![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................
তোমাকে পাওয়া হয় না আমার, তোমার তোমাকে। তোমাকে যত বেশি করে পেতে চাই ততই যেন তুমি আরো বেশি দূরে সরে যাও। আমি দূর থেকে দেখি তোমাকে। তুমি হয়ে ওঠো আরো বেশি অচেনা। সেই অচেনা তোমাকে বারে বারে নতুন করে চিনি। তারপরও তোমাকে চেনা হয় না আমার, তোমার তোমাকে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি তোমার চোখে। কতদিন ধরে তোমাকে আমি জেনেছি, তোমার চোখ, মুখ, চুল, হাসি, কথা সবকিছুকে ছুঁয়ে ছুঁয়ে, ভাঁজ খুলে খুলে দেখেছি। আর সবকিছুর পরে প্রতিবার তোমাকে আরো বেশি অজানা মনে হয় নিজের কাছে। কিছুতেই জানা হয় না তোমাকে আমার, তোমার তোমাকে।
আমি একটা অদ্ভুত গোলকধাঁধায় ঘুরপাক খেতে থাকি। তোমার মাঝে নিজেকে হারাই, ডুবে যাই, ভেসে উঠি...আর আরো আরো বেশি করে ভালবাসি...তোমাকে, তোমার তোমাকে।
তোমার এই ভালবাসার গোলকধাঁধায় ঘুরপাক আমার আদি-অন্তকাল থেকে। আমি যত পা এগিয়েছি তোমার দিকে, ততই পিছিয়েছি প্রতিবার। উদাসীন, নির্লিপ্ত তুমি আমার মাঝে ক্ষোভ জাগিয়েছো। খুব রাগে, অভিমানে আমি সরে গেছি দূরে। কিন্তু তোমার সেই উদাসীনতাই আমার মধ্যে তৈরি করেছে দূর্নিবার আকর্ষণ। চুম্বকের মত টেনে রেখেছে তোমার দিকে। খুব বেশি দূরে যেতে পারিনি কখনোই তোমাকে ছেড়ে।
মনে পড়ে বিয়ের দিনটার কথা। এই দিনটার অপেক্ষায় আমার কত বিনিদ্র রাত কেটেছে, কত ভয়, কত শংকা অননুমেয় তোমাকে নিয়ে। তুমি যে সত্যিই আমার হবে স্বপ্নেও ভাবি নি, এমনকি বিয়ের মঞ্চে বসেও আমার বুক ধুকপুক করেছে এই ভয়ে যে হুট করে বুঝি তুমি মত বদলে নিবে আর ছেড়ে চলে যাবে আমাকে। আর সেই ভয়েই খুব অভিমানে হাত জমে গেছে আমার, কলমের সামান্য একটা খোঁচায় যেখানে তুমি আমার হয়ে যাচ্ছো, যখন তোমাকে পাওয়ার কঠিন, দুর্গম পথ পার হয়ে আমি চৌকাঠে পৌঁছে গেছি, তখন যেন আমার আর পা চলছে না।
সে দিন, যখন তোমাকে প্রথমবার সামনাসামনি দেখলাম, যেন আমার দমবন্ধ হয়ে আসছিল। বিশ্বাস করতে পারছিলাম না এই অসম্ভব রূপবান মানুষটি আজ থেকে আমার হল। আমার, শুধুই আমার! মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল আমার চারিপাশের সবকিছু, থমকে গিয়েছিল সময়, আমি ভুলে গিয়েছিলাম অসংখ্য চোখ চেয়ে আছে আমার দিকে। সবকিছু ভুলে আমি দেখছিলাম তোমাকে। তুমি, আমার তুমি!
কিন্তু সত্যিই কি আমি পেয়েছি তোমাকে? এখনও এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি আমি, নিজের কাছে, তোমার মাঝে। রাতের পর রাত ঘুমানোর বৃথা চেষ্টা করে গেছি কম্পিউটারের সামনে কাজে মগ্ন তোমার পিঠের দিকে চেয়ে থেকে। মুগ্ধ আমি, হতভম্ব আমি শুধু দেখেছি গ্রীক দেবতার মত চওড়া কাঁধের, নীলনদের বাঁকের মত পিঠের সুঠাম একজন মানুষকে। হাত বাড়ালেই যাকে ছুঁতে পারি, কান পাতলেই যার নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, ঠোঁট নাড়ালেই যাকে ডেকে নেয়া যায়। তবু আমার হাত বাড়ানো হয় না, ঠোঁট নাড়ানো হয় না। তুমি যেন কোন অদৃশ্য রকেটে চড়ে সাঁই সাঁই করে সরে যেতে থাকো দূরে, শত শত আলোকবর্ষ দূরে। আমার জানা হয় না যে মানুষটিকে দেখে প্রতি মূহুর্তে নতুন করে মুগ্ধতার জাল জড়ায় চোখে, সে কি সত্যিই আমার? তার কতখানি পেয়েছি আমি? আমার যে সবটুকু চাই, সামান্যতে আমার পোষাবে না, কোন ভাগাভাগি আমি করতে পারবো না। কতভাবেই না চাই আমি তোমাকে। তার সবটুকু তুমি বুঝে নিতে পারো না। সবটুকু তুমি দিতেও পারো না। তাই যতটা তোমাকে পাই, তারচেয়ে বেশি কল্পনা করে নিই। আমার কল্পনায় তোমাকে সাজাই আমার মনের মত করে। আর প্রতিনিয়ত তোমার প্রতি বেড়ে চলে আমার ভালবাসা।
বারবার মনে হয় তোমার ভিতরে ঢুকে গিয়ে, ডুবে গিয়ে, হৃৎপিন্ডের সবগুলো প্রকোষ্ঠ, দেহের সমস্ত শিরা-উপশিরা, রক্তকণিকা, ক্ষুদ্রাতিক্ষুদ্র কোষ, কোষ-অঙ্গাণু খুলে খুলে দেখি...কি আছে তোমার মাঝে যা আমাকে আমৃত্যু যন্ত্রণা দিয়ে যায়। কি মায়ার জাল ছড়িয়েছো বুকের গভীরে, যা থেকে আমার নিস্তার নেই। কি দিয়ে গড়া তুমি, যে তোমার সশরীর উপস্থিতি অথবা কাছে না থেকেও আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে থাকা তুমি একইরকম আকর্ষণীয়। আমি প্রতিদিন তোমাকে নতুন করে ভালবাসি, অনেক বেশি, আরো অনেক বেশি। ভালবাসতে বাসতে আমার দমবন্ধ হয়ে আসে, ছটফট করি, অস্থির হয়ে উঠি, পাগলামিতে পেয়ে বসে, মাতাল, নেশাগ্রস্ত হয়ে যাই। বারে বারে সে ভালবাসার পেয়ালায় চুমুক দেই আমি, তবু আমার তৃষ্ণা মেটে না, তৃপ্তি হয় না।
তোমাকে বুঝে ওঠা খুব কঠিন হয় নি কখনো, নিজের হাতের রেখার মতই পরিষ্কার পড়ে নিয়েছি সবসময়ে। আমি জানি তোমার চোখের ভাষা, তোমার নিঃশ্বাসের গন্ধ, তোমার ঠোঁটের, হাতের স্পর্শ...সব, সবকিছুই মুখস্থ আমার, দাঁড়ি, কমা, সেমিকোলনসহ। তবু যেন তোমাকে বুঝে ওঠা শেষ হয় না আমার। বুঝতে পারি না কেন ভালবাসলে তুমি আমাকে, কাছে টেনে নিলে গভীর আবেগে, বেঁধে নিলে নিজের জীবনের সাথে। আমাকে, আমাকেই কেন? আমিতো তেমন নই যেমন তুমি কল্পনায় এঁকেছো সবসময়। তোমার সাথে আমার কাজের, ভাবনার, পছন্দের মিলের চেয়ে অমিলই বরং বেশি। তবে কিসে তুমি ভালবাসলে আমাকে? কি পেলে তুমি আমার মাঝে? প্রশ্নটার জবাব খুঁজে ফিরি বারবার। এ শঙ্কায় কুঁকড়ে যাই যে হয়তো তুমি, বেখেয়াল উদাসীন তুমি হুট করেই একদিন সব আকর্ষণ হারাবে আমার ওপর থেকে। যেমন ঝড়ের মত, ঘূর্ণির মত, মাতাল হাওয়ার মত এসেছিলে আমার জীবনে তেমনি দমকা বাতাসে মিলিয়ে যাবে।
তাই বারবার ভেঙে-চুড়ে নতুন করে নিজেকে তৈরি করে নেই, বদলে নেই, সাজিয়ে নেই। আমার আমি বলে আর কেউ থাকে না, আমার নিজের চাওয়া, পছন্দ, ভালবাসা কিছুই আর তখন নিজের নয়। নিজেকে আমি তোমার চোখে দেখি, তোমার স্বপ্নের মত গড়ি। তোমার ভালবাসা পেতে আমি কখনো হই 'মিলি', কখনো 'রেমি', কখনো 'রাই', কিংবা 'কুসুম', আবার কখনো 'আনন্দ'।
আমি অভিমানে ঠোঁট ফুলাই, দুচোখ ছাপিয়ে আমার জল নেমে আসে তোমার খুব সামান্য অবহেলায়, কটু কথায়, রূঢ় আচরণে। আমি জানি আমার এই ছেলেমানুষিতে তুমি হেসে উঠবে খুব, ভালবাসায় কাছে টেনে নিবে, আদরে আদরে ভরিয়ে তুলবে। তাই বলে সবসময় মোমের মত গলে পড়ে যাই না আমি। আমি ফুসে উঠি, ফুলে উঠি, ক্ষেপে উঠি, প্রতিবাদে মুখর হই। উল্টে তোমাকেও কত কি না জানি শুনিয়ে দেই। তুমি কি ভয় পাও তখন আমাকে? নাকি সেটাও তোমার কাছে ভীষণ ছেলেমানুষি? নিজেকে ভেঙে-চুড়ে নতুন কত রূপ দেই শুধু পেতেই নয়। তোমার ভালবাসায় আকন্ঠ নিমজ্জিত আমি একবার হাত বাড়ালে আগুনেও ঝাপ দিতে পারি, ডুবে মরতে পারি সমুদ্রে।
কিভাবে চাও তুমি আমাকে? কতখানি চাও? পেয়েছো কি?
আমাকে, আমার আমাকে!
মনে অসংখ্য, কিংবা শুধু একটাই জ্বলজ্বলে প্রশ্ন নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে থাকি তোমার, খুব খুব কাছে। তোমার চোখের মণির ভেতর আমার ছায়া দেখি, তোমার গালের নিচের হালকা নীল শিরাটাও স্পষ্ট দেখা যায়, তোমার চুলের ডগায় আলোর ঝলক, ঠোঁটের কোণে সদ্য তৈরি ছোট্ট, লালচে কাটা দাগ। আমার মুখে তোমার গরম শ্বাসের স্পর্শ, আমার মুঠোয় তোমার হাত, আমার চোখে তোমার চোখ। তোমাকে দেখি, ধীরে ধীরে তুমি দূরে সরে যাও, ঝাপসা হতে থাকে তোমার চুল, চোখ, ঠোঁট, মুখ। একসময় তুমি শুধুই একটা অবয়ব হয়ে ওঠো।
এত কাছে তুমি, তারপরও কত দূরে! যত বেশি করে তোমাকে পাই, তত বেশি যেন হারাই। যত বেশি নিজেকে বিলিয়ে দেই তোমার কাছে, ততই যেন গুটিয়ে নেই বারবার। অনুভবে যখন তুমি সবচেয়ে বেশি নিজের, তখনই যেন খুব দূরের কেউ। এই অনিশ্চয়তা তোমাকে পর করে দেবার বদলে তোমার প্রতি তৈরি করে দূর্বার আকর্ষণ, তুমি জালের মত জড়িয়ে রাখো আমাকে। তোমাকে আরো বেশি বেশি করে ভালবাসি। ডুবে যাই তোমার মাঝে, হারিয়ে যাই।
তোমাকে পাওয়া হয় না আমার...তোমার তোমাকে। তুমি আর আমি মিলেমিশে একাকার হয়ে যাই।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:১১
সমুদ্র কন্যা বলেছেন: শুভরাত দূর্জয়।
২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪
ফারিয়া বলেছেন: মহা রোম্যান্টিকতায় ভরা, আই এম স্টানড! লেখায় শব্দগুলোই আমার মনে হয়েছে লেখাকে আরো বিশেষ করেছে। রিয়েলি নাইস। মাথায় গেথে গেল লেখাটা। ভালো পিকচার আকা হলো!
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ফারিয়া।
শুভকামনা।
৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪২
শাহজাহান মুনির বলেছেন: দারুণ !!! মনের মানুষটাকে এর চেয়ে বেশি বোধয় আর আপন করে চাওয়া যায় না । রোমান্টিকতা, কাছে পাওয়ার আকুলতা , কাছে না পাওয়ার কষ্ট, অফুরন্ত ভালবাসা; কি নেই এই চাওয়ায় ? মন ছুয়ে যাওয়া একটি লেখা । বাস্তবতা ভিন্ন হোক, লেখা শুধু লেখার মধে্য সীমাবদ্ধ থাকুক এই কামনা থাকল । প্রিয়তে নিলাম আপু । ভাল থাকুন অনেক ভাল ।
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০১
সমুদ্র কন্যা বলেছেন: ভালবাসা এমনই। যতই বেসে যাই না কেন, যেন মন ভরে না।
ধন্যবাদ মুনির।
শুভেচ্ছা।
৪| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৭
মাহবু১৫৪ বলেছেন: রোমান্টিকতার শেষ নাই।
পোস্টে ৩য় ভাল লাগা
++++++++
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০২
সমুদ্র কন্যা বলেছেন: শেষ হওয়া কি ভাল?
ধন্যবাদ।
৫| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৫
বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++
অনেক ভালো লাগলো। ভালো থাকবেন সমুদ্র কন্যা আপুনি।
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ বটের ফল।
ভাল থাকবেন আপনিও।
৬| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৬
নীল-দর্পণ বলেছেন: দারুন !
০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকু!
৭| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৯
টুম্পা মনি বলেছেন: খুব মিষ্টি একটা লেখা। অতৃপ্তি কখনো কখনো কত মধুর হতে পারে তা এই লেখা না পড়লে বোঝা যাবে না। সহজ সরল ভঙ্গিমায় ভালোবাসার দুর্বার স্বীকারত্তি!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৫
সমুদ্র কন্যা বলেছেন: আমি এত যে তোমায় ভালবেসেছি
তবু মনে হয় যেন গো কিছু নয়
কেন আরো ভালবেসে যেতে পারে না হৃদয়
ধন্যবাদ টুম্পা
শুভেচ্ছা
৮| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩১
আরমিন বলেছেন: অনেক ভাল লাগলো লেখাটা তিথী ! + +
দুজন মানুষের ভালবাসা নাকি কখনও সমান হয় না, একজন বেশী ভালবাসে, একজন একটু কম! তাই বেশী ভালবাসা পেতে চাইলে কম করে ভালবাসতে হবে! হাহা!
অনেক দোয়া রইলো , আপনারা দুজনই দুজনকে অনেক বেশী বেশী ভালবাসায় জড়িয়ে রাখুন! শুভকামনা নিরন্তর ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৭
সমুদ্র কন্যা বলেছেন: কেউ কি কখনো স্বীকার করে সে কম ভালবাসে? বরং বেশি ভালবাসা পাওয়ার চেয়ে বেশি ভালবাসা দিতেই সবাই চায়
ধন্যবাদ আরমিন।
ভাল থাকবেন।
৯| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪
মহামহোপাধ্যায় বলেছেন: কিছু ব্যাপার আছে যেগুলোতে মুগ্ধতা প্রকাশ করতে গেলে পুরোটা প্রকাশ হয় না বা যথার্থ হয় না। আমার মতে এসব ক্ষেত্রে মুগ্ধতা অপ্রকাশিত রাখাই একমাত্র সমাধান।
এই পোস্টের প্রতি বিমুগ্ধতা অপ্রকাশিত রাখলাম।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: আপনার অপ্রকাশিত মুগ্ধতার প্রতি কৃতজ্ঞতা।
ধন্যবাদ মহামহোপাধ্যায়।
ভাল থাকুন সবসময়।
১০| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
অনাহূত বলেছেন: সহজ ভাষায় এতো গভীরতাও প্রকাশ করা যায় তাহলে। বিষণ্ণ, তৃষ্ণা, পাওয়া না পাওয়া, অবহেলিত আবেগ, ভালবাসা সব মিলেমিশে অনবদ্য উপস্থাপনা।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১
সমুদ্র কন্যা বলেছেন: সহজ ভাষাতেই গভীর কথা বলতে হয়। তাহলেই তা অনুভব করা যায় হৃদয় থেকে।
অনেক ধন্যবাদ অনাহূত।
শুভেচ্ছা রইল।
১১| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দরাজ কন্ঠের কেউ এটা আবৃত্তি করলে দারুন হয়।
খুবই সুন্দর।
বেশ কাব্যিক ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০২
সমুদ্র কন্যা বলেছেন: দরাজ কন্ঠের কাউকে কোথায় খুঁজে পাই!
ধন্যবাদ দূর্জয়।
ভাল থাকা হোক।
১২| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্ট একদম তুমি তুমি তুমিময়!!! রোমান্টিক লেখা!! প্লাস না দিয়ে পারলাম না!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
সমুদ্র কন্যা বলেছেন: পোস্টে যদি একটুখানি আমি আমি আমি থাকতো তাইলে কি প্লাস দিতেন না?
১৩| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেমময় লেখায় দারুন রোমান্টিক গল্প ভাল লাগল +++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব।
ভাল থাকবেন।
১৪| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭
মাহমুদা সোনিয়া বলেছেন: চমৎকার লিখেছ তো!!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ সোনিয়া।
১৫| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
বৃতি বলেছেন: অনেক অনেক রোমান্টিক একটা লেখা! বেশ ভালো লাগলো!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ বৃতি।
শুভেচ্ছা।
১৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
আমিনুর রহমান বলেছেন:
ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা পুরো লিখার প্রতিটি শব্দে ভালোবাসার ছোয়া। ভালোবাসাময় চমৎকার লিখায় +++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১১
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আমিনুর।
শুভ দুপুর।
১৭| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার একটা লেখা এবং অনুভব !
কাছে পাওয়ার অনুভব , হারিয়ে ফেলা, অতৃপ্তি সব মিলিয়ে মিশিয়ে এক নিদারুন হাহাকারের নামই বুঝি - ভালোবাসা।
শুভকামনা সমুদ্রকন্যা
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪
সমুদ্র কন্যা বলেছেন: ভালবাসাকে কোনভাবেই সংজ্ঞায়িত করা যায় না আসলে। একেকজনের অনুভব, দৃষ্টিভঙ্গী আলাদা। সে যেটাই হোক, ভালবাসার অনুভবটুকু থাকলেই যথেষ্ট।
ধন্যবাদ অপর্ণা।
শুভেচ্ছা।
১৮| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগছে!!!
অনেক +++++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ইরফান।
ভাল থাকুন।
১৯| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মামুন রশিদ বলেছেন: চক্ষে আমার তৃষ্ণা..
ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে,
আমি বৃষ্টি বিহীন বৈশাখি দিন
সন্তাপে প্রাণ যায় যে পুড়ে ।।
ভালোবাসার মানুষটির জন্য এই তৃষ্ণা ধরে রাখুন আপু, আমৃত্যু ।
চমৎকার লেখায় মুগ্ধপাঠ !!
গানটিও থাকলো ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রশিদ।
শুভেচ্ছা।
২০| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
মামুন রশিদ বলেছেন: দুঃখিত, গানের লিংক সঠিক হয়নি ।
গানটি এখানে ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ
২১| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
মুগ্ধতা রেখে গেলাম!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ রাজকন্যা।
শুভকামনা।
২২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সমুদ্র কণ্যার লেখায় সমুদ্রে গভীরতা খুজে পেলাম্ । আর ভাল লাগা রেখে গেলাম ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৮
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার।
ভাল থাকুন।
২৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৬
হাসি .. বলেছেন: ২০তম ভাল লাগা
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৯
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ হাসি।
২৪| ০৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর +++++++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৯
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ অপূর্ন।
২৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৪
সোহাগ সকাল বলেছেন: এত সুন্দর লেখাটা পড়তে অনেক দেরী হয়ে গেল। দারুন রোমান্টিক!
+
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২১
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ সোহাগ।
শুভেচ্ছা।
২৬| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক দিন পর একটা রোম্যান্টিক লেখা পড়লাম যেখানে লুতুপুতু ভাব টুকু সম্পূর্ণ এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। পড়তে খারাপ বা অধৈর্য লাগেনি একটুও। দারুন ভাললাগা জানিয়ে যাচ্ছি। +++++++
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
সমুদ্র কন্যা বলেছেন: লুতুপুতু একটা লেখাই লিখতে চাইছিলাম আসলে। ছোটবেলায় লিখতাম যেমন
ধন্যবাদ নাজিম।
শুভকামনা রইল।
২৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০৯
আমিভূত বলেছেন: সুন্দর অনুভূতি ভালোলাগার অথবা ভালোবাসার !
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ভূতসাহেব।
ভূতেদেরও নিশ্চয়ই ভালবাসা হয়
২৮| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯
রেজোওয়ানা বলেছেন: কি দারুন করে লিখছো!!
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৪
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস আপু
২৯| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২০
অদৃশ্য বলেছেন:
অনবদ্য লিখা... খুবই তৃপ্তি পেলাম লিখাটি পড়ে... এটা পাঠের তৃপ্তি
তবে
যার গল্প তার জন্য মনের ভেতরে কেমন একটা ভীতি তৈরী হলো...
একটি সম্পর্ককে কন্টিনিউ করবার জন্য ভালোবাসা প্রেম বন্ধুত্ত্ব এই সবকিছুর মিশ্রন থাকাটা জরুরী... তাতে সম্পর্ক সহজ হয় বলেই আমার মনে হয়... তবে সেটাতো আর হুট করে হয় না, আস্তে আস্তে করে নিতে হয়... আর সেটা হলে মনের ভেতরে কোন সংশয় তৈরী হয় না... সম্পর্ক সুন্দর হয়...
আমি বড় গল্প পিসিতে তেমন একটা পড়িনা, দু'চারজনের লিখা পড়া হয়.. যাদের ভেতরে হাসান ভাই অন্যতম... লিখা ছোট টাইপের হলে পড়ে ফেলি...
আশা করছি আপনার আরো লিখা পড়বার সুযোগ হবে...
শুভকামনা...
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৪
সমুদ্র কন্যা বলেছেন: একবারেই তো আর সব পাওয়া যায় না, ভালবাসাটা চর্চার ব্যাপার । একটু একটু করে ভালবাসা পরিপক্কতা পায়, তীব্র ঘোর বা মোহটা কেটে গিয়ে তাতে জায়গা করে নেয় মায়া, মমতা, নির্ভরতা।
ধন্যবাদ অদৃশ্য।
শুভেচ্ছা।
৩০| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬
সায়েম মুন বলেছেন: তুমি যেন কোন অদৃশ্য রকেটে চড়ে সাঁই সাঁই করে সরে যেতে থাকো দূরে, শত শত আলোকবর্ষ দূরে।
-----------------------
আপনার পোস্টটা পড়ে মহীনের ঘোড়াগুলির গানটার কথা মনে পড়লো...
তুমি ভেবে দেখেছো কি তারারাও যত আলোকবর্ষ দূরে তারও দূরে, তুমি আর আমি .........সরে
সুন্দর লিখেছেন। ভাললাগা রইলো।
০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মুন।
ভাল থাকুন।
৩১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪
মাক্স বলেছেন: অসাধারণ। মুগ্ধ হলাম পড়ে!
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মাক্স।
শুভকামনা।
৩২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯
ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন লাগলো পড়তে! ভালো লাগা!
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ ইফতি।
শুভেচ্ছা।
৩৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: গল্পের সাথে সত্যিকারের মানুষ টাকে মিলিয়ে ফেলছিলাম খুব।
১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৩
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মাহী ফ্লোরা।
শুভ দুপুর।
৩৪| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮
তীর্থক বলেছেন: আজকে পড়লাম। দারুন একটা রিদম পেয়েছি।
+
খুবই সরল ভাষায় লেখা প্রেম আর বিরহ'র ভিতর দিয়ে যাওয়া আসা ভালো লেগেছে। তবে প্রেমের খুব আবেগ ঘন টাচ মিস করেছি। এমন জটীল ভালোবাসায় কিছুটা ছোঁয়াছুঁয়ি লাগে। তাতে আবেগটা লেখকের ভিতর দিয়ে পাঠকের ভিতরে ছড়িয়ে যায়।
পুরো লেখাটা শেষে এসে কিছুটা খাপছাড়া মনে হয়েছে "তোমাকে পাওয়া হয় না আমার...তোমার তোমাকে। তুমি আর আমি মিলেমিশে একাকার হয়ে যাই।"
"তোমাকে পাওয়া হয় না আমার...তোমার তোমাকে।" এ পর্যন্তই বোধহয় ঠিক ছিল।
ধন্যবাদ।
২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০
সমুদ্র কন্যা বলেছেন: এখানে ভালবেসে তৃষ্ণা না মেটার কথা বলা হয়েছে। ভালবেসে একে অপরের গভীরে ডুবে গেলেও মনে হয় সবটুকু পাওয়া হল না, দেয়া হল না সবটুকু। কারণ কারোই আর নিজস্ব অস্তিত্ব বলে কিছু থাকে না। দুজনে মিলে মিশে একটা সত্ত্বায় পরিণত হয়।
জানি না এখন বোঝাতে পারলাম কি না।
ধন্যবাদ তীর্থক।
শুভেচ্ছা।
৩৫| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
একজন আরমান বলেছেন:
তোমার এই ভালবাসার গোলকধাঁধায় ঘুরপাক আমার আদি-অন্তকাল থেকে। আমি যত পা এগিয়েছি তোমার দিকে, ততই পিছিয়েছি প্রতিবার। উদাসীন, নির্লিপ্ত তুমি আমার মাঝে ক্ষোভ জাগিয়েছো।
এই জায়গাটুকু চোখে ধরেছে।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আরমান।
শুভ দুপুর।
৩৬| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন আপু!!!! অনেক দিন পর এত চমৎকার রোমান্টিক কিছু পড়লাম। অনেক ভালো লাগল। আপনাকে অনুসরনের নিলাম।
আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৯
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভালবাসা।
শুভকামনা আপনার জন্যও।
৩৭| ২৩ শে জুলাই, ২০১৩ রাত ১:৩১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেশ ভালো লাগলো
২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ দিকভ্রান্ত পথিক।
শুভসকাল।
৩৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:১৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনুসরণে নিলাম। ৩০তম প্লাস।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ প্রফেসর।
শুভেচ্ছা।
৩৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০৯
না পারভীন বলেছেন: কিছু বলার ভাষা নাই এত গভীর ।
অসম্ভব সুন্দর
আরো কিছু লিখেও বুঝাতে পারবোনা কতটা ভাল লেগেছে ।
পোস্টে প্লাস ।
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ নার্গিস আপা।
ভাল থাকুন সবসময়।
৪০| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:১০
অদ্ভুত_আমি বলেছেন: ভালো লাগলো
১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ অদ্ভুত_আপনি!
ভাল থাকুন। অদ্ভুত থাকুন।
৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: প্রথম লাইন পড়ে ভেবেছিলাম পড়বো না , তারপরেও পড়ে ফেললাম । পড়ার পর সিদ্ধান্ত হলো, গভীর রাতে তীব্র ভালোবাসার গল্প পড়লে পুরানো ব্যাথা উঁকি ঝুকি দিতে শুরু করে । + + +
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২০
সমুদ্র কন্যা বলেছেন: মাঝে মাঝে পুরনো ব্যথা উঁকি ঝুকি দেয়া বোধহয় খারাপ না।
ধন্যবাদ আদনান।
শুভকামনা।
৪২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৭
আট বছর আগের এক দিন বলেছেন:
খুব আশ্চর্জ হলাম এই জন্য 'এইরকম রাতগুলোয়...' আর এই লিখাটার ছবি দুটো দেখে । এই ছবিটার উপর একটা লিখা তিন মাস ধরে ঝুলে আছে আমার । আর দ্বিতীয় ছবিটার....আচ্ছা থাক ।
ঘুমোতে যাওয়ার আগে এই দুটো লিখা পড়লাম ।
২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ আট বছর আগের এক দিন।
শুভেচ্ছা।
৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১
মৌ রি ল তা বলেছেন: খুব ভাল লিখেন মেঘ আপু
২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
সমুদ্র কন্যা বলেছেন: থ্যাংকস মৌরিলতা।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
প্লাস দিয়ে যাই।
সকালে এসে পড়বো।
চোখ বুজে আসতেছে
শুভরাত আপু।