়ার জন্য তো অজুহাত লাগেই।
৩| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
প্রীতি পারমিতা বলেছেন: হা হা হা আসলেই তো
ধন্যবাদ
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
প্রীতি পারমিতা বলেছেন: হুম তবে অজুহাত ভালো কিছুর জন্য হলেই ভালো
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪০
ফুলফোটে বলেছেন: দারুণ বিষয়...।ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২
প্রীতি পারমিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মা বস্তুতে এসেই মূলের শূন্যতা উপলদ্ধি করে
আর তীব্র সেই শূণ্যতা লুকাতেই বস্তুকে আকড়ে ধরে নানান অজুহাতে
মা, বন্ধু, স্ত্রী প্রেমিকা, বান্ধবী, খাদ্য, অর্থ, পানীয়
কিন্তু সবই সাময়িক অাবেশ দিলে্ও আরও বেশী শূন্যতা বাড়িয়ে যায়।।
অজুহাত সবাই খুঁজে - দেখেন না কমেন্টের অজুহাতে হাবিজাবি লিখছি
++