![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................
এইরকম নিঃসঙ্গ রাতগুলো
হঠাৎ করেই হানা দিয়ে ভেঙে দেয় মনের দরজা,
নিজের খুব ভেতরের একলা মানুষটিকে মুখোমুখি পেয়ে যাই! এইরকম রাতগুলোয় যখন সব থেকেও হুট করে মনে হয়
কিছু নেই!
এই রাতগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে,
বহুযুগের পরে ঘড়ির কাঁটা এগোয় একটা করে ঘর;
ছোট ছোট শব্দগুলোও কানে ধরা দেয় স্পষ্ট হয়ে
বহুদূরের কোন প্রাণের স্পন্দনের জন্য উন্মুখ হয় মন!
পাশে থাকা মানুষটির ছন্দময় শ্বাস-প্রশ্বাস শুধু
শোনা হয়ে ওঠে না!
এইরকম রাতগুলোয়
প্রিয় মানুষটির উষ্ণ আলিঙ্গন যখন শীতল হয়ে আসে,
কিংবা নিজেই শীতল হয়ে উঠি,
নিজেকে অচেনা ঠেকে সবচেয়ে আপনজনের মাঝে
মন ছটফট করে বলে ওঠে,
কোথাও কেউ নেই...কিছু নেই...
আমি কোথাও নেই!
এই রাতগুলো হুট করে এসে হানা দেয়,
খুলে দেয় মনের যত বন্ধ জানালা।
ভেতর ঘরে খুব একলা একটা মানুষ!
আচমকাই মুখোমুখি আমি চমকে উঠি
এই আমি!
এইরকম রাতগুলোয় খুব একা এই আমি!
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: নাহ সুখী মানুষরা রাত জাগে না। সুখী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে রাতে ভাল ঘুম হওয়া।
ধন্যবাদ নোমান।
শুভেচ্ছা।
২| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৩৯
জালিস মাহমুদ বলেছেন: হুম । রাতজাগা খারাপ জিনিস :-< :-< :-< :-<
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: জ্বী আপনি ঘুমান বরং :-< :-< :-<
৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৭
আহাদিল বলেছেন: "Without solitude, Love will not stay long by your side....
Solitude is not the absence of company, but the moment when our soul is free to speak to us and help us decide what to do with our life....
The act of discovering who we are will force us to accept that we can go further than we think....."
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২১
সমুদ্র কন্যা বলেছেন: বিশাল জ্ঞানের কথা! যতটুকু বুঝলাম তুমি আসলে "ME TIME" থাকার কথা বলতেছো। "ME TIME" থাকা আর হঠাৎ করেই পুরো পৃথিবীতে একা হয়ে যাওয়ার অনুভূতি এক নয়। নিজের জন্য সময়, সেটা খুব আনন্দের সাথেই সবাই পেতে চায়। কিন্তু being nowhere এই অনুভূতিটা মনে হয় না কেউ চায়!
ভালো থেকো।
৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০১
অনাহূত বলেছেন: এরকম রাতগুলোয় খুব একা এই আমি!
এরকম রাতগুলোয় খুব একা এই আমি!
কতশত রাত পার করে দিয়েছি। কতশত রাত! এরকম একলা জেগে জেগে ইনসোমনিয়াক আমি। কোন এক সন্ধ্যায় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে গেলে আমার প্রিয়তমাও কি এভাবেই বলবে - "এরকম রাতগুলো খুব একা আমি!"? তাহলে ভীষণ কষ্ট পাবো।
কবিতা খুব ভালো লেগেছে আপু।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
সমুদ্র কন্যা বলেছেন: ইনসমনিয়াকদের জন্য একলা জেগে থাকাটা কোন ব্যাপার না, বরং তারা খুব আনন্দিতচিত্তে একলা রাত জাগে। যারা একলা থেকে অভ্যস্ত নয় তাদের জন্য অবশ্যই এটা খুব কঠিন একটা কাজ।
আর নিজের অনেক ভেতরে প্রত্যেকটা মানুষই হয়তো একা, একা থাকাটাই নিয়তি সামাজিক জীব মানুষের। কষ্ট পাওয়ার কিছু নেই।
শুভেচ্ছা অর্ণব।
৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৫
নস্টালজিক বলেছেন: এ রকম একা রাতে একদম একা নিজেকে খুঁজে পাওয়া ভালো!
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৯
সমুদ্র কন্যা বলেছেন: ভালো! কি জানি!
ধন্যবাদ ভাইয়া।
৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৭
বৃতি বলেছেন: নিঃসঙ্গ রাতগুলোর কবিতা ভাল লাগলো সমুদ্র কন্যা । ভাল লাগা জানবেন
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ বৃতি।
শুভেচ্ছা।
৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬
আফসিন তৃষা বলেছেন: অনেক রাত জাগার কথা মনে পড়ে গেলো। সহজ, সুন্দর কবিতা খুব ভালো লেগেছে
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
সমুদ্র কন্যা বলেছেন: অনেক স্মৃতি মনে করিয়ে দিতে পেরে ভাল লাগছে।
ধন্যবাদ তৃষা।
৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০১
মামুন রশিদ বলেছেন: এই রাতগুলো হুট করে এসে হানা দেয়,
খুলে দেয় মনের যত বন্ধ জানালা।
ভেতর ঘরে খুব একলা একটা মানুষ!
আচমকাই মুখোমুখি আমি চমকে উঠি
এই আমি!
নিজের সাথে নিজের মাঝে মধ্যে সাক্ষাৎ হওয়ার দরকার আছে ।
একলা রাতে নিজেকে ফিরে পাবার কবিতা ভাল লেগেছে ।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
সমুদ্র কন্যা বলেছেন: নিজের সাথে সাক্ষাৎ হওয়ার অনুভূতিটা ভালো ছিল না।
ধন্যবাদ মামুন ভাই।
ভাল থাকবেন।
৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬
গোর্কি বলেছেন:
নির্ঘুম একাকীত্বের মুর্চ্ছনা এবং অনুভূতি পাঠে মুগ্ধতা জানাই। ভাল থাকবেন।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪২
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ গোর্কি।
শুভ দুপুর।
১০| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯
স্বপ্নবাজ অভি বলেছেন: মাঝে মাঝে কিছুক্ষণের জন্য হলেও একাকীত্বে ভুগা ভালো তো, এই রকম কবিতার জন্ম হয় তাতে!
শুভকামনা আপু!
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ অভি।
শুভেচ্ছা।
১১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪০
বশর সিদ্দিকী বলেছেন: ভাল লাগল।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ।
১২| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
রাত জাগতে আমার কেন যেন ভাল লাগেনা। রাত জাগলে মনে হয় কষ্টগুলো বুঝি দীর্ঘতর হয়ে যায়। যত কম জাগা যায়, ততই কষ্ট ভুলে সুখি থাকার চেষ্টা করা যায়।
কবিতায় ভাললাগা রইল আপু।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: রাত জাগতে আমারও ভাল লাগে না, যদি না সেটা উইক এন্ড নাইট হয় লেখালেখি বা মুভি দেখার।
ধন্যবাদ নাজিম।
ভালো থেকো।
১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
সুমন কর বলেছেন: চমৎকার!!!
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ সুমন কর!
১৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
মহিদুল বেস্ট বলেছেন: এইরকম রাত গুলো ভাল লেগেছে
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৩
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মহিদুল।
শুভেচ্ছা।
১৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: এইজন্যে নাক ডেকে ঘুমই পাড়া ভাল! কি দরকার আটকানো দরজাগুলোতে উকি মারার, আদিম সত্ত্বার সংস্পর্শে আসার? থাকুক দূরে, তালাবদ্ধ হয়ে। ভুলে যাওয়া যাক সেসব।
কবিতা ভাল লেগেছে।
২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
সমুদ্র কন্যা বলেছেন: ঘুমানোটাই ভালো বটে প্রফেসর সাহেব তবে নাক ডাকাটা স্বাস্থ্যসম্মত নয় কিন্তু!
ধন্যবাদ।
১৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪
শহুরে আগন্তুক বলেছেন: আমি দু'য়েরই অপেক্ষায় আছি ।
হয়তো সকাল, নয়তো মৃত্যুর ।।
মাঝে আমার জানলা শূন্য ছোট্ট ঘরের মশারীতে জমাট বাঁধে
বুকের দূষিত হীম শীতল বাষ্প শিশির ।।
২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
সমুদ্র কন্যা বলেছেন: সুন্দর!
ভালো থাকুন আগন্তুক।
১৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৮
অচিন্ত্য বলেছেন: বেশ !
ঘড়ির কাঁটার ইমেজে অতি ক্ষুদ্র সময়ের ভেতরে জুম করে ঢুকে যাওয়া...
ভাল লিখেছেন।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ অচিন্ত্য।
শুভেচ্ছা।
১৮| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বহুদূরের কোন প্রাণের স্পন্দনের জন্য উন্মুখ হয় মন!
পাশে থাকা মানুষটির ছন্দময় শ্বাস-প্রশ্বাস শুধু
শোনা হয়ে ওঠে না!
দারুণ
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪২
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব।
ভাল থাকুন।
১৯| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩২
মোঃ ইসহাক খান বলেছেন: অনুভূতিসম্পন্ন কবিতা।
শব্দের গাঁথুনি চমৎকার। অনেক ভালোলাগা।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক খান।
শুভকামনা রইল।
২০| ১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
সাবরিনা সিরাজী তিতির বলেছেন:
এইরকম রাতগুলোয়
প্রিয় মানুষটির উষ্ণ আলিঙ্গন যখন শীতল হয়ে আসে,
কিংবা নিজেই শীতল হয়ে উঠি,
নিজেকে অচেনা ঠেকে সবচেয়ে আপনজনের মাঝে
মন ছটফট করে বলে ওঠে,
কোথাও কেউ নেই...কিছু নেই...
আমি কোথাও নেই ............অপূর্ব !!!!!!!!!!!!!!!!!!!!!!
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
ভালবাসা রইল।
২১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
টুম্পা মনি বলেছেন: সুন্দর, সুন্দর। ঈদের শুভেচ্ছা।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ টুম্পা।
ঈদের শুভেচ্ছা।
২২| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
toysarwar বলেছেন: শেষ লাইনগুলো যেন নিজের কথা . . . . . . শুভেচ্ছা নিন।
২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ সারওয়ার।
ভাল থাকুন।
২৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
বোকামন বলেছেন:
নিজেকে অচেনা ঠেকে সবচেয়ে আপনজনের মাঝে
মন ছটফট করে বলে ওঠে,
কোথাও কেউ নেই...কিছু নেই...
আমি কোথাও নেই!
বড় নিঃস্ব এক অনুভূতির কথা বলেছেন ...
দিনশেষে আমরা কেমন যেন এক ভীষণ একাকীত্বের সুর শুনতে পাই ...
শুভকামনা রইলো, ভালো থাকুন ।।
"+"
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২
সমুদ্র কন্যা বলেছেন: অবশেষে জেনেছি মানুষ একা
মানুষ তার চিবুকের কাছেও একা...
ধন্যবাদ বোকামন।
শুভেচ্ছা।
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
রিমঝিম বর্ষা বলেছেন:
এরকম এক একটি রাত .... শেষ হয়েও তার রেশ রেখে যায় পরবর্তী ভোরে।
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫
সমুদ্র কন্যা বলেছেন: ...............এবং ভোর পার হয়ে সারাদিন কিংবা তারপর দিনও!
২৫| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০২
ভিয়েনাস বলেছেন: এ রকম রাত গুলোয় চেনা যায় নিজেকে ... এ রকম রাত গুলোয় একান্তে কথা বলা যায় নিজের সাথে ... এরকম রাত গুলোয় নিজেকে হারিয়ে বার বার খুঁজে পাওয়া যায় ........
সুন্দর অনুভূতির প্রকাশ......
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৭
সমুদ্র কন্যা বলেছেন: এরকম রাতগুলোর মুখোমুখি হতে ভয়...নিজের মুখোমুখি হতেও ভয়...
ধন্যবাদ ভিয়েনাস।
ভাল থাকুন।
২৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬
পাপতাড়ুয়া বলেছেন: এরকম রাতে একা আমি!
একবার লিখেছিলাম 'নিঃসঙ্গতা থেকে ধার করে আনি সাড়ে তিন মাইল...'
একই কথা।
রোজ রাতেই তো শেষ সিগারেট শ্রাদ্ধে পাঠাতে যখন বারান্দায় পা ছড়িয়ে বসি আর কাশফুলের সারির ওপারে এক চিলতে নদী দেখি, মনে হয় কত একা আমি!
অবশ্য একানুভব গা সওয়া হয়ে গেছে।
যাহোক, বেশী বললে তো আবার আদিখ্যেতা।
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০
সমুদ্র কন্যা বলেছেন: রাতের পর রাত এরকম কেটে গেলে এবং ইচ্ছা করে কাটাতে চাইলে আদিখ্যেতাই বৈকি!
যাহোক যে যেমন থাকতে চায়। আমি বলার কে!
২৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৮
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ++
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ রেজা।
২৮| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপু আপনি যেন অনেকটা আমার হয়েই এই লেখাটা লিখলেন!! সাধারন শব্দ দিয়েই আপনি অসাধারন একটি ভাবের প্রকাশ ঘটিয়েছেন। দারুন!!
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাল্পনিক ভালবাসা।
শুভেচ্ছা রইল।
২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এতো ভাল লাগলো।
কবিতাটি পড়ার পর মনে হয় একান্তই নিজের কথামালা।
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ দূর্জয়।
ভাল থেকো।
৩০| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: ---
এই রাতগুলো হুট করে এসে হানা দেয়,
খুলে দেয় মনের যত বন্ধ জানালা।
চরম সত্য
-----------
কবিতা পড়ে ভালো লাগলো
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মাসুম আহমেদ।
শুভেচ্ছা রইল।
৩১| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: রাতগুলো যেন কেমন!
কবিতার অনুভবে একাত্ম না হয়ে পারি না...
২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মইনুল।
শুভকামনা।
৩২| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬
অদৃশ্য বলেছেন:
সম্ভবত 'আমি' কে আরও ভালোভাবে চিনবার জন্য এমন রাত মাঝে মাঝে আছে... আমার বিশ্বাস মানুষ খুব ঘোরের মাঝে আমিকে নিয়ে না ভবালে এমন সময় আসেনা... যারা ভাবতে চান বা ভাবেন তাদের কাছেই এমন রাত আসে...
বিবেকের সামনে দাড়ানোর জন্য এমন রাত... লিখাটি দারুনভাবেই স্পর্শ করলো আমাকে... খুব সুন্দর লিখা
শুভকামনা...
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫
সমুদ্র কন্যা বলেছেন: আপনাকে স্পর্শ করেছে জেনে খুব ভাল লাগল অদৃশ্য।
অনেক ধন্যবাদ।
ভাল থাকুন।
৩৩| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৯
সায়েম মুন বলেছেন: বাহ! বেশ লিখেছেন। অনেক ভাললাগা রইলো।
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫২
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ মুন।
শুভেচ্ছা।
৩৪| ২২ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩১
এই সব দিন রাত্রি বলেছেন: এই রকম রাত গুলোকে ভয় পাই।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯
সমুদ্র কন্যা বলেছেন: আমিও
৩৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৫
নেক্সাস বলেছেন: আপনিতো খুব একটা কবিতা লিখেন না। কিন্তু আপনি দেখি পুরাই ম্যচিউড় কবি।
অনেক সুন্দর হয়েছে কবিতাটা। আবৃত্তি করা যাবে
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৬
সমুদ্র কন্যা বলেছেন: আগে লিখতাম প্রায়ই। এখন আর ভাব আসে না, তাই লেখা হয় না
ধন্যবাদ নেক্সাস।
শুভেচ্ছা।
৩৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫
একজন আরমান বলেছেন:
রাত জেগে নিজেকে নতুন করে আবিস্কার করা !
বহুদূরের কোন প্রাণের স্পন্দনের জন্য উন্মুখ হয় মন!
পাশে থাকা মানুষটির ছন্দময় শ্বাস-প্রশ্বাস শুধু
শোনা হয়ে ওঠে না!
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৮
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ আরমান।
৩৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৭
পাপতাড়ুয়া বলেছেন: "তুমি বলার কে!"
আমিও ভাবছি আপু, তুমি বলার কে!
যাহোক, তুমিই যেহেতু জানছো না যে তুমি বলার কে, তো আমি জেনেই কী হবে!
২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০
সমুদ্র কন্যা বলেছেন: জেনেও যেন খুব কিছু হয়েছিল!
আমি কেউ না বুঝলে, আমি কেউ না!
৩৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: ইনসোমনিয়া একটা জাতীয় সমস্যা। আসুন এই সমস্যা মোকাবেলায় মাঠে নামি
২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
সমুদ্র কন্যা বলেছেন: মাঠে নামলেতো ইনসমনিয়া জীবনেও দূর হবে না। এই সমস্যা মোকাবেলায় মশারী টানিয়ে, বাতি নিভিয়ে যার যার বিছানায় যেতে হবে
৩৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৬
উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে আমার বৌরে এইটা করতে কইলাম। দেখি তার যায় কিনা।
সমস্যা হইলো আমারও গত তিন সপ্তাহ ধইরা (মাঝখানে ৩ দিন অবশ্য ঘুম আইছিলো) বইসা বইসা ডুগডুগী বাজাই কিন্তু আমার তো মশা নাই, আর রুমে আমি দিনের বেলায়ও বাত্তি জ্বালাই না। কারন ল্যাপীতেই তো লাইট জ্বলে
২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১
সমুদ্র কন্যা বলেছেন: আপনার বৌ এর রোগ এত সহজে যাবে না। ওরে ধইরা কঠিন মাইর দিতে হবে। কিন্তু অনেক বেশি ভালবাসি বলে সেটা করতে পারি না।
৪০| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
রাজসোহান বলেছেন: এইরকম রাতগুলোয় হীরাঝিলের লেগ রোষ্ট খাইতে ইচ্ছা করে
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
সমুদ্র কন্যা বলেছেন: রাতের বেলা লেগ রোস্ট খাইলে প্যাটে গ্যাস হইবো
৪১| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৬
মশিকুর বলেছেন:
নির্ঘুম রাত খারাপ না। কিন্তু নির্ঘুম রাত ভাগাভাগি করে নেয়ার মত কেউ না থাকলে! কেমন যেন অস্থির অস্থির লাগে। ভালবাসার প্রবল বর্ষণে একদিন এই অস্থিরতা ধুয়ে মুছে যাবে.....
শুভকামনা।
৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ মশিকুর।
শুভেচ্ছা।
৪২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩
অপ্রচলিত বলেছেন: নিঃসঙ্গতার দীর্ঘশ্বাসে বিদীর্ণ।
চমৎকার লিখেছেন, একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
নিরন্তর শুভ কামনা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
সমুদ্র কন্যা বলেছেন: অনেক ধন্যবাদ অপ্রচলিত।
শুভেচ্ছা আপনাকে।
৪৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: হু আপু ভাল বলেছেন। আপনি একা থাকেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯
সমুদ্র কন্যা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৩০
নোমান নমি বলেছেন: এরকম রাতগুলোয় খুব একা এই আমি!

যারা রাত জাগে তাদের মধ্যে সুখী মানুষটিও বোধহয় কখনো না কখনো মনে মনে এই লাইনটা একবার হলেও বলেছে। তবে সুখী মানুষরা রাত জাগে কিনা সেইটা প্রশ্ন।
ভাল্লাগছে আপু