নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দরতর ও শ্রেষ্ঠতর আগামীকালের অপেক্ষায়...

সমুদ্র কন্যা

তিথি প্রীতিভাজনেষু, ঠিক এইরকমই একটা রাত, যার কৈশোর কেটে গেছে দূরন্ত অবহেলায়, এখন যার দূর্দান্ত যৌবন...তোকে দেয়া গেল। সঞ্জীবদার নিজের ছায়া, বাড়িয়ে দেয়া হাত, এবং তার নিরব হাতছানি উপেক্ষা করার অনিচ্ছুক সাহস- আর সেই ভলভো বাসটার দ্রুত চলে যাওয়া- দেখতে দেখতে অনেকটা পথ অতিক্রান্ত আজ! সময়ের দাবী বন্ধুত্ব আজ নিত্য অভ্যাস কিনা সে ভাবনা নিন্দুকের ঘাড়ে চাপিয়ে চল পেরিয়ে যাবো অবহেলার হিমালয়। কোন কথা আজ নয়, কারণ আমরা আজ জেনে যাবো আগের মত কিছু নেই। আজ গানের তালে হাওয়ার নাচ, বুকে স্বাধীনতার স্বপ্ন.....এইসবসহ বেরিয়ে যাবো সমুদ্র-স্নানে। মুক্তি আজ আমাকে ইশারায় অভিসারের আহবান জানাচ্ছে। একবার যদি সুযোগ পাই, আমিও আলিঙ্গন করবো মুক্তির স্বাদ। নীলাচলের পাদদেশে বাধা ঘরের ধারটায় আজ ফুটেছে অনেক রঙমাতাল অর্কিড আর তার খুব কাছে একটা মাত্র ক্যাকটাস! কিন্তু আমি আজ উপলব্ধি করি কাঁটা বাদ দিলে ক্যাকটাসের ফুলের তোড়ায়ও ভালবাসা হয়। একদিন বহুদিন পরে যদি একটা দিন আমার হয়, কথা দিচ্ছি সেই দিনটা তোদের...শুধু রাতটুকু আমার নিজস্ব। কারণ তোরাতো অন্তত জানিস, ভালবাসা পেলে-আর একবার যদি ভালবাসা পাই তাহলে আমি আকাশ ছুঁবো! কারণ বুকে আমার সাগরদোলার ছন্দ। তবুও ভাবনার গভীরে একটা অক্টোপাস এমনভাবে জড়িয়ে রাখে, আমি শ্বাস নিতে পারি না। তবুও জানি একদিন এই চাঁদের সঙ্গী রাতটার মত হারতে হারতে জিতে যাবো আমি, তুই, সে, তারা অথবা আমরা সবাই.......................

সমুদ্র কন্যা › বিস্তারিত পোস্টঃ

অনুভূতি নেই শুধু

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

আমি একটা ভালবাসার গল্পের জন্য অপেক্ষা করছি-
বহুদিন ধরে।
গল্পটা আসবে বলে নিজেকে পরিপাটি করে সাজিয়ে রেখেছি
একটা নীল শাড়ি জড়িয়েছি গায়,
চোখ সাজিয়েছি রাতের কালো দিয়ে
কপালে এঁকেছি রূপালি চাঁদ
তবু গল্পটা ধরা দেয় নি;
এত রূপেও ভোলে না ভালবাসা!
আমি একটা ভালবাসার গল্পের জন্য অপেক্ষা করছি-
সে অনেক দিন!
আমার ঘরটাকে টিপটপ সাজিয়ে রেখেছি
বিছানায় পেতেছি ধোয়া ফুলতোলা চাদর,
নতুন টেবিল ক্লথের ওপর ফুলদানিতে তাজা ফুল
রজনীগন্ধা, গোলাপ, গন্ধরাজ-
সেই সুবাসে পুরো ঘর মৌ মৌ;
তবু গল্পটা দরজার মুখে উঁকি দিয়ে দেখে নি
এত আয়োজনেও বিরাগ ভালবাসার!
একটা ভালবাসার গল্পকে মনের মত করে সাজাতে চেয়েছি
পাত্র-পাত্রীকে নিজ হাতে গড়ে তুলেছি
একান্ত আবেগগুলো উপুড় করে ঢেলে দিয়েছি;
তবু পূর্ণতা আসে নি।
সব ছিল শুধু ভালবাসার অনুভূতিটুকু ছিল না-
তাই ভালবাসার গল্পটা লেখা হয়ে ওঠে নি!

মন্তব্য ১৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৯

মহসিন উদ্দিন বলেছেন: হুমমমম ভালো লাগল....

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: ভালই লেগেছে

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪১

অসাধারন সমীকরণ বলেছেন: এতো রূপেও ভোলেনা ভালোবাসা।।। :)

ভালোবাসা আসলে কোন কিছুতেই ভুলেনা।।। :)

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: অনুভূতি ফিরে আসুক এবং ভালোবাসার গল্পটিও লেখা হোক !

কবিতা ভাল লেগেছে ।

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০২

উল্টা দূরবীন বলেছেন: এতো আয়োজন বিরাগ ভালোবাসার!! আহা!!
এমন ভালোবাসার গল্প হয়তো জমে আছে অন্য কারো মনের গহীনে। ভয়ের কিংবা সংকোচের রুদ্ধতায় তা পড়ে আছে অন্ধকারে।
সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার ব্লগে আমন্ত্রণ।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৯

সুলতানা রহমান বলেছেন: তাইতো, অনুভতিটাই যদি না আসে তাহলে কিভাবে ভালবাসা হবে।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭

নেক্সাস বলেছেন: যাই বলুন না কেন মিথিনের বাবার উঁকি দিয়ে দেখা উচিৎ ছিল। :)
অমন ভালবাসার ধোয়া চাদরে ঘমিয়ে থাকুক ভালবাসা চিরদিন।

প্রজাপতির মত চঞ্চল ভালবাসার জন্য আরাধনা কাব্য অসাধারণ হয়েছে।
ও হ্যঁ সমুদ্র কন্যা কে মনে হয় মেলা দিন পর দেখলাম।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

সুমন কর বলেছেন: গল্প চলে আসুক....

কবিতা দারুণ হয়েছে। ভালো লাগা রইলো।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

গল্পটা ভালোই হতো :)

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: মেয়েলী কবিতা।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল বাসার গল্পটা লিখা হোক নিরঝনঝাট !

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

আলোরিকা বলেছেন: বহুদিন ভালবাসাহীন ! ভালবাসার না হলেও ভালবাসাহীনতার গল্পটি ভালই হয়েছে !

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা+++নিঃসীম ভালোবাসা :)

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর।

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

অবিবাহিত ছেলে বলেছেন: আমি একটা ভালবাসার গল্পের জন্য অপেক্ষা করছি-
বহুদিন ধরে।
গল্পটা হয়ত পড়ে ফেলেছি আমার অজান্তে-
বহুবার, বহুরুপে ।
তবুও একটা ভালবাসার গল্পের জন্য হাহাকার করছি-
বহুকাল ধরে ।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: তাই ভালবাসার গল্পটা লেখা হয়ে ওঠে নি! -- ভালবাসার গল্পটা লেখা না হয়ে উঠলেও, কবিতাটা ভালো লিখেছেন।
বিছানায় পেতেছি ধোয়া ফুলতোলা চাদর,
নতুন টেবিল ক্লথের ওপর ফুলদানিতে তাজা ফুল
রজনীগন্ধা, গোলাপ, গন্ধরাজ-
সেই সুবাসে পুরো ঘর মৌ মৌ;
-- ভালোবাসার সুন্দর আবহ তৈরী করেছেন, এ কয়টি চরণে।
কবিতা ভালো লেগেছে। প্লাস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.