![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কপালের কিছু চুল বাতাসে ভেসে
বার বার চোখের কাছে থামে এসে
পাষাণ হৃদয়ের মেয়ে
হাত দিয়ে বার বার কেন সড়াচ্ছে ?
থাক না চুলগুলো ওভাবে
লাগচ্ছে ভালো , মানিয়েছে বেশ
দূর থেকে দেখছি আমি
তোমার কাছে আমি অচেনা
তোমার কাছে আসতে পারছি না
তোমায় কিছু বলতে পারছি না
মেয়ে জানো কি তুমি ?
এই মুহুর্তে তুমি যেন অন্দ্রনী
তোমার চুলে বিভোর হয়ে সরাটা জীবন থাকতে পারি
কত যে মায়াবী তোমার ঐ কেশ
আমার পুরোটা হৃদয় জুড়ে
তোমার প্রতি অভিযোগ
জমা পড়েছে বেশ !
অভিযোগ || হৃদয়
©somewhere in net ltd.