![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................
দুপুরবেলার লম্বা একটা ঘুমের শেষে ভাবছিলাম বিকেলটা বুঝি এলোমেলো বাতাসের মতই আনন্দময় হয়ে উঠবে, মনের ভেতর ফুরফুরে মেঘেরা ভেসে বেড়াবে। কিন্তু তেমন কিছুই হল না। বরং দীর্ঘ দুপুর শেষে একটা মন খারাপ করা বিকেল আমার বারান্দায় এসে এলিয়ে পড়ল। বারান্দার তারে শুকাতে দেয়া রঙ-বেরঙের কাপড়গুলো উড়ে উড়ে মুখ ছুঁয়ে গেল আমার। আকাশের স্বপ্নময় আলোটা হাওয়াই মিঠাই হয়ে উড়ে বেড়ানো মেঘেদের নিয়ে ভায়োলিন বাজিয়ে চলেছে। কি করুণ কি বিষণ্ন একটা সুর!
মন ভাল নেই, আজ আকাশের মন ভাল নেই...
চোখ বুজে ফেলি আমি। এই বিষণ্ন আকাশ এই মন খারাপ করা আলোর চেয়ে আমার আঁধারই ভাল। চোখের পাতার ওপর বিকেলের রোদ্দুর ছায়া ফেলে। খুব গাঢ় গভীর একটা ছায়া। সেই ছায়ায় আমি নিজেকে খুঁজি। ফুলো ফুলো ফ্রক পরা ঝাকড়া চুল দোলানো বালিকা আমি, মাথার দুইপাশে দুই বেণী দুলানো হাসিতে কুটিপাটি হয়ে যাওয়া সুখী কিশোরী আমি, নতুন কামিজ পরতে শেখা ওড়না সামলাতে হিমসিম লাজুক তরুণী আমি, বন্ধুদের সাথে আড্ডায় উচ্ছল উজ্জ্বল আমি...
আমি... আমি... আমার আমি... বাচ্চাদের কারো উড়িয়ে দেয়া সাবানের বুদবুদের গায়ে আমার হাসিমুখটা ভাসতে থাকে। আকুল হয়ে হাত বাড়াই, কিন্তু বারান্দার গ্রীলে আটকে যায় হাত। ধরা যায় না, ছোঁয়া যায় না। আমার রঙ ঝলমলে আলোর দিন হাওয়ায় উড়ে যায়।
মন ভাল নেই... আজ আমার মন ভাল নেই...
দুপুরের দীর্ঘ ঘুমের শেষে শরীরের পরতে পরতে জড়ানো আলস্য ভাঙতে ভাঙতে ভেবেছিলাম খুব রঙ্গিন আলো ঝলমলে কিছু ছবি আঁকবো। কিন্তু আমার ক্যানভাস বিষণ্নতার বিষে নীল হয়ে আছে। তাতে একের পর এক পড়তে থাকে আঁধারের পোঁচ। মন খারাপের গল্পরা লেখা হতে থাকে একে একে।
বিষাদের দিন... আজ বিষাদের দিন...
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫
সমুদ্র কন্যা বলেছেন: গানটা এখনও শোনা হয় নাই। শুনবো।
থ্যাংকস নাহোল।
২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
সোমহেপি বলেছেন: অনেক দিন পর এসেই বিষাদ কথা শোনালেন।
+
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:২১
সমুদ্র কন্যা বলেছেন: বিষাদময় দিন! বিষাদই ভাল।
ধন্যবাদ সোমহেপি।
৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৯
সোহাগ সকাল বলেছেন: একটা সময় আসে, যখন মানুষের ভালোলাগার দিনগুলি ফ্রেমবন্দি হয়ে যায়। এইটা বাস্তবতা।
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৯
সমুদ্র কন্যা বলেছেন: এই বাস্তবতাটা মেনে নেয়া মাঝে মাঝে খুব কঠিন। তারপরেও মেনে নিতেই হয়।
ধন্যবাদ সোহাগ। শুভসকাল।
৪| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৩৯
আরজু পনি বলেছেন:
আমার রঙ ঝলমলে আলোর দিন হাওয়ায় উড়ে যায়। ...
না না...উড়ে যাবে কেন?!
থাকুক থাকুক....
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩১
সমুদ্র কন্যা বলেছেন: হুম থাকুক। বাইন্ধা রাখুম দরকার হইলে
৫| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৫
সায়েম মুন বলেছেন: আকাশের মন ভাল নেই। পাখিদের মন ভাল নেই।
গানটা শুনেছেন তো?
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩২
সমুদ্র কন্যা বলেছেন: কোন গান! মনে পড়ছে না। শুনে দেখবো।
৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:০২
সুরঞ্জনা বলেছেন: বিষাদ কেটে যাক টুনটুনি পাখীর ছানার মায়ের কি বিষাদে ভোগা ভালো?
অনেক অনেক ভালোবাসা।
ফিরে আসার জন্য এক সমুদ্র ধন্যবাদ!
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: তোমার পোস্ট দেখেইতো খুব লোভ হল একটা পোস্ট দেবার বুবু। তাই এসব হাবিজাবি লেখা। তোমাকেই বরং এক মহাসমুদ্র ধন্যবাদ দেই ফিরে এসেছো বলে
৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৩২
রহস্যময়ী কন্যা বলেছেন: মন খারাপের গল্পরা লেখা হতে থাকে একে এক।
মন খারাপ করা লেখা আপু
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৭
সমুদ্র কন্যা বলেছেন: নাহ মন খারাপ করেন না। সবকিছুই আছে ঠিকঠাক
৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩০
রেজোওয়ানা বলেছেন: Mon kharap hole chanachur khate paro, valo kaje dai!
৩১ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৯
সমুদ্র কন্যা বলেছেন: চানাচুরের দুঃখেইতো এত এত কথা বলা। এইভাবে কষ্ট দিয়েন না আপু
৯| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৪:০২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার মন খারাপের লেখা পড়ে আমার মন ভালো হয়ে গেলো
০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৩
সমুদ্র কন্যা বলেছেন: মন ভাল থাকুক দূর্জয়।
শুভেচ্ছা।
১০| ৩১ শে মে, ২০১৩ বিকাল ৫:০৩
হাসান মাহবুব বলেছেন: কিছু বিষাদ হোক পাখি...
তারপর আমরা পাখিগুলোকে তরতাজা করে কেটেকুটে খেয়ে ফেলবো।
০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৫
সমুদ্র কন্যা বলেছেন: খাইতে চাইলে খাও। কিন্তু আমাকে রান্না করতে বলবা না।
১১| ০২ রা জুন, ২০১৩ রাত ১:৩৩
নস্টালজিক বলেছেন: বিষাদ কথন ভালো লাগসে!
শুভেচ্ছা, সমুদ্র কন্যা!
ভালো থাকো নিরন্তর!
০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
১২| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আনন্দের স্বাদ বোঝার জন্য বিষাদের দরকার আছে ।
ছট গল্পের আদলে চমৎকার লিখেছেন ।
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১১
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন।
শুভেচ্ছা রইল।
১৩| ০২ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্য এডিট করার সিস্টেম থাকলে ভাল হতো ।' ছোট ' শব্দটা ভুল বানানেই থেকে গেল ।
০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:১২
সমুদ্র কন্যা বলেছেন: মন্তব্য এডিট করবার, মন্তব্যে লাইক দেবার অপশনগুলো মাঝে মাঝেই খুব মিস করি।
১৪| ০২ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
বৃষ্টিধারা বলেছেন: পাখি কেটে খেয়েেছন তো? বাবুটার নাম কি ভাবি ?
২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১
সমুদ্র কন্যা বলেছেন: মুরগী ছাড়া অন্য পাখি খাই না আমি।
বাবুর নাম মিতিন।
আর একবার আমাকে ভাবি বললে কঠিন ঝাড়ি দিবো। তুমি আমারে আপুই ডাকতাতো, নাকি?
১৫| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
নীল-দর্পণ বলেছেন: বিষাদ নিশ্চই কেটে-কুটে গেছে এতদিনে
২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: যায় আবার আসে...মর্জির শেষ নাই
১৬| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫
মায়াবী ছায়া বলেছেন: বিষাদ উড়ে গিয়ে সুখ পাখি ঘরে ফিরোক...ভালো থাকুন ।।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া।
শুভকামনা।
১৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৬
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
কমেন্টের জবাবও সংসার !
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮
সমুদ্র কন্যা বলেছেন: ঠিকই আছে। খাওয়ার শখ হলে ঠিকইতো এসে রেন্ধে দেয়ার জন্য ধরবে। আমি এসবের মধ্যে নাই।
১৮| ২৪ শে জুন, ২০১৩ ভোর ৬:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: মন খারাপের লেখা পড়তে পড়তে মনটাই তেতো হয়ে যায়...... সবাই সুখে থাকুকু...........
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮
সমুদ্র কন্যা বলেছেন: সবাই সুখে থাকুক...............
১৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: ভাল লাগল বিষাদ কথন।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৯
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ নাজিম।
শুভেচ্ছ।
২০| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মনটা খারাপ করে দিলেন।
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৪২
সমুদ্র কন্যা বলেছেন: মন খারাপ কেটে যাক। ভাল থাকুন।
২১| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫২
নেক্সাস বলেছেন: অসাধারণ লিখেছেন আপা। কোন বিচ্যুতি ছাড়া দক্ষ চিত্রকরের মত সাবলীল ভাবে এঁকে গেলেন বিষাদের ভাষাচিত্র।
অনেক অনেক অনেক ভাল লাগলো লেখাটা। আমি প্রিয়তেও নিয়ে রাখলাম
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ নেক্সাস।
ভাল থাকবেন সবসময়।
২২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬
মাক্স বলেছেন: বিষাদের সফর শেষ হবে কবে?
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭
সমুদ্র কন্যা বলেছেন: শেষ হবে হয়তো কোন একদিন...কিংবা হবে না...কে বলতে পারে...
২৩| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
সপ্নাতুর আহসান বলেছেন: বিষাদ মাখা পোস্ট।
ভাল লিখেছেন।
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আহসান।
শুভেচ্ছা আপনাকে।
২৪| ০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
আরমিন বলেছেন: বিষাদ কেনো? আপনার কোলে আছে স্বর্গের আলো, আপনাকে তো কোনো বিষাদ ছোঁবার কথা না!
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
সমুদ্র কন্যা বলেছেন: আমার কোলের স্বর্গের আলো আলোকিত করছে আমার চারিপাশ। সেসবের সাথে আমার লেখার কোন সম্পর্ক নেই। একেকটা লেখা হল মনে হঠাৎ উদয় হওয়া একটা ভাবের প্রকাশমাত্র। আর কিছু নয়।
অনেক ধন্যবাদ আরমিন।
ভাল থাকবেন।
২৫| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
চানাচুর বলেছেন: কিন্তু কেন
০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
সমুদ্র কন্যা বলেছেন: এমনই হয় কোন কোনদিন...এমনিই হয়...
২৬| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯
প্রত্যাবর্তন@ বলেছেন: লেখাটা ছুঁয়ে গেল
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন।
শুভরাত।
২৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
রেজওয়ান তানিম বলেছেন: আপনার কাছ থেকে আরো বেশি প্রত্যাশা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
সমুদ্র কন্যা বলেছেন: হুট করেই লিখেছিলাম এটা। বলা যায় না লেখার জড়তা কাটাতে লেখা। তবে খুব ভাল কি আমি কখনোই লিখি! তোমাদের প্রত্যাশা দেখলে ভয় পাই।
শুভকামনা তানিম।
২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
মায়াবী ছায়া বলেছেন: সমুদ্র কন্যা আপু মন খারাপ সমুদ্র জলে ভাসিয়ে দিয়ে কিছু ভাল লাগা কুড়িয়ে নেন সমুদ্র তীর থেকে।।
মন ভাল থাকুক সব সময় ।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মায়াবী ছায়া।
আপনিও ভাল থাকুন।
২৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: কিছু বিষাদ হোক পাখি...
তারপর আমরা পাখিগুলোকে তরতাজা করে কেটেকুটে খেয়ে ফেলবো।
লেখক বলেছেন: খাইতে চাইলে খাও। কিন্তু আমাকে রান্না করতে বলবা না।
পোস্টের চেয়ে মন্তব্য আর উত্তর দেখে ভীষণ মজা পেলাম। শুভ কামনা রইল আপনাদের দুজনের জন্য যেন এভাবেই ভালোবাসার বন্ধনে দুজন চিরকাল বাঁধা থাকেন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব।
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: সিস্টেম অফএ ডাউন এর লোনলি গানটার সাথে লেখাটা ভালো মিল !
ভালো লাগছে; এই মুহুর্তে গানটা শুনুন ।